উইন্ডোজ ও তার আপডেটের আদিঅন্ত সব এখন আপনার হাতের মুঠোয় !!!

আসসালামুয়ালাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ-তায়ালার রহমতে সবাই ভাল আছেন। টিটিতে অনেকদিন ধরে টিউন করব বলে ভাবছিলাম । কিন্তু মান সম্পন্ন টিউন করতে পারবো না এই ভয়ে গত ৯ মাসে একবার ও টিউন করার সাহস হয়নি । আজ সাহস করে বসে পড়লাম ল্যাপটপ নিয়ে ।।

এইবার মূল কথায় আসা যাক। গত তিনদিন ধরে আমার উইন্ডোজ ৭ টা আপডেট দিয়ে সার্ভিস প্যাক ১ করতে চাচ্ছিলাম । কিন্তু কোন এক অজানা কারনে উইন্ডোজ এর ডিফল্ট আপডেট ০%(পারসেন্ট) হয়ে থাকতো। তার আগে যা ই আপডেট দিতাম শুধু %(পারসেন্ট) এর উপর ভরসা করে বসে থাকতে হত।  শেষ হতে কতক্ষণ  লাগবে কিছুই বুজতে পারতাম না । আমি আবার খুবই অস্থির টাইপের মানুষ। আপডেট শেষ হতে কতক্ষণ লাগবে সেটা জানার জন্য মনটা খালি আকুপাকু করতো । শুরু  করলাম খোজাখুজি। আমার প্রিয় টেকটিউনসেও কোন সমাধান  খুজে পেলাম না। তারপর গেলাম গুগল মামার কাছে । শেষ পর্যন্ত মনের মতো একটা সমাধান পেয়ে গেলাম। তার সাথে বোনাস হিসাবে পেলাম কিভাবে সেই আপডেট চিরতরে নিজের কাছে রেখে দিবো। এইবার যতবার খুশি উইন্ডোজ নতুন করে ইন্সটল করবো আর বিনা ইন্টারনেটে কোন অপেক্ষা না করেই এক নিমিষেই আপডেট দিয়ে ফেলতে পারবো। উইন্ডোজ ৮ ও একই ভাবে কাজ করে । আমার উইন্ডোজ ৮ ও আছে , তাই এক ঢিলে দুই পাখি মারা শিখলাম।

Windows Updates Downloader(WUD). এর মাধ্যমে আপনি উইন্ডোজ আপডেট এর সব ফাইল ডাউনলোড করে নিতে পারবেন

উইন্ডোজ ইন্সটলের পর সেটা একটিভ করুন।

তারপর http://www.windowsupdatesdownloader.com/  এই ওয়েবসাইটে যান ।

তারপর সাইটের program files অপশানে যান । তারপর  Windows Updates Downloader Version 2.50 Build 1002 - এটা ডাউনলোড করে নিন

ডাউনলোড করা হয়ে গেলে চটজলদি .exe ফাইলটা ইন্সটল করে ফেলুন।

তারপর নীচের ছবির মতো আসবে ...। ভয় পাবেন না ... এটা কিছু না 😀

ok প্রেস করার পর (+)  চিহ্নিত বাটনে প্রেস করুন।

উপরে উল্লেখিত সাইটটি ( http://www.windowsupdatesdownloader.com/) আবার আসবে। তারপর Update list(ULs) - এ ক্লিক করুন। এরপর আপনি যেই product এর আপডেট চাচ্ছেন সেটার paltform অনুযায়ী download এ ক্লিক করুন।

open with WUD - এটাই রেখে দিলে ভাল। তাহলে direct WUD তে ওপেন হবে।(এই পদ্ধতিটা অনেকটা torrent ডাউনলোডের মতো)

ওকে দিয়ে WUD তা যান ।

মনের মত করে সিলেক্ট করুন। আর ডাউনলোড করুন। ইচ্ছা করলে সব এক সাথেই ডাউনলোড করতে পারবেন

ব্যস !!! শুরু হয়ে গেল ডাউনলোড ।

ডাউনলোড করা ফাইল গুলো Libraries\Documents ডিরেক্টরিতে সেইভ হয়।

যে কোন ফোল্ডার ওপেন করে প্রথম ফাইলে ডবল ক্লিক করলেই সব ফাইল আপনার পিসিতে ইন্সটল হয়ে যাবে।

ব্যস হয়ে গেল আপনার আপডেট 😀 😀

আর ইন্সটল শেষে Libraries\Documents - এই ডিরেক্টরির ফাইল গুলো অবশ্যই অন্য কোন ফোল্ডারে সেইভ করে রাখবেন। যাতে পরবর্তীতে উইন্ডোজ নতুন করে ইন্সটল করলে আপডেট করা ফাইল গুলো পুনরায় ব্যবহার করতে পারেন।

এতক্ষণ কষ্ট করে আমার টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ । দোয়া করবেন আবার যেন ভাল কোন টিউন নিয়ে টেকটিউনসে হাজির হতে পারি।

টিউনার Arkaprova এর https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/179628 - এই টিউনটির কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি

আমার এই টিউনটি লিখার জন্য http://tech2.in.com/how-to/software/how-to-download-and-store-windows-7-updates/485682 - এই লিংকের সাহায্য নিয়েছি।

আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফেজ

Level 0

আমি quraish02। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Shundhor post hoiche. Pore try kore dekbo.

