নতুন বছরে পিপিলিকার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট কিছু উপহার; দয়া করে গ্রহণ করুন, সেই সাথে পিপিলিকা কেও…

আসসালামু আলাইকুম...কেমন আছেন সবাই???  আশা করি অনেক অনেক ভাল আছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন। বেশ কিছুদিন হল টেকটিউনস এর প্রেমে পড়েছি। টিউন করার মারাত্মক ইচ্ছা থাকলেও নিজের জ্ঞানের দিকে তাকিয়ে বার বার সেই ইচ্ছার মাথায় ঘোল ঢেলেছি। সব জায়গায় নিজেকে জ্ঞানের দিক থেকে পিপিলিকা সমতুল্য মনে করি। কিন্তু এখানে এসে মনে হল আমি যেন অ্যামিবাও না। তাই আমার অতি নগণ্য জ্ঞানকে আপনাদের সামনে আনার সাহস পাইনি।

আবার টিউন না করেও ভাল লাগছিল না। কোথায় যেন শুনেছিলাম যে মানুষ যা করতে চায়, মানুষের মন তার পক্ষে লজিক তৈরি করে। আমার ক্ষেত্রেও তাই হল। মনে হল যত নগণ্যই হোক না কেন, তা যদি একজনেরও কাজে আসে তবেই আমার সার্থকতা। এটা ভেবেই আমার এই দুঃসাহসিক পদক্ষেপ...আমি খুবই এক্সাইটেড, তাই একটু বেশি বকবক করব। বলার অপেক্ষা রাখে না; ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন...

দেখে নিন I.D.M এর অসম্পূর্ণ ফাইলঃ

ইন্টারনেট ব্যবহার করে অথচ আই ডি এম ব্যবহার করেনা এমন মানুষ হয়ত খুব কমই পাওয়া যাবে। ইন্টেরনেট থেকে বড় ছোট সব ধরনের ফাইল ডাউনলোড করতে আই ডি এম ব্যবহার করা হয়। তবে বিভিন্ন সময় বিভিন্ন কারনে কিছু ফাইল ডাউনলোড ফেইল/ক্যানসেল হয়েই যায়। তবে এরপরও কিন্তু এসব ফাইল আপনার কম্পিউটারে থেকেই যায়। আবার মনে করুন আপনি একটি বড় ফাইল ডাউনলোড করছেন, অর্ধেক ডাউনলোড করে Pause দিয়ে রেখে দিলেন। আবার পরে বাকি অংশ ডাউনলোড করলেন। তাহলে মাঝখানের সময়টুকু কোথায় ছিল ঐ ফাইল টা? কেমন হয় যদি ডাউনলোড করার আগেই দেখে নেয়া যায় ঐ ফাইল টা?

আই ডি এম এর অসম্পূর্ণ ফাইল খুজে পেতে প্রথমে আপনার হার্ডডিস্ক এর যে ড্রাইভে উইন্ডোজ দেয়া, সেই ড্রাইভে প্রবেশ করুন(সাধারনত এটা C: হয়ে থাকে)। এবার দেখুন Users নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারএ আপনার কম্পিউটার এর সকল User Account এর লিস্ট দেখতে পাবেন। আপনি যে User Account থেকে I.D.M ব্যবহার করেন সেই ফোল্ডার টি ওপেন করুন (না বুঝলে সব গুলা ফোল্ডার খুজে দেখুন)। এই ফোল্ডার এর ভিতরে AppData নামের ফোল্ডার টি ওপেন করুন। ফোল্ডার টি সাধারন অবস্থায় Hidden থাকে।

তাই খেয়াল রাখুন যেন আপনার কম্পিউটার এর হিডেন ফোল্ডার শো করার অপশন টি চালু থাকে। (চালু করতে Control Panel থেকে Folder Option টি ওপেন করুন এবং View ট্যাব থেকে Show hidden files, folders & drives অপশন টি মার্ক করে Apply করুন)। এবার আপনি Roming নামের ফোল্ডারটি ওপেন করুন। এখানে আপনি আপনার কম্পিউটার এ থাকা বিভিন্ন সফটওয়্যার এর নামে ফোল্ডার দেখতে পাবেন। এর মধ্যে থেকে IDM নামের ফোল্ডারটি খুজে বের করুন এবং ওপেন করুন। এবার DwnlData ফোল্ডার এ ঢুকুন।

আবারো ইউজার এর নামে ফোল্ডার পেতে পারেন; তাতে প্রবেশ করুন। এবার আপনি দেখতে পাবেন সারা জীবন আই ডি এম দিয়ে যত ফাইল ডাউনলোড করেছেন সেগুলোর নামে ফোল্ডার। এমনকি যেসব ডাউনলোড আপনি রিমুভ করে দিয়েছেন সেগুলোরও(অবশ্য সেগুলোর ডাটা পাবেন না)! এবার এমন একটা ডাউনলোড যেটা ফেইল হয়ে গেছে বা আপনি Pause দিয়ে রেখেছেন; সেটার নামের ফোল্ডার খুজে বের করুন এবং প্রবেশ করুন। এবার দেখুন আপনার অসম্পূর্ণ ফাইল গুলো সেখানে আছে। আপনারা জানেন যে Resumeable ফাইল গুলো IDM কয়েকটি ভাগে ভাগ করে ডাউনলোড করে। তাই ওখানে একাধিক ফাইল পেতে পারেন।

তবে সাবধান! ঐ ফোল্ডার এর কোন ফাইল পরিবর্তন করবেন না। যেটা দেখা দরকার সেটা অন্য কোথাও কপি করে নিন আর ওকে ওর মত থাকতে দিন, সময় হলেই ও নিজেকে নিজের মত গুছিয়ে নেবে। একাধিক ফাইল এর ক্ষেত্রে IDM ফাইল এর নামের শেষে 1,2,3 যোগ করে। আপনি দেখার প্রয়জনে সেগুলো রিনেম করে মুছে ফেলবেন (কপি করার পর)।

হয়ত অনেকেই অনেক আগে থেকে জানতেন এটা। আমার এটা নিয়ে খুব কৌতূহল হত এবং একদিন খুজতে খুজতে পেয়ে গেলাম। এটা পেয়ে আমার খুব ভাল লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যারা মুভি ডাউনলোড করেন তারা পুরো মুভি ডাউনলোড করার আগেই দেখে নিতে পারেন মুভির প্রিন্ট কেমন... গান ডাউনলোড করার আগেই শুনে নিতে পারেন একটু অংশ... ফেইল হয়ে যাওয়া ডাউনলোড এর পিছনে খরচ হওয়া মেগাবাইটও আর অপচয় হবেনা... কারো না কারো কাজে আসবে আশা করি...

