গতি বাড়বে আপনার কম্পিউটার এবং ল্যাপটপের (পর্ব-১)

আস্সালামুওয়ালাইকুম।আমি টেকটিউনস এর নিয়মিত পাঠক ।আজই প্রথম টিউন করতে বসলাম।আগেই বলে রাখি আমি প্রযুক্তি বিষয়ে খুব বেশি পারদর্শি নই । যদি কোন ভুল ভ্রান্তি হয় তাহলে আশাকরি ক্ষমার দৃষ্টিতে  দেখবেন।ছোট্ট একটা টিপস ।আমার মতো যারা কম জানেন তাদের জন্য আমার এই টিউন।আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।আমরা কয়েকটি ধাপে কিভাবে কম্পিউটারের গতি বাড়ান যায় তা শিখবো

ধাপ---১

১.আপনার desktop>start menu>run যান  recent লিখে ok করুন। যে ফাইলগুলো আসবে delete করে দিন।

২.আবার একইভাবে run এ গিয়ে  %temp% লিখে ok করুন । যে  ফাইলগুলো আসবে তা delete করে দিন।

৩.একইভাবে run এ গিয়ে prefetch লিখে ok করুন ।যে ফাইলগুলে  আসবে তা delete করুন।

৪.এবার সবশেষে run এ tree  লিখে যতবার ইচ্ছে ok করুন তাহলে আপনার pc refresh হবে।

ধাপ---২

১.my computer এর c-drive ঢুকে আপনার কাঙ্খিত folder এর উপর mouse এর right button click করে properties click করুন ।এর পরের window টি আসলে disk cleanup  এ click করুন।একটু অপেক্ষা করুন।পরে আর একটি window  আসবে।এবার file to delete এর নিচে  সবগুলো file এ টিক চিহ্ন দিন এবং ok করে delete file এ ok করুন ।

এছাড়া আপনি আপনার pc তে software কম install দিবেন এবং আপনার pc নিয়মিত refresh করবেন ।

আজ এ পর্যন্ত্‌ ।আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তবে বাকিটুকু লিখবো ।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস এ আপনাকে স্বাগতম।আশা করছি আমরা আরো অনেক কিছু পাব আপনার কাছ থেকে।
সুন্দর লিখেছেন,যদিও এটা নিয়ে আগেও অনেক টিউনস হয়েছে তবু নতুনদের কাজে লাগবে………..:)

Level 0

ধন্যবাদ আপনার মুল্যবান coment এর জন্য

System Ninja সফটটি অনেক ভালভাবে পিসির গতি বাড়ায়,বিশেষত এর Junk Cleaner অপশনটা জোস।রিসোর্স অনেক কম খায়।

Level 0

ccleaner টাও ভাল

Level 0

vai @Iron maiden ami akta website bante chai….apner ki kono abapare idea ase kiii?
https://www.facebook.com/ENLIGHTENEDLIFE.ME

No idea,thanks

Level 0

u r most w/c

আগে থেকে জানা ছিল। তারপরও নতুনদের কাজে লাগবে। ধন্যবাদ।

Level 0

আমার মনে হয় না tree কমান্ড পিসি এর স্পীড বাড়ায়। এইটা ড্রাইব এর ফাইল ফোল্ডার দেখার জন্য ব্যবহার করা হয়। tree C: tree D: tree E: tree F: লিখে দেখেন আর মজা পাবেন।

আর আপনার টুইক গুলা শুধু এক্সপি এর জন্য কাজে দেয়, সেভেন বা এইট এর কনো কাজে আসে না।

    @Anwar: tree command oboshshoi kaje dey. Eti Ram’r goti baray.
    Ei tricks gula shob windows ei kom beshi kaj dey.

      Level 0

      @রিয়াদ: ভাই Ram Overclocking করা ছাড়া স্পীড বাড়ানোর কোন উপায় আছে জানতাম না।

Level 0

vai C: tree comand a folder dekha hoi ta thik ase.bt amito bolini je tree likhe pc ar speed barbe.ami bolesi je tree likhe ok korun tahole pc refresh hobe.r k bolese je windows xp ar jonno ami nije windows7 use kori abng khub valo vabe kaje dai.dhonnobad apner coment ar jonno
@anwar vai

    Level 0

    @SOPNOCHURA: “refresh” মানে কি? বুঝাইয়া বলেন তো। 😛

Level 0

run -এ গিয়ে temp লিখে এন্টার ৫৩,০০০+ ফাইল আসে ।সব ডিলিট করতে পারছি না।HELP ME.

    Level 0

    @Farhad-raj: দরকার নাই, অই গুলা অন্য কোন সফটওয়্যার ব্যবহার করছে, delete করার উপায় আছে তবে অই সফট গুলা তখন ইরর দেখাতে পারে।

Level 0

anwar ভাই, সময় করে আমাকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওগুলো কি ডিলিট না করলে কোন ক্ষতি হবে।প্রতি ঘণ্টায় ৫,০০০ – ৭,০০০ temp ফাইল আসছে। ডিলিট করলেও আবার চলে আসছে।আগেও আসতো। কিন্তু এত বেশী না।আগে ৪/৫ তা temp ফাইল আসত। একটু খুলে বললে আমার খুব উপকার হত।