আপনার ব্লগ এর পোষ্ট গুগল সার্চ ইঞ্জীন এ দেখাচ্ছে না? চিন্তার কোন কারন নেই এখনই ঠিক করে ফেলুন।

আপনি প্রথমে গুগোল webmaster টুল এ যান। কিভাবে যাবেন তা জানা না থাকলে এই লিংক এ ক্লিক করুন। https://www.google.com/webmasters/tools. আপনি নিম্নরূপ একটি interface দেখতে পারবেন: (যদি আপনার ওয়েবসাইটটি এখানে এড করা না থাকে তাহলে Add a Site এ ক্লিক করে এড করে নিন।

তারপর আপনার ওয়েবসাইটটিতে ক্লিক করুন। তারপর নিম্নরুপ একটি interface দেখতে পারবেন।

এই পেইজ এ আপনি Health নামে একটি ওপসান দেখতে পাবেন ( আমি সবুজ রং এর এরো দিয়ে চিন্থিত করেছি) এখন এই Health এ ক্লিক করুন। ক্লিক করার পর একটি অপসান আসবে যেটার নাম Fetch as Google.  (আমি একটাকে কমলা রং এর এরো দিয়ে চিন্হিত করেছি)

এখন এই Fetch as Google এ ক্লিক করুন। এখন একটি ওপসান খুলবে এই খানে আপনি আপনার ওয়েবসাইটের যেই পোস্ট টি পাবলিস হয়নি সেই পেইজটির URL এর যতটুকু অংশ পয়োজন ততটুকু দিয়ে Fetch এ ক্লিক করুন।

তারপর নিম্নরুপ interface আসবে। এখানে আপনার URL টির পাসে দেখবেন Submit to Index নামে একটি বাটান পাবেন।
এটাতে ক্লিক করুন। তারপর নিম্নরুপ interface আসবে।

তারপর Ok তে ক্লিক করুন।

আপনার কাজ সমাপ্ত। পরবতী ২৪ ঘন্টার  মধ্যে আপনি আপনার পোষ্টটি গুগোল সার্চ রেজাল্ট এ দেখতে পাবেন।

পোস্টটি ভালো লাগলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। আমার ব্লগ এ যেতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি Rezwan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaia ping korley to hoi ! sob search enzine a submit hobe
http://www.just-ping.com/
http://www.pingexpert.com etc…………..

Level 0

@Nayim: Dekhalam to apner blog er template to khub e shundor…Ar apner shob post e to publish hochche…amake keno dekhte bollen???

“@Partho khan: Tynaki???? aigulate ping korle e ki publish hoye jabe amer post……..”

99.9(+1)%

ভাইয়া ট্রাই করলাম কিন্তু হয় না। সাইট ভেরিফাই করতে বলে । ভেরিফাই করতে পারতেছি না। ( ওয়াপকা সাইট দিয়ে কি হবে??)

সুন্দর একটি পোস্ট, প্রিয়তে রাখলাম এখন সময় নাই পড়ে পোড়ে নেব।

কিচ্ছু বুঝলাম না।…….:-“

মিঃ রিজওয়ান
আপনার পোস্টটি পোরলাম, খুব ভাল লেগেছে।
হাঁ তবে আর একটু ভাল হতো মনে হয় যদি, Fetch এর ঘরে “URL এর যতটুকু অংশ পয়োজন ততটুকু দিয়ে” এখানে ও URL এর বাকি আংশ টুকু দিয়ে দিতেন।
উদাহরণ সরূপঃ আপনি যে পোস্টটি index করতে চান তার
URL যদি হয়ঃ http://freeonlinehelp.blogspot.com/2010/12/normal-0-false-false-false-style.html এরকম। তাহলে আপনার ব্লগ এর মেইন URL বাদ দিয়ে বক্সে এই অংশটুকু দিন 2010/12/normal-0-false-false-false-style.html ব্যাস । এবার Submit to index এ ক্লিক করুন এবার যে পপ-আপ উইন্ড আসবে সেখান থেকে OK চাপুন।

Level 0

অনেক চেষ্টা করেও পারলাম না ভাই,,আমার সাইটা weebly.com এ তৈরী onlyyour.tk

ভাই GS,
কি পারছেন না ?
না পারলে বার বার চেষ্টা করুন (কবি বলে গেছেন একবার না পারিলে দেখ শতবার) আপনি কতবার চেষ্টা করেছেন যে, ধৈর্যহারা হয়ে গেছেন। এখানে রিতিমত স্কিনসট সহ পুরনাঙ্গ টিউটোরিয়াল দেয়া আছে। এর পরও না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ০১৯১৮-১৯০৬৯৪
ধন্যবাদ

Level 0

ভাই
আমি একবারেই পেরেছি । সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ ।
আশাকরি আরো সুন্দর টিউন পাবো ।

Level 0

Jahangir Kabir ভাই ও Rezwan ভাই আপনাদের আনেক ধন্যবাদ…….. আসলে আমার সাইটটা verify করা ছিলনা | verify করার পর খুব সহজে হয়ে গেছে |