+বাড়িয়ে নিন I.D.M এর ডাউনলোড স্পীড+

বাংলাদেশে ডাউনলোড স্পীড এর যে অবস্থা, তাতে বড়ো কোন ফাইল ডাউনলোড করার নাম শুনলেই মাথায় চুলকানি শুরু হয়ে যায়। তাই স্পীড যদি একটু বাড়িয়ে নেয়া যায়, তাহলে সেটা সবার জন্যই ভাল হয় বলে আমার মনে হয়। তবে ডাউনলোড স্পীড বাড়ানো একটা অত্যন্ত বিতর্কিত বিষয়। কেননা অপারেটর যদি স্পীড না দেয়, তাহলে আপনি জত্তই টানাটানি করেন; কোনই লাভ নাই! তবে এটাও ঠিক যে অপারেটরের দেয়া স্পীড এর সর্বউত্তম ব্যবহার করতে আমরা অনেকেই পারিনা। যাইহোক, এখন আপনাদের একটি সফটওয়্যার দেব যেটার নাম IDM Optimizer. এটা আপনার IDM এ কিছুটা পরিবর্তন আনবে। IDM এ কোন কিছু ডাউনলোড করার সময় Show Details দিলে আমরা সাধারনত দেখতে পাই যে  ৮ কানেকশন ব্যবহার হচ্ছে এবং বাকি ৮ টি অব্যাবহারীত রয়েছে। এই সফটওয়্যার এর সাহায্যে আপনি সবগুলো কানেকশন ব্যবহার করতে পারবেন। এছাড়াও IDM এর রেজিস্ট্রি ফাইল এ কিছু পরিবর্তন করে এটি আপনার ডাউনলোড স্পীড বাড়াবে। তবে আপনার যদি মনে হয় এটি আপনার কাজে আসছে না, তাহলেও সমস্যা নেই। যেকোনো মুহূর্তে আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।

ডাউনলোড করুন এখান থেকে

সফটওয়্যার টির ব্যবহার প্রনালি খুবই সহজ। ওপেন করলেই আপনি দুটি অপশন পাবেন। Maximize Now & Restore Default. ব্যাকগ্রাউন্ড এ আই ডি এম চলা অবস্থায় সফটওয়্যার টি ওপেন করে Maximize Now বাটন টি চাপুন। কিছুক্ষন এর মধ্যেই কাজ হয়ে যাবে এবং আপনাকে আই ডি এম রিস্টার্ট করতে বলবে। তখন আই ডি এম রিস্টার্ট করুন। ব্যাস, কাজ শেষ। আবার বাদ দিতে চাইলেও শুধু Restore Default চাপুন এবং আই ডি এম রিস্টার্ট করুন...

এটি আমার গ্রামিন কচ্ছপ ইন্টারনেট এর স্পীড খুব একটা বাড়াতে না পারলেও স্টাবিলিটি বেশ বাড়িয়ে দিয়েছে। তবে আমি শুনেছি এটি ব্রডবান্ড বা অন্যান্য কানেকশনেও ভাল কাজ দেয়। সফটওয়্যার টির সাইজ খুব ছোট। তাই চেস্টা করতে ভুলবেন না।

এটাও হয়ত আগে থেকেই জানতেন তাই না?

নতুন বছরে পিসিতে আনুন ইইকটু নতুনত্বঃ

 এবার যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য কিছু দিতে চাই। উইন্ডোজ তো অনেক দিন ব্যবহার করছেন। পিসিকে পারসনালাইজ করার জন্য মানুষ কত কিছুই না করে!! কিন্তু একটা জিনিস যা পিসি নেয়ার পর থেকেই একই দেখে আসছেন; হ্যাঁ মাউস পয়েন্টার এর কথা বলছি... এবার নতুন বছরে পাল্টে নতুন পয়েন্টার নিয়ে নিন। অনেকে পিসি স্লো হওয়ার ভয়ে পয়েন্টার বদলায় না। কিন্তু আমি আপনাদের যে সফটওয়্যার টি দিব, সেটিতে পিসি স্লো হওয়ার কোন আশঙ্কা নেই বলে অন্তত আমার মনে হয়। এটিতে রয়েছে বিভিন্ন স্টাইলের বেশ কয়েকটি পয়েন্টার। আর এর সাথের বিভিন্ন এনিমেটেড ইফেক্ট (সম্পূর্ণ Customizable) যা যে কার নজর কাড়তে সক্ষম বলে আমার মনে হয়। এছাড়াও রয়েছে ইচ্ছামত পয়েন্টার বড় ছোট করার সুবিধা। তাছাড়া আপনি চাইলে আরও বাড়তি পয়েন্টার ডাউনলোড করে নিতে পারবেন। মোট কথা আপনার পিসিতে সফটওয়্যার টি নিয়ে আসবে এক নতুন আমেজ।

প্রথমে সফটওয়্যারPatch File টি ডাউনলোড করে নিন। এবার আর সব সাধারন সফটওয়্যার এর মত সফটওয়্যার টি ইন্সটল করুন। ইন্সটল শেষে এটি রেজিস্টার করতে বলবে। এবার সফটওয়্যার টি পুরপুরি বন্ধ করুন। এবার Patch File টি C>Program Files>Stardock>Cursor FX অথবা আপনি যেখানে সফটওয়্যার টি ইন্সটল করেছেন সেখানে পেস্ট করুন। এবার ফাইলটা রান করুন। নিচের বার থেকে Patch এ ক্লিক করুন। কাজ শেষ। এবার উপভোগ করুন Cursor FX ফুল ভার্সন।

