মশা মারুন সফটওয়্যারের সাহায্যে!!!না দেখলে মিস…

কি অবাক হলেন ?   অবাক হবারই কথা। আমিও দেখে প্রথমে অবাক হয়েছি।

আর যখনই এর কার্যকারিতা বুঝতে পারলাম তখনি আপনাতের সাথে শেয়ার করতে বসলাম।
আপনাদের মতামত অবশ্যই জানাবেন…… যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আমাদের দৈনন্দিন জীবনে মশার যা জালা তা আশা করি কাউকে বলে বুঝাতে হবে না। আর এ মশার হাত থেকে বাচার জন্য এ পর্যন্ত কত টাকা যে খরচ করা হয়েছে তা হয়ত হিসেবের বাইরে। আর নয় টাকা খরচ। শুধু বাসায় একটা কম্পিউটার আর স্পিকার থাকলেই সহজেই পেয়ে যাবেন সমাধান। ভাবছেন কিভাবে ?? এতো না ভেবে থেকে ৩ মেগাবাইটের ছোট সফটওয়ারটি ডাইনলোড করে ইনস্টল করে নিন।

ডাইনলোড

এবার দেখুন খেলা….

কিভাবে ব্যবহার করবেন ?

আপনি ফ্রিকোয়েন্সি আপ ডাউন (১২-২২ কিলো হার্জ এর মধ্যে) করতে পারবেন। এই শব্দের আপডাউনের মধ্যেই নির্ভর করবে এই সফটওয়্যারের যাদুকারীতা। এটি একটু কেয়ারফুললী করবেন। দেখবেন যে কত তে রাখলে আপনার রুমের মশা ঠিক মত পালনোর পথ পাবে না।
এর পর এর status এ যদি online এ সিলেক্ট করে রাখুন তাহলে শব্দ হওয়া শুরু হবে। আর যদি offline রাখেন তাহলে শব্দ হবে না।এবং অফলাইনে থাকাকালীন কোন কাজ হবে না। তাই অনলাইনে রাখবেন।
এর পর ফ্রিকোয়েন্সি অটো বা ম্যানুয়াল এ রাখতে পারবেন।

C BY হাবিব উল্লাহ

AMAR BLOG

Level 0

আমি akimur11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এ টা আমার কাছে অনেক আগে থেকেই আছে । কিন্তু মশা যায় না। পোস্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

kaj korse but………ata mone hosse mather kisuta problem hoi…

Level 0

এইগুলা দিয়ে ভাই কোন কাজ হয় না.. অনেক ধরনের সফটওয়ার ব্যবহার করেছি..

Level New

ha, ei gula diya kaaj hoy na.

Level 0

Ame aj thek 8 years age thekei ei software ta jani. software ta first installl kore apner motoi onek excited chilam . but kono result nai, Mocha borong speaker upor boshe thake

Vai ami ksa thaki r ami jkhane achi mosha kokhono dekhi nai.
Vai tobuo kaj koruk r na koruk post ta darun legeche amar kache.

এটার চাইতে ৩ টাকা দিয়ে ১ টা কয়েল কিনেন, সারা রাত কোন মশা আসতে পারবে না

Level 0

RAYHAN>>>>THANKS FOR UR COMMENT

Level 0

তো এইটা কিভাবে কাজ করে একটু বলেন তো? এই সফটয়ার এ যদি আপনি বিশ্বাস করেন তাইলে মশার মাথা নষ্ট হবে না, আপনার মাথা নষ্ট হবে।
আজাইরা জিনিস নিজে পরীক্ষা করার পর টিউন করবেন।

Rayhan Sumon Bhai apnar shate ekmot. ojota mata noshter tune

এ রকম পোস্ট আগেও হয়েছে মোডারেটর কি ঘুমিয়ে আছে?ডিলিট করে না কেন?

    @banglarchele: ধন্যবাদ বাংলার ছেলে আ রকম সুন্দর কমেন্ট করার জন্য ।

Level 0

ভাই দোকানে গিয়া কন চায়না BAOMA নামের কয়েল দিতে। দেখেন যাদু। ৫ টাকা পিছ।

ধন্যবাদ পোষ্ট করার জন্য,
ভাই এ ধরনের বিষয়ের উপর পোষ্ট করার আগে পিছে অবশ্যই ভাবা দরকার,এটা একদিকে যেমন মশা তারিয়ে আমাদের উপকার করবে, অন্যদিকে ঐ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আমাদের কতটুকু স্বাস্থসম্মত হবে তা অনেকটাই ভাববার বিষয়। আমি software টি install করেছি এবং তা চালুকরে দেখলাম যে মশাগুলোর মাঝে বেশ চাঞ্চলতা বিরাজ করছে, সেগুলো বেরিয়ে যাচ্ছে কিনা তা দেখার আগে শুনতে পেলাম আমার CPU এর Hard Drive থেকে ঘটঘট শব্দ হচ্ছে কারন খুছতে খুছতে মনেহলো মশা তাড়া Program টি Off line করে বন্ধ করলাম বাস আমার Hard Drive এর ঘটঘট শব্দও বন্ধ হয়েগেল। আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা। তবে এই অভিজ্ঞতায় আমি নিশ্চিত এটা কতটুকু আমাদের উপকার করবে?

Level 2

জানি না জিনীসটি কতটুকু কাজ করবে। তবে আমাদের দেশের মশা বড়ই শক্তিশালী। যে মশার কয়েলে মানুষ পর্যন্ত অসুস্থ হয়ে যায় সেই কয়েলের উপর দেখি মশা ঘুরে বেড়ায়। বড়ই আযব লাগে।

Level 0

এখন ৯০ টাকার চায়না কয়েল পাওয়া যায়। মশা ধুমসে মরে 😀