কম্পউটার চালু করুন মাউস এবং কিবোর্ড দিয়ে..

আস্‌সালামুআলাইকুম..

সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। আজকের টউনটি ছোট্ট একটি ট্রিক্‌স নিয়ে করা। আগেও হয়তো এ বিষয়ে টউন হতে পারে। তাই আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমরা অনেক সময় সি.পি.ইউ এর পাওয়ার বাটন নিয়ে ঝামেলায় পরি। বা কোন কারনে পাওয়ার বাটন কাজ করে না। এ ক্ষেত্রে কি আপনি কি আপনি কম্পিউটার ব্যবহার করবেন না? অবশ্যই করবেন। আপনি আপনার কম্পউটার কিবোর্ড কিংবা মাউসের সাহায়্যেও চালু করতে পারেন।

এজন্য আপনাকে যা করতে হবে তাহল

1. কম্পিউটার চালু করে BIOS setup প্রবেশ করুন।

2. এর পর Power Management এ প্রবেশ করুন।

3. এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন Power on by mouse এবং Power on by keyboard.

4. আপনি যদি মাউসের সাহায্যে কম্পিউটার চালু করতে চান তাহলে Power on by mouse এর ডান পাশে অপশন থেকে double click বা right click সিলেক্ট করে দিন।

5. অথবা যদি কিবোর্ড দিয়ে কম্পিউটার চাল করতে চান তাহলে Power on by keyboard এর ডান পাশে Password সিলেক্ট করে দিন এবং তার নিচে KB power on password এর ডান পাশে আপনার password টি টাইপ করে দিন। দ্বিতীয়বার একই পাসওয়ার্ডটি টাইপ করে কনফার্ম করুন। এবার Save করে BIOS থেকে  বেরিয়ে আসুন।

এখন  ‍কম্পিউটার চালু করার সময় মাউসের ডাবল ক্লিক বা ডান ক্লিক করুন অথবা কি বোর্ডের password টি টাইপ করে Enter প্রেস করুন। দেখবেন আপনার কম্পিউটার চালু হয়ে গেছে।

(বিঃদ্রঃ পাসওয়ার্ড দিয়ে প্রথমবার চালু না হলে দ্বিতীয়বার চেষ্টা করুন, ইনশাল্লাহ্‌ অবশ্যই চালু হবে)

আপনি যদি চান যে আপনার কম্পউটার আপনি ছাড়া যাতে আর কেউ চালু  করতে না পারে তাহলে আপনি আপনার Power Button এর cable disconnect করে এ কাজটি করতে পারেন।

টিউনটি কারো উপকারে আসলে অবশ্যই জানাবের....

Level 0

আমি হেল বয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai power button er cable kivabe disconnect korbo?

    Moterboard এর সাথে যে cable টা পাওয়ার বাটনের সাথে যুক্ত সেটা খুলে দিলেই হবে। ধন্যবাদ…

Level 0

Khub valo…

যারা Bios setup এ অনভিজ্ঞ তাদের জন্য, এই বিষয়ে screenshot সহ PDF পেতে চাইলে Visit করুন,
http://sophisticatedpc.wordpress.com/2012/10/26/on-by-keyboard/
আশা করি কাজে লাগবে।

Moterboard এর সাথে যে cable টা পাওয়ার বাটনের সাথে যুক্ত সেটা খুলে দিলেই হবে। ধন্যবাদ..

Level 0

asole power cable r sathe aro cable ache. mot 8ti cable
tar maje apna k khulte hobe 2 ta
apni jodi ektu valo kore lokkho koren tahole moder bord r maje nd oi cable r mathay power sw(pw sw) likha paben jekhane ey likhata thakbe oi 2ta cable khule pelle e hobe( tobe aygula sadaronoto ekta green\red nd onnota black thake)
tobe ay kaj korar age apni Bios setup ta thik kore niben nd check kore dekhben kaj kore kina
vul hole map korben

Level 0

moder bord r jaygay motherboard
hobe sry

vai Power Management name a kisu dekhlaam na.amake plz details ta janaben.mane screen short dile valo hoy.thank u.

সুন্দর টিউন । আশা করি কাজে লাগবে। ধন্যবাদ শেয়ার করার জন্য। তবে ইংরেজী নববর্ষ তো তাই মনে হয় সবাই একটু ইংরেজীতে কমেন্ট করছে। কিছু মনে করবেন না। সবাই ভাল থাকবেন।

হুম । ভালো লাগল ।

বায়োসের পাসওয়ার্ড মনে নেই। কি করা যায়?

    মামুন আবদুল্লাহ ভাই আপনার মাদারবোর্ডের ছিমোস বা ব্যাটারি টি খুলে কিছুক্ষন পর আবার লাগিয়ে দিন।

    BIOS এর পাসওয়ার্ড লাগে না। KB power on password এ যেকোন পাস দিয়ে দেন সেটাই এক্টিভ হয়ে যাবে। ধন্যবাদ

মাদারবোর্ডের CMOS ব্যাটারি খুলে আবার লাগান পাসওয়ার্ড চলে যাবে

Level 0

ata ki biostar motherboard e kaj korbe? plz janaben

    দুঃখিত ভাই। আমি আসলে এটা Gygabyte মাদারবোর্ড এ করছি। অন্য মাদারবোর্ড এর ক্ষেত্রে সঠিক বলতে পারতেছিনা। আপনার মাদারবোর্ড এ যদি কোন power management অপশন থাকলে সেখানে থাকার কথা্। ধন্যবাদ

Level 2

ভাই আমার কম্পিউটার থেকে ফেসবুক openকরলে আমার নিজের ফেসবুক open হচ্ছে আর Loge out অথবা Acount seting হচ্ছে না
যদি পারেন একটু সাহায্য করবেন

    আপনার browser এর problem হতে পারে। অন্য কোন browser try করে দেখতে পারেন।

      Level 2

      @হেল বয়: নতুন তাই বলছি কমেন্টে যার প্রশ্নের উত্তর দিবেন তার কমেন্টের নিচে Reply বাটনে ক্লিক করে মন্তব্য দিন, যেমন আমি দিয়েছি। টিউন ভাল লাগল।

        শেখানোর জন্য ধন্যবাদ…..(লুল)

Level 0

logout korta gala ki hoy?

সাহিব খান ভাই যে কথাটা বলেছেন যে, মাদারবোর্ড টা GIGABYTER হতে হবে…। তা আমি কি করে বুঝব যে আম্র Motheboard তাগীগাবয়টেড় ????

সব motherboard এ কি হয়?

Level 0

tinkuuu

bhai!!!!!!!!!! amar asus laptop e power management option nai………..ami ki korte pari???????

Ami khubi bipode asi……….amay bachan………sonechi power on korar naki ekta software ase?/??

    আমি ঠিক জানিনা ভাই। আমি GYGABYTE মাদারবোর্ড এ করছি। কিন্তু অন্য মাদারবোর্ডে হবে কিনা ঠিক বলতে পারছি না। আর এরকম কোন সফ্‌টওয়্যার আছে কিনা জানা নাই।

Level 0

খুব উপকৃত হলাম