এবার ফোনবুকের সব নাম্বার রাখুন মেমোরি কার্ড বা অন্য যেকোনো হার্ড ড্রাইভেঃ

অনেক হল পিসি; এবার আমার মত যাদের নিজস্ব কম্পিউটার নেই, তাদের জন্য কিছু দিতে চাই। কেননা আমি চাই আমার প্রথম টিউন টি পড়ে যেন কেউই ফেরত না যায়; সবাই যেন কিছু না কিছু পায়। এবারের টিপস টি নোকিয়া মোবাইল ব্যবহারকারি দের জন্য।

আপনারা আপনাদের ফোনবুকের সব মোবাইল নাম্বার এখন থেকে মেমোরি কার্ড বা অন্য যেকোনো জায়গায় সংরক্ষন করতে পারবেন এবং অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। এজন্য আপনার মোবাইল এ Backup সুবিধাটি থাকতে হবে। সাধারনত নকিয়ার সব মাল্টিমিডিয়া ফোনেই এটি থাকে। সেটিং এ খুজলেই পাবেন। আর লাগবে BlueFTP নামের একটি অ্যাপ্লিকেশান। জাভা মোবাইলের জন্য এটি দারুন একটি অ্যাপ। না থাকলে ডাউনলোড করে নিন। তারপর কাজ শুরু করুন>>>

প্রথমে সিম মেমোরিতে কোন নাম্বার থাকলে তা ফোন মেমোরিতে মুভ করে নিন। এবার Settings>Sync & backup>Create backup অপশন এ যান এবং লিস্ট থেকে Contacts সিলেক্ট করুন এবং Done চাপুন। এবার দেখুন আপনার মেমোরি কার্ড এ Backup files নামের একটি ফোল্ডার এসেছে। এবার BlueFTP দিয়ে ওই ফোল্ডার এ ঢুকুন। দেখবেন Backup000.NBF নামে একটি ফাইল আছে। এবার মেনু থেকে Rename item সিলেক্ট করুন এবং ফাইল এর নামের শেষের NBF এর জায়গায় zip করে দিন। এবার ওই zip ফাইলটিতে ঢুকুন। যে ফোল্ডার টি পাবেন, তাতে প্রবেশ করুন। এবার backup>WIP>32 ফোল্ডার এ ঢুকুন। দেখবেন contacts নামের একটি ফোল্ডার আছে। এবার ১ চাপুন। তারপর আপনি যেখানে আপনার নাম্বার রাখবেন সেখানে গিয়ে ৩ চাপুন। ব্যাস, কাজ শেষ। এবার দেখবেন ওই ফোল্ডার এর ভেতর .vcf ফরম্যাট এর অনেক ফাইল। স্বাভাবিক ভাবে ফাইলগুলো Unsupported দেখাবে, তবে ভয় নেই। এগুলোই আপনার নাম্বারগুলো। এগুলো যেকোনো জায়গায় সংরক্ষন করুন। কারও সাথে শেয়ার করতে চাইলে তার মোবাইল এ ব্লুটুথ দিয়ে সেন্ড করুন। সে ওটি ফোন নাম্বার (বিজনেস কার্ড) হিসাবেই রিসিভ করবে এবং সরাসরি ফোনবুকে সেভ করতে পারবে। আপনার মোবাইল এর নাম্বার ডিলিট হয়ে গেলে আপনি আবার নিজের মোবাইলেও ব্লুটুথ দিয়ে নিয়ে নিতে পারবেন। আর যদি মোবাইল দিয়েই দেখতে চান কোনটা কার নাম্বার, তাহলে ওই ফাইল গুলো BlueFTP দিয়ে ওপেন করুন এবং মেনু থেকে open as text সিলেক্ট করুন। যে লেখা গুলো আসবে তার ভেতর খুজলেই নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস সব পেয়ে যাবেন। একটু জটিল হলেও কারো কাজে লাগবে আশা করি। কম্পিউটার দিয়ে এরচেয়ে সহজে করা গেলেও শুধু মোবাইল দিয়ে করার জন্য এটাই আমার জানা একমাত্র পদ্ধতি(আমার উদ্ভাবিতও বটে!!!)

সিম্বিয়ান মোবাইল গুলোতেও হব। তবে গারান্টি দিতে পারছি না...

কি, এটাও আপনার কাজে লাগলো না তাইনা???

এবার একটি টিপস শেয়ার করব সকল মোবাইল ব্যবহারকারী দের জন্য। অনেকেরই জানা থাকার কথা; যারা জানতেন না তাদের কাজে লাগবে...

আপনি ইচ্ছা করলেই আপনার মোবাইল এর নিদ্রিস্ট কল ব্লক করে রাখতে পারেন। কোন খরচ ছাড়াই!

এই পদ্ধতির নাম Call Barring Service. এটা কোন হ্যাক বা চোরাই পদ্ধতি না। অপারেটর থেকেই এই সেবা দেয়া হয়। মোটামুটি সব হান্ডসেটেই এই অপশন থাকে। Security setting বা Call setting খুজলে পাবেন। Barring setting এ ঢুকলে আপনি দেখতে পারবেন Incoming Call, Outgoing Call সহ আরও কয়েকটি অপশন আছে। যে কল বন্ধ করতে চান সেটি সিলেক্ট করুন এবং Activate চাপুন। পাসওয়ার্ড চাইবে। ০০০০ চাপুন। আবার যখন ক্যানসেল করতে চান তখন একই ভাবে ক্যানসেল চাপুন এবং একই পাসওয়ার্ড দিন। এভাবে কন্ট্রোল করুন আপনার ফোন কল। 🙂

এটিতো আপনি অন্নেক আগে থেকেই জানতেন তাই না??? এতক্ষন যা যা দিলাম তার কোন কিছুই কাজে আসলো না তাই না? আসলে আমারই দুর্ভাগ্য। পিপিলিকা তো...

