“আসুন কম্পিউটারে তালা মারি” ১০০% সিকিউরিটি সম্পন্ন ইনক্রেপসন লক (Encryption Lock) কারও ক্ষমতা নাই এটি ভাঙ্গার বা (হ্যাক করার) আসুন শিখে নেই। একদম সহজ!

আমরা যার কম্পিউটার ব্যবহার করি তার কম্পিউটারে নিজের প্রয়োজনীয় অনেক ডাটা রেখে থাকি। এগুলোর মধ্যে অনেক ডাটা আছে যা আমাদের অনেক দরকারি বা ব্যক্তিগত। এছাড়া আরো অনেক ডাটা আছে যা আমাদের একান্তেই ব্যক্তিগত ডাটা যেখানে আমরা আমাদের ব্যাংকের একাউন্ড নাম্নার এবং যে কোন একাউন্ড নাম্বার বা পাসওয়ার্ড রেখে থাকি। তাই আমাদের কম্পিউটারকে রাখতে হবে নিরাপদ ভাবে কম্পিউটারকে নিরাপদে রাখার জন্য আমরা বিভিন্ন ভাবে লক করে থাকি যাতে কেউ কম্পিউটারে ঢুকে আমাদের প্রয়োজনীয় ডাটা পেনড্রাইভ এ করে নিয়ে যেতে না পারে। তবে আমরা User প্যানেলের লকটাই বেসির ভাগ সময় ব্যবহার করে থাকি এই লকটি বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে হ্যাক করা বা ভাঙ্গা যায়। তাই আমি আজ আপনাদের দেখাবো এমন একটি লক যে লকটি কেউ কোন সফটওয়্যার দিয়ে ভাঙ্গতে বা হ্যাক করতে পারবে না ১০০% গ্যারান্টি। আসুন কাজে যাই........

১/ প্রথমে আমরা Start+r ছেপে Run কমান্ড যাবো।


২/ Run কমান্ডের খালি যায়গাটিতে Syskey লেখে Ok বাটনে ক্লিক করিবেন তার পর একটি এলার্ড আসবে তখন Yes এ ক্লিক করবেন।

৩/ এবার Update ক্লিক করুন।

৪/ এবার Password Startup ক্লিক করুন এবং নিচের খালি ঘরে Password দিয়ে Ok তে ক্লিক করুন।

একটি কথা বলে নেই যারা পিসিতে ইউএসবি পোর্ড এর কী-বোর্ড ব্যবহার করেন তারা এই লকটি করলে পিএসটু কীবোর্ড ব্যবহার করতে হবে নয়তো কম্পিউটার ওপেন করতে পারবেন না। যাদের ল্যাপটপ তাদের কোন সমস্যা নাই।
পোষ্টটি অতি তাড়াতাড়ি লেখা হয়েছে বানানে ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

   এই সাইটটি আমার গুরে আসতে পারেন। tutorial tune

 ফেজবুকে আমি এখান
 

টুইটারে আমি এখান

Level 2

আমি আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apnar blog ta nice.ki kore korlen kisu tips diben ki???
apnar next post e apnar blog ki vabe korlen ta janale khushi.
[email protected]

    @Nir Khan: আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। ঠিক আছে জানালো চেষ্টা করবো।

সুন্দর…………

Level 0

আমার পিশির ভাই সিটি গেমের কেমেরা শুধু পিছনে দেখায় ৷সামনে দেখা যায় না & গুলির নিশানা দেখা যায় না৷জরুরি সাহায্য দরকার৷গেম খেলতে পারছি না৷

pc-

WINDOWS XP SP2 ৷ 32 bit

ram- 2gb

speed- 2.66 mhz

intel

    @Sajid11194: ভাই আসলে ভাইসিটি গেমস টি অনেক আগে খেলেছি এখণ আর খেলি না তাই সঠিক ভাবে বলতে পারছিনা। তবে আপনি সেটিংস এর ভিতরে পাল্টিয়ে দেখতে পারেন হয়ে যাবে। আমি যখন খেলতাম তখন আমার ও একবার এ সমস্যা হয়েছিল আমি তা সেটিংসে ‍গিয়ে ঠিক করে পেলি। তবে এখন আমার সঠিক ভাবে মনে নেই।

    @Sajid11194: খেলার সময় ক্যামেরা ভিউ পরিবর্তন করতে খুব সম্ভবত কীবোর্ড থেকে V চাপতে হবে।

Level New

বছর দুয়েক আগে একবার এটা করে আমার ঐ ড্রাইভটাকে পরে ফরমাট দিতে হয়েছিল। তাই আর ব্যবহার করি না।

    @Rabby Shaid: ভাই আপনি যে ড্রাইভ Encryption এর কথা বলছেন। আসলে Encryption করা হলে একটি সাটির্ফিকেট দেয় সেটি যদি না রাখেন তা হলে এটি আপনি কেন মাইক্রসফট ও খুলতে পারবে না। এই কথা টি আমার না এটি মাইক্রসফট এর কথা। তবে আমি যে পোষ্টটি করেছি এ ক্ষেত্রে স্বাভিক নিয়মে পাসওয়াড মনে রাখলেই চলবে। তবে একটি সর্ত যারা পিসি ব্যবহার করেন তারা পি.এস.টু কী-বোর্ড ব্যবহার করতে হবে। আর যাদের ল্যাপটপ তাদের কোন সমস্যা নেই।

ভাই আপনার ব্লগ টা কোন সফট দিয়া বানাইছেন ?? বলবেন কি ? পারলে লিঙ্ক টা দেন প্লজ [email protected] আর কেমনে করলেন ডিটেল টাও দিয়েন প্লজ ।

Level 2

নতুন টিউনের জন্য ধন্যবাদ। আমি যতদুর জানি এটাকে বলে Startup pasward , এই ট্রিকসটা আমি প্রায় ২ বছর ধরে ব্যবহার করছি।

purana Tune. Vai natun tune din

Eta sei Feb 2012 te deya tune.

Level 0

Vaiya, protibar computer open kprar somoy PASSWORD chay, akhon etake Inactive korbo kivabe? plz infrm me.
shawon
[email protected]

Level 0

ভাইয়া, প্রতিবার কম্পুতার ওপেন করার সময় password চাচ্ছে, এটাকে inactive করব কিভাবে…

    @reazul2011: ৪নং ধাপে গিযে Password Startup এর পরিবর্তে System Generaled Password সিলেক্ট করে ok দিন।

ভাই এটা হ্যাকার লাগে না, হ্যাংক করতে আপনি Safe mode ব্যবহার করেই পিসি ওপেন করতে পাবেন।