ব্লগস্পট ব্লগে [পর্ব-০৩] :: কিভাবে মন্তব্য ফর্ম পরির্তন করা যায়!

ব্লগ সাইটের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি বলতো? অবশ্যই মানসম্মত পোস্ট। আর লেখক যখন কষ্ট করে লেখেন তখন অবশ্যই মন্তব্য আশা করেন। আজ আমি অল্প কথায় বলব কিভাবে সিএসএস ব্যবহার করে মন্তব্য ফরমটি আকর্ষণীয় করা যায়। যদি তুমি কমেন্ট ফরমটি সহজে পরিবর্তন করতে চাও তবে নিচের কাজটি করো।

১। ব্লগার ড্যাশবোর্ডে লগিন করো। --> layout- -> Edit HTML

২। কন্ট্রোল + এফ চেপে ]]></b:skin>  খুঁজে বের করো।

৩। নিচের কোডটি কপি করে ]]></b:skin> এর ঠিক পূর্বে বসিয়ে দাও।

#comment-form iframe{

background:#7f9db9 url() no-repeat bottom right;

border:7px solid #eeeeee;

padding:5px;

font:normal 12pt "ms sans serif", Arial;

color:#000000;

width:95%;

height:250px;

}

#comment-form iframe:hover{

background:#7f9db9 url() no-repeat bottom right;

border:7px solid #bababa;

}

#comment-form a{

color:#ffffff;

}

তুমি ইচ্ছে করলে কমেন্ট এর ব্যাকগ্রাউন্ড ইমেজ, রঙ, প্রশস্ততা, উচ্চতা ইচ্ছেমত বদলে নিতে পারো। এবার টেম্পলেট সেভ করো। কাজ শেষ।

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হচ্ছেনা।
আমাকে সাহায্য করেন ভাই।

আমি কমেন্টগুলো দেখেতে পাবও কোথায়? এমন কোনও পদ্ধতি আছে কি, যাতে আমার ই-মেইল ঠিকানায় মন্তব্যগুলো চলে আসবে? থাকলে দয়াকরে জানাবেন।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।