মন খারাপ করবেন না। দোয়া কোরবেন যাতে আগামিতে আপনার জন্য কিছু আনতে পারি। আর মন যদি বেশি খারাপ হয়েই যায় তাহলে এই মুভিটি ডাউনলোড করে দেখে ফেলুন।

মুভিটির নাম SkyFall

আমি নিজে এখনও মুভিটি দেখিনি। তবে কয়েকদিন ধরে অনেক নামডাক শুনছি। ডিরেক্ট লিঙ্ক সাথে রিজুম সাপোর্ট। তাই কোন ঝামেলা নেই। সাইজ ৪৯৫ এম বি। রেজুলেশন খুব বেশি খারাপ হওয়ার কথা না।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কি, মুভিটিও আগে থেকেই আছে? নাকি এত বড় ফাইল ডাউনলোড করতে পারবেন না?

তাহলে কি আর করার,

এই গানটি ডাউনলোড করে শুনতে থাকুন। আমার বেশ প্রিয় গান

কয়েকটি লাইন বাদে পুরো গানটি আমাকে অনুপ্রেরনা যোগায়।

The Script - Hall Of Fame

গান শুনতেও ভাল লাগে না? তাহলে নিশ্চয় আপনি বইয়ের পোকা???

মাসুদ রানা সিরিজের একটি বইও (বাঘের খাচা)

আপনার জন্য আমি মিডিয়াফায়ারে আপলোড করে রেখেছি। পড়ে ফেলুন এক্ষুনি...

ডাউনলোড বাঘের খাচা

বইটিও আগেই পড়া হয়ে গেছে? তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের মত হাল আমাকে ছাড়তেই হচ্ছে...

আপনার টিউমেন্ট দেখার জন্য আমি হাঁ করে স্ক্রীন এর দিকে তাকিয়ে আছি

কিছু পেলেন নাকি পেলেন না, ভাল লাগলো নাকি লাগলো না, কোন সমস্যা হল নাকি হলনা সেগুলো অবশ্যই টিউমেন্ট করে জানাবেন প্লিজ। আপনার টিউমেন্ট দেখার জন্য আমি হাঁ করে স্ক্রীন এর দিকে তাকিয়ে আছি।

ও...আর হ্যাঁ, জ্ঞানের জাহাজে চড়ার ইচ্ছা না থাকলেও ছোটো ডিঙি নৌকায় চড়ার আমার খুব শখ। আর সেই শখ পুরন করতে পারেন একমাত্র আপনারাই। তেমন কিছু করতে বলছি না। শুধু একটু দেখে শুনে হাঁটাচলা করবেন। পিপিলিকা কে পায়ে পিষে মারবেন না।

ভাল থাকুন, প্রিয়জনের সাথে আনন্দে কাটুক আপনার এই বছরটি। এই শুভ কামনায়...

আল্লাহ হাফেয।

Level 0

আমি পিপিলিকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার জীবন টা ক্যামন যেন...ফাকা ফাকা। না আছে মন খারাপ করা কোন মানুষের মুখে হাসি ফোটানর মত শৈশব স্মৃতি, না আছে অন্যের মনে রেখাপাত করার মত কোন কৈশর অভিজ্ঞতা। আনন্দ গুলো ভাষাহীন, দুঃখ গুলো ভোতা ভোতা... নিজেকে বুঝতে পারিনি কখনও। বুঝিনি আমি কি চাই, কি করি, আমি কি... আপাতত একমাত্র...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jotil… welcome as a tuner….

    @নামনাই: ভাই আপনার গায়ে একটা সিল মেরে দিতে ইচ্ছা করছে… আপনি আমার জীবনের প্রথম টিউনে প্রথম কমেন্ট করেছেন। আর আমিও টিটি তে প্রথম আপনার সাথেই কথা বললাম। আপনাকে ভুলবোনা ভাই। ধন্যবাদ দেওয়ারও ভাষা নেই। তবুও অসংখ্য ধন্যবাদ। 🙂

    কিন্তু আপনার নাম নেই কেন???

      @পিপিলিকা: ভাই আমিও প্রথম থাকতাম ইস ঘুমিয়ে গেছিলাম , যাক এখন ও প্রথম সারিতেই মন্ততব্ব করলাম আপনি নতুন কিন্তু পাক্কা …………… ঝাক্কাস …টস টস……টিউনার , ধন্য ধন্ন ধন্য আমরা আপনার ই জন্য

        @ইশতিয়াক: ভাই আপনি এক ফোটাও দুঃখ নিয়েন না। আপনার প্রথম হওয়ার ইচ্ছা ছিল এটা জানতে পেরেই আপনার গায়ে সিল মারতে ইচ্ছা করছে। আর আমার প্রথম টিউন এ যারাই টিউমেন্ট করবে চেষ্টা করব সব্বাইকেই মনে রাখতে। আর আমাকে হাওয়া দেয়ার জন্য আপনাকে আপরিমেয় ধন্যবাদ… 🙂 দোয়া করবেন।

          @পিপিলিকা: প্রথম ম্যাচ এর হিট ব্যাটসম্যান কে তো জল হাওয়া মোয়া দিতেই হবে , আচ্ছা পিপিলিকা মনে করে আপনাকে ১ কেজি চিনি দিলাম এবার চলবে তো ?

    @নামনাই: ভাই আমিও প্রথম থাকতাম ইস ঘুমিয়ে গেছিলাম , যাক এখন ও প্রথম সারিতেই মন্ততব্ব করলাম আপনি নতুন কিন্তু পাক্কা ……………

      @ইশতিয়াক: যদিও আমাদের পিপিলিকা সমতি থেকে বেশি চিনি খেতে নিষেধ করা হয়েছে মানুষের চরম পরিনতি দেখে; তবুও আপনি এত আদর করে দিচ্ছেন, না নিয়ে পারলাম না 😀
      ধন্য আমি…

    Level 2

    @নামনাই: সিল মারার ভয়ে নাম নাই

nICE tUNE.
tHANKS.
hAPPY nEW yEAR.