Level 0

super tune

এক্সপির জন্য দারুণ কাজ করবে,যদিও ৭ চালাচ্ছি তবে টিপসটা মাথায় রাখলাম,ধন্যবাদ আপনাকে

Level 0

ধন্যবাদ …।। 🙂 @ Shumon balok

Level 0

😀 😀 😀 @ Zulfi

ভাই উইন ৭ এর জন্য ও জটিল কাজ করে @ Ochena Balok

Level 0

দারুণ এবং অসাধারণ একখান জিনিস দিয়েছেন ভাই! অসংখ্য ধন্যবাদ!!

Level 0

আপনাকেও ধন্যবাদ 🙂

Level 0

darun hoyche tune ta, ekei bole tune, akdom unique, u r great, working 100% 😀 just carry on

Level 0

😀 খুশি হলাম …… ধন্যবাদ

Level 0

apni computer e r driver niye kichu tune korle bhalo hoy, amar mone hoy apni parben notun kichu dite, but driver backup-restore er madhome driver backup rakha, install kora jana ache, er baire notun kichu janle, share korben plz 🙂

Level 0

ভাই এর বাইরে আর কিছু থাকতে পারে সেটা আমারো জানা নাই 😛

Level 0

quraish02 আমি Windows Updates Downloader Version 2.50 Build 1002 টী তিনবার ডাউনলোড করে
ইন্সটল করার চেষ্টা করেছি কিন্তু প্রাতিবার Windows Updates Downloader Has Stop Working দেখাচে্ছ।
আমাকে একটু হেল্প করুন।আমার ইমেইল id [email protected]

Level 0

আপনাকে মেইল করেছি । মেইল চেক করুন @ Apu01

একটা ভাল টিউন এবং ভাল মানের টিউন ধন্যবাদ সুন্দর টিউনটি শেয়ার করার জন্য।আশা করছি সামনেও আরো ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে।

Level 0

হেল্প মি ……আমার উইন৭ এ আমি ডেস্কটপ থেকে ফাইল ডিলিট করতে পারছি না।এডমিনিষ্টর থেকে পারমিট নিতে বলে। অথচ আমি নিজেই এডমিন।রিস্টার্ট দেবার পরও ফাইল ডিলিট হয় না। প্লিজ হেল্প মি….

Level 0

ধন্যবাদ আপনাকে …… ইনশাল্লাহ ……সামনে আরো ভাল টিউন করার চেষ্টা করবো @ আতাউর রহমান ভাই

Level 0

ভাই আপনার প্রশ্নটা ঠিকমত বুঝি নাই @ S Rahman vai

thanks

Thank you for tune.

ভাই আপনাকে অসেশ দন্নবাদ। আমি ওমান আ আছি ।আমার পব্লেম আ পরেছি windows নিয়ে । আপনার টিউন্টি খুব ভাল লাগল। অনেক try করলাম কিন্ত download করতে পারলাম না। যদি পারেন আমাকে একটু help করুন । ইমাইল করবেন দয়া করে। [email protected]

খুব ভালো হইছে । আপনাকে অনেক ধন্যবাদ । এমন আরো ভালো কিছু নিয়ে সামনে হাজির হবেন , সেই আশা করি । আল্লাহ হাফেজ |

Nice tune. Vi ami windows xp sp-2 theke sp-3 update dithe parbo?

সততার সাথে সুন্দর একটি টিউন করেছেন তাই অনেক অনেক ধন্যবাদ।

Level 0

thanks vai 🙂 @ Golam Muhammad Sabbir & mumin_pervez

Level 0

apnak mail korche @এস.কে.আলী

ins’sallah try korbo r o valo kichu nia aste . thank you @ রাখাল বন্ধু

Level 0

ji vai dte parben .kono problm hobe na @ Emrul islam

Level 0

kichu akta sikhlam ….r tak credit dite dos kothai 🙂 @ মোহাম্মদ খালিদ হোসাইন

Level 0

Vai, Khub gochano tune abong oboshshoi oshadharon!!!!

Level 2

Prothomei Akta Bumper tune korlen.. Darun kaje lagbe. Well done. Zabardus. Amar khub kaje lagbe.
Keep it up.!!
F.B Te amar sathe jogajog koren. Apnar id ta den ami add kor6. Quick.

Level 2

Priyo te rakhlam

Level 0

ধন্যবাদ ভাই 🙂 🙂 @ shishir54

আপনাকে বিশেষ ধন্যবাদ 😀 মেইলটা দিন আপনার । মেইলে জানাবো 🙂 @ arkaprova

Level 0

অছাম পোস্ট। আপনি লিখছেন “যে কোন ফোল্ডার ওপেন করে প্রথম ফাইলে ডবল ক্লিক করলেই সব ফাইল আপনার পিসিতে ইন্সটল হয়ে যাবে।”
আমি উইন্ডোজ ৮ এর আপডেট ডাউনলোড করছি । কিন্তু ১টা ১টা করে ইন্সটল হচ্ছে।

Level 0

🙂 vai win 7 e try korclm … kaj hoiclo…. bt win 8 er ta sure bolte parbo na . sorry

১টা ১টা করে ইন্সটল করতে হচ্ছে উইন ৭ …. সব ফাইল ইন্সটল কিভাবে করব ।

ভাই কোরেশি আমার প্লাটফর্ম 32 BIT ।আপডেট লিষ্টে 32 bIT এর কোন ওপশন নাই। তাই জানতে চাই
কি ভাবে Windows Update Downloader ব্যবহার করবো ? অনুগ্রহকরে আমার e-mail এ জানালে খুশী হব।
[email protected] ।ধণ্যবাদ

দারুণ এবং অসাধারণ একখান জিনিস দিয়েছেন ভাই! অসংখ্য ধন্যবাদ!!
thanks…………………………………………