
৩০ সংখ্যাটিকে সহজেই তিনটি ৫ ব্যবহার করে লেখা যায় (৫*৫+৫)।
অন্য কোন একই অংক তিনবার ব্যবহার করে এটি করা তুলনামুলক কঠিন।চেষ্টা করে দেখুন,আপনিও কিছু সমাধান বের করতে পারবেন।

সমাধানঃ
আমি আপনাদের তিনটি সমাধান দিচ্ছিঃ
৬*৬-৬=৩০
(৩^৩)+৩=৩০
৩৩-৩=৩০
কেমন লাগল জানাতে ভুলবেন না যেন 😀
আমি Mr.SK Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো তবে এর থেকে আগের গুলো আরও ভালো ছিল ।