    @বিপাশা: আপু আপনার কমেন্ট দেখে খুব বড় একটা ধাক্কা খেলাম। কারন টা একটু অন্নরকম হলেও বলি… আমি কয়েকদিন আগে সপ্ন দেখেছি যে আমি টিউন করেছি আর সেখানে আপনি এবং আরও কয়েকজন কমেন্ট করেছে (তাদের মধ্যে থেকে আর কেঊ করলে তাদেরও বলব)। তাই আপনাকে ধন্যবাদ দিতে পারছিনা কারন আপনি আমার হার্ট বিট অনেক বাড়িয়ে দিয়েছেন! 🙂

    তবে আপনাকে নতুন বছরের অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা!!! 🙂

একসাথেই দেখি সব টিউন করে ফেলছেন। 😛

অনেক ভাল হয়েছে।
ধন্যবাদ আপনাকে। 🙂

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ভাই এবার তো আমি পুরো হার্ট অ্যাটাক করব!!! আমি বুঝতে পারছি না যে আমি কি আবার সপ্ন দেখছি না এটা বাস্তব!!! আমার সপ্নে আপনিও ছিলেন!!! তবে সপ্নে কি কমেন্ট করেছিলেন মনে নেই!!! আপনার সাথে আমার প্রথম পরিচয় আপনার সাকিবের সাথে দেখা করার টিউন থেকে…

    ভাই আপনাকে অগনিত ধন্যবাদ ভাই!!! ভাইয়া পারলে আমার বাসায় আসবেন। আপনাকে মমি করে রেখে দিব!!! 🙂 সরি ভাই আমি আমার মনের ভাবটা থিক প্রকাশ করতে পারছি না!!! 🙁

    Level 2

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): আমারও ভাই হিংসে হচ্ছে ছোট ভাই…?

      @mahmudkoli: ভাই আমি এখনো শিওর হতে পারছি না!!! গত রাতে নিজের গায়ে অনেক চিমটি কেটেছি। আপনি একটু ভাল করে দেখুন তো ভাই আসলেই যোবায়ের ভাই টিউমেন্ট করেছেন কিনা?!?

      করে থাকলেও হিংসা করবেন না। একদিন আমিও আপনাকে নিয়ে হিংসা করব!!! 🙂

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): আসলে খুব ভাল লাগছে আপনার মন্তব্য এই টিউনে দেখতে পেয়ে , মন্তব্য করার জন্য আপনাকে শুভেচ্ছা আর ধন্যবাদ , আর , সবাই কে ধন্যবাদ জানাই এজন্য যে নতুন মেধাটিকে বিকশিত হবার জন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন ।

      @ইশতিয়াক: আসলে আপনাদের এই সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমার দায়িত্ব অনেক বাড়িয়ে দিল…

Level 0

অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বেশ সুন্দর টিউন করেন।

    @nirob11: ভাই এখন পর্যন্ত এটাই আমার একমাত্র টিউন তাই এখনি বলা যাচ্ছে না আমি ভাল টিউন করি কিনা! তবে দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরও ভাল টিউন করতে পারি।

    হৃদয় এর গভীর থেকে ধন্যবাদ গৃহীত হল!!! 🙂

Level 0

অনেক সুন্দর ও সাজানো টিউন। ধন্যবাদ আপনাকে। চালিয়ে যান আপনাকে দিয়ে হবে।

    @Udoy: কৃতজ্ঞতা জানানর ভাষা নেই… তবে আমি ছবি দিতে চেয়েছিলাম। তাহলে আরও ভাল হত তাই না? এরপর থেকে ছবি দেয়ার চেস্টা করব।

    আমাকে দিয়ে হবে, এটা জানতে পেরে আমি এখন চরম উচ্ছাসিত!!! 🙂

আরে ভাই প্রথম টিউনেই এই অবস্থা পরে আল্লাহ জানেন কি হবে। cursorfx টি আমার কাছে খুব ভাল লেগেছে। অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকুন । সুস্থ থাকুন। এবং আরও ভাল ভাল টিউন উপহার দিন আমাদের কে।

    @Amir Hossain: আপনার ভাল লেগেছে জেনে নিজেকে ধন্য মনে করছি!!!

    সাথে থাকুন। আপনারা দোয়া করলে অবশ্যই পারব ইনশাআল্লাহ… বিলিয়ন ধন্নবাদ। 🙂

      @পিপিলিকা: বিলিয়ন ধন্যবাদ না দিয়ে যদি মিলিয়ন পয়সা দিতেন তাহলে হয়তো নববর্ষে ফালতু আতশবাজী করতে পারতাম।

        @Amir Hossain: মিলিয়ন পয়সা তো আমার কাছে নেই ভাই… তবে আপনি চাইলে আপনাকে আরও ট্রিলিয়ন খানেক ধন্যবাদ দিতে পারি 🙂

Level 0

বেশ ভাল লাগলো, বলা যায় ভালদের মধ্য একজন ।

    @rashed2you: ধন্য আমি ধন্য!!! আমি নাকি ভালদের মধ্যে গণ্য!!!

    ট্রিলিয়ন ধন্যবাদ রাশেদ ভাই… 🙂

চমৎকার টিউন ।

    @Tasnim Ahmed RiSAN: ভাই আপনি তো চমৎকার টিউমেন্ট করেছেন!!! দেখেই কেন যেন প্রান ভরে গেল!!! 🙂

খুব সুন্দর হয়েছে কিন্তু Skyfall movie টার Link টা ঠিক করেন? আমি ডাউনলোড করব।

Thanks for “The Script – Hall Of Fame”.Really awesome ………

অনেক অনেক ধন্যবাদ পিপিলিকা। আপানাকে ভাই বলবো নাকি বোন বলবো বুঝতে পারছিনা। 😉 সে যাই হউক টিউনটি হয়েছে খুবই চমৎকার। আশা করি আগামীতে আমাদের আরো সুন্দর সুন্দর টিউন উপহার দেবেন। ভালো থাকুন

    Level 2

    পারলে আমার এই সমস্যার সামাধান করুন । IDM দিয়ে ডাওনলোড করার সময় ডাওনলোড এর যে ছোট পেজটি থাকে যেমন….
    file size
    download
    transfer rate
    time left
    resume left

    ইত্যাদি লেখা ছোট্ট পেজটি ডাওনলোড হবার সময় যদি ব্রাউজার দিয়ে ব্রাউজ করি তাহলে স্বাভাবিক নিয়মে সেই ডাওনলোডের পেজটি ব্রাউজারের পিছনে চলে যাবে,আর ব্রাউজারের পিছনে গেলে বতমানে কত টুকু পরিমানে ডাওনলোড হচ্ছে ইত্যাদি আর দেখা যায় না। কিন্তু আমার সম্যসা…..
    ডাওনলোড এর পেজটি ব্রাউজ করার সময় ব্রাউজারের পিছনে গেলে তখন আর IDM দিয় কিছু ডাওনলোড হয় না, ডাওনলোড হলেও স্পিড কমে যায়
    আশাকরি বুঝতে পেরেছেন।

    প্রথম টিউন অনেক সুন্দর হয়েছে, অনেক সাজিয়ে গুছিয়ে লিখেছেন। তবে টিউন পচ্ছন্দ হলেও প্রোফাইল নাম পিপিলিকা পচ্ছন্দ হয়নি। একসাথে অনেক টিউন করেছেন তাই আবার কেউ হিংসে করছে, আপনি নতুন তাই তারা হিংসা করছে, আর পুরাতনরা এইরকম বড় টিউন করলে উনি চোখে সরষে ফুল দেখেন তখন মুখথেকে কিছু বের হওয়াতো দূরে থাক সেই টিউনে উনার কমেন্টও দেখা যায় না। আর ঐ ব্যক্তি হিংসুটে উনার টেটি,সামু এবং আরো অনেক ব্লগে যেসব টিউন দেখছি তাতে উনার হিংসাত্বক চেহারাটাই দেখেছি। কারো ভালো উনার গায়ে সয়না। এসব মানুষদের কমেন্টে কিছু মনে করবেন না।

      @mahmudkoli: ভাই আপনার সমস্যাটা ঠিক কি কারনে হচ্ছে বলতে পারছি না। তবে আমি আগে আই ডি এম এর একটি ভার্সন ব্যবহার করতাম যেটাতে আপনার মত ছাড়াও আরও ভয়ঙ্কর সমস্যা হত। সব ডাউনলোড ৯৯% হয়ে ক্যানসেল হয়ে যেত!! এখন অন্য ভার্সন ব্যবহার করি… তাই আপনাকেও বলছি ভার্সন পরিবরতন করে দেখতে। তবে নতুন ভার্সন ইন্সটল করার আগে পূর্বের ভার্সন অবশ্যই পুরপুরি রিমুভ করে নেবেন। আর ডাউনলোড করার সময় IDM মিনিমাইজ করে রাখলে সাভাবিকের চেয়ে ভাল ফল পাওয়া যায়। আমি DUMeter দিয়ে এটা লক্ষ করেছি। তবে ভুলও হতে পারে।

      ভাই পিপিলিকা নাম টা ঠিক কি কারনে পছন্দ হল না, সেটা অবশ্যই বলবেন…

      আপনার শেষের অংশটা বুজতে পারলাম না। আপনি কার কথা বলছেন? যাই হোক আমাকে ভুল বুজবেন না প্লিজ। আমি মনে করি আমার মত পিচ্চি পোলাপানকে নিয়ে হিংসা করাটা আমার জন্য গর্বের। কেননা আমাকে হিংসা করার মত আমার কোন সম্পদ নেই…
      অসংখ্য ধন্যবাদ আপনাকে…

        Level 2

        @পিপিলিকা: কমেন্ট করার আগে আমার মন্তব্য গুলো ভাল করে পড়,তোমাকে নিয়ে আমার কোন হিংসা নেই। নাম হিসেবে পিপিলিকা কেন…? এটি আমার পচ্ছন্দ হয়নি কারন এই নাম নিয়ে কেউ ঠাট্ট করতে পারে? আমি সরাসরি বলতে চাইনি তারপরও বললাম, যাকে নিয়ে স্বপ্ন দেখ সে তোমাকে কি বলছিল, একটু ভেবে দেখ। সে তোমাকে গরু মেরে জুতা দান করেছে। সে তোমাকে বলেছিল …একসাথেই দেখি সব টিউন করে ফেলছেন,
        আমাদের শ্রদ্বেয় প্রবাসি ভাই ১ম জানুয়ারি যে টিউনটি করেছেন সেখানে একসাথেই দেখি সব টিউন করে ফেলছেন। এই রকম মন্তব্য করলে ওনার অবস্থা কি হইত আল্লাই জানেন। প্রবাসি ভাইওত অনেকগুলো টিউন করেন এককেকবার কই সেখানে তো এরকম মন্তব্য করেননা।

          @mahmudkoli: সত্যি কথা বলতে পিপিলিকা নামটি আমারও যে খুব ভাল লাগে তা না… তবে আমার জীবন যাত্রার সাথে(অবশ্য আমি পিপিলিকার মত পরিশ্রমী না!) পিপিলিকা নামটি অনেক বাস্তব সম্মত আর কি…

          আমি এখানে মোটামুটি নতুন… বেশি কিছু জানি না/বুঝি না। তবে আপনাদের সবার কমেন্টই আমার কাছে ভাল লাগেছে…

    @মোহাম্মদ খালিদ হোসাইন: আপনার টিউমেন্ট ও আমার জন্য অনেক সম্মানের। আমাকে আপনি আপনার ছোট্ট ভাই বলতে পারেন। টিউনটি আপনার ভাল লেগেছে জেনে অতিশয় প্রীত!!! 🙂

    আর আপনার জন্যও রইল n সংখ্যক শুভকামনা!!!

jana kichu jinish notun kore janlam 😛

    @ফাস্টরনি: তাই?? তাহলে তো দারুন…
    কিন্তু আপনি আমকে আগে থেকে জানাননি কেন? 😛

      @পিপিলিকা: vai busy manush likhbo je tar somoy ta pai na ar amar bagla type onekkkkkkkk slowwwwwww 😛

        @ফাস্টরনি: হুম, ঠিকই বলেছেন… এই টিউনটি আমি ৩ দিন ধরে লিখেছি!!! অন্নেক কষ্ট!!!
        এজন্যই তো বললাম, আপনি আগে থেকে বলে দিলে আমাকে এত কষ্ট করতে হত না!!! 😀

Level 2

How u reply those genius (Istiak, Bipasha, Al-Fatha) comments instant personally i m very much impress by that, that’s why This is my frist ‘comment’ on u in T.T. Carry on. Best wishes for u. By the way song “hall of Fame” rocks.

    @sohel3042: REEeeallllllllyyyy??? Thats a pleasure for me!!! You guys are really inspiring me a lot more then i wished!!! Its like Iam getting honored n iam telling U:

    Standing at the hall of fame…
    And Worlds gonna know your name…………. 😛

Level 0

@pipilika, apnar tune valo lagse but ar theke tunement aro beshi valo lagse……….
asa kori sobaikei anek valo lagse.

    @Himel: কি বলেন ভাই!!! তাহলে তো মনে হয় আমি কজের চেয়ে কথা ভাল পারি!!! দুঃখ!!! 🙂

    যাই হোক, আপনাকেও n সংখ্যক ধন্যবাদ!!!

Level 0

…………………. ধন্যবাদ আপনাকে।

    @Baschu: স্বাগতম, হৃদয় খোলাই ছিল, আপনার ধন্যবাদ সফল ভাবে জমা হয়ে গেছে!!! 🙂

ভাইয়া আপনাকে ধন্যবাদ জানানোর জন্য কষ্ট করে লগ ইন করলাম 🙂 | অনেক ভালো হয়েছে আপনার টিউনটি । আশা করছি নিয়মিত আপনার টিউন পাব ।

    @nishi akhter: কষ্ট করার জন্য অন্নেক গুলো ধন্যবাদ ছাড়া আর কিছু দিতে পারছি না… 🙂

    আমি বেশি কিছু পারি না বা জানি না। দোয়া করবেন যাতে অনেক কিছু জানতে পারি আর আপনাদেরকে দিতে পারি…

Level 0

চমৎকার টিউন ।

    @toma: নিজেকে খুব বড় মাপের পিপিলিকা মনে হচ্ছে। 😀

    n+1 সংখ্যক ধন্যবাদ…

Level 2

আগামি টিউনের অপেক্ষায়…….রইলাম,

    @mahmudkoli: দোয়া করবেন, আপনাদের কাছ থেকে আমি অনেক অনেক অনেক কিছু পেয়েছি। তাই আমিও কিছু পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ…

cursor FX দেখলাম অসাধারণ লেগেছে। অনেক অনেক অনেক ধন্যবাদ

    @alihasan045: আপনাদের ভাল লাগাতেই আমার সার্থকতা…
    আপনাকেও অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ!

আপনার টিউনের স্টাইল খুবই ভালো লেগেছে।গানটা নামালাম,স্কাইফল ১০৮০পি ছাড়া দেখবো না 😀 শুভকামনা

    @Ochena Balok: অনেক ধন্যবাদ।
    যদিও আপনি অচেনা, তবুও পারলে আমার বাসায় এসে ১০৮০পি মুভিটা দিয়ে যাবেন প্লিজ। অনেক চিনি খাওয়াবো আপনাকে… 😛

      @পিপিলিকা: বাংলাদেশে থাকলে ব্যাপার ছিলো না,আমি চায়নাতে আছি,তারপরেও দরকার হলে অবশ্যই এসে নিয়ে যাবেন পিলিজ,আপনাকে তাহলে কফি খাওয়াবো 😛

        @Ochena Balok: মুভি দিবেন না ভাল কথা, তাই বলে কফি খাইয়ে মারার হুমকি!!! লাগবে না আপনার স্কাই ফল… আমি স্কাই থেকে ফল করেও মরি না জানেন??? আর আপনি কিনা আমাকে কফি খাইয়ে… হেহ… 😛 😛 😛

          @পিপিলিকা: ওহ আপনি যে পিপীলিকা সেটা মনেই ছিলো না, 😛 আচ্ছা চিনি খাবার দাওয়াত গ্রহণ করলাম ,

ভাই দারুন লিখেছেন শুধু বলব “কোথায় ছিলে ওস্তাদ, কোথায় ছিলে “

    @এম.এইচ.রিয়াদ: 🙂 লজ্জা পেলাম ভাই। আমি কিন্তু এত দিন আপনাদের মাঝেই ছিলাম, আপনাদের ভয়েই সামনে আসি নাই… আর এখন মনে হচ্ছে আপনাদের জন্যই ফেটে যাব! 😀

    আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাব, বুঝতে পারছি না! আপনি নিজেই বুঝে নিন!!! 😛

7পিপিলিকা ভাই, এমন IDM speed optimizer দিলেন যে শেষ পর্যন্ত আমাকে OS (Win 7) নতুন করে সেটাপ দিতে হয়েছে!!!

বুঝলাম না, দোষটা কি আমার OS এর, নাকি optimizer এর ??? আল্লাহ ই ভালো জানেন।

    @Mohammed Gulzar: আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনার এই সমস্যার জন্য। কিন্তু এরকম হওয়ার কথা না। এটি খুবই ছোট এবং সরল একটি সফটওয়্যার। আমি অনেক গুলো কম্পিউটার এ পরীক্ষা করেছি কোনটাতেই সমস্যা হয় নি…

আমার পিসি নাই সো আইডিএম সম্পর্কে কিছুই জানিনা:-)আমার কাছে ফোনবুকের ব্যাপারটা সবচেয়ে ভালো লাগছে আমি আগে ব্যাকআপ রাখতাম কিন্তু মেমোরি কার্ডে রাখার ব্যাপারটা জানতামনা…ওইটার জন্য থ্যাংকস…:-D…আরেকটা কথা আমার টেকটিউনসে একাউন্ট ছিলনা শুধু আপনার এই টিউনে কমেন্ট করার জন্যই একটা একাউন্ট খুললাম…:-D:-D:-D

Level 0

আড়াইশো গ্রাম চিনির সিরা হাদিয়া দিলাম।
গ্রহণ করে কৃতার্থ করবেন…

    @kazirhut: চুক…চুক…চিক…পিক…পুচ…পুচ…চুক…

    ভাই, এটার মধ্যে তো মধুর ভ্যাজাল দেয়া!!! সমস্যা নেই… মধুও আমার খুব প্রিয়! 😛

Level 0

আপনার টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ মি. পিপিলিকা

আমাকে IDM সম্পর্কিত একটা তথ্য দিয়ে সাহায্য করবেন-
মিউজিক প্লেয়ারে গান সিলেক্ট করে দেবার পর যেমন একটার পর একটা বাজতে থাকে, সেই রকম ভাবে IDM এ কি কোন অপশন আছে, ’যে সব ফাইল ডাউনলোড করব তা সিলেক্ট করে দিলাম এবং IDM একটার পর একটা সিলেক্টেড ফাইল গুলো ডাউনলোড করতে থাকল অটোমেটিক ভাবে’???

    Level 2

    @mgrp: জটিল একটা বুদ্বি বাহির করছেন যদি সমাধান পান কোনখানে আমাকে জানালে উপকৃত হতাম।

    পিপিলিকা IDM speed optimizer দিলেন এর জন্য স্বাভাবিক speed অনেক কমে গিয়েছে, যদিও আগেথেকেই এই বিষয়ে জানতাম তারপর ট্রাই করে পুরা বিপদে….

      @mahmudkoli: বিপদে ফেলার জন্য ক্ষমাপ্রার্থী। তবে আমি কিন্তু আগেই বলেছিলাম, এটা একটা বিতরকিত বিষয় এবং কাজ না হলে ফেরার রাস্তা সবসময় খোলা। কষ্ট করে ৩ টা মাত্র ক্লিক করে নিননা ভাই…

      শাস্তি স্বরূপ জটিল বুদ্ধিটা দিয়ে দিলাম। এবার খুশি হবেন আশা করি…

    @mgrp: জি, আছে… এভাবে ডাউনলোড করতে চাইলে প্রথমে আই ডি এম খুলে Scheduler এ ক্লিক করুন। দুটা ট্যাব পাবেন। Files in the queue তে ক্লিক করুন। এখানে আপনি আপনার অসম্পূর্ণ ফাইল গুলো দেখতে পাবেন। এখান থেকে সাজিয়ে নিন কোনটার পর কোনটা ডাউনলোড করতে চান। বক্স এর উপর থেকে Download ….. Files at the same time ঐ জায়গায় ১ করে দিন। এবং Start Now এ ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ। আমি একবার করেছি… তবুও ভাল মত পরীক্ষা করা হয়নি…
    কাজ হল কিনা অবশ্যই জানাবেন…

    আর হ্যাঁ, মন্তব্য করার জন্য ‘ধন্য’টা আর ‘বাদ’ দিলাম না… 🙂

      Level 2

      @পিপিলিকা: নিজের ভুলটা বুঝতে পেরেছেন তাই ধন্যবাদ, তবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করলেন। উপরোক্ত নিয়ম নিয়ে স্কিন শট সহ বিস্তারিত খুব শ্রিঘ্যই একটা টিউন আশা করছি। আর আপনার সম্পকেম জানতে চাই। কি করেন কোথায় থাকেন ইত্যাদি ইত্যাদি

        @mahmudkoli: নিজের ভুল কিছুটা আমি টিউন করার আগেই বুঝতে পেরেছিলাম। তাই বলে দিয়েছিলাম যে এটা একটা বিতর্কিত বিষয় এবং আপনার যদি মনে হয় কাজ করছে না, তাহলে আগের অবস্থায় ফিরে চলে যান…
        যাই হোক, এরপর আর কোন টিউন করলে চেষ্টা করব আই.ডি.এম এর বিষয় টা মাথায় রাখতে।

Level 2

আমি Sundial ব্রাউজার ব্যবহার করি যা ব্রাউজারের মধ্যে সবচেয়ে দ্রুত,এটি মজিলার খালাতো ভাই বলা যায়। কিন্তু সম্যসা হল এটি দিয়ে কোন পেজ সেভ করতে গেলে মানে ব্রাউজার থেকে ctrl + s চাপলে পেজ ঠিকই সেভহয় কিন্তু সাথে একটি ফোল্ডার তৈরি হয়। অথচ opera তে শুধু পেজ সেভ হয় পারলে সমাধান দিন sundial তথা মজিলার জন্য। গুগল ক্রোম থেকে কিভাবে পেজ সেভ করব, আর মজিলা থেকে পিকচার ডাওনলোড করলে কমম্পিউটাররের ডানে ছোট একটি বক্সের মাধমে ডাওনলোড হয় কেন অবশ্য সব পিকচার এর ক্ষেত্রে মন হয় না।

    @mahmudkoli: Vai ai browser er nam ami prothom sunlam…amar jana mote besir vag browserei page save korle sathe ekta folder create hoy. Oi folder e thake page related sob data. Tobe operatei vinnota(amar dekha)… Ar Google Chorome er main menutei page save korar option ase. Sorry, Ami pc te nei tai details bolte parchi na. Apni kujlei paben. R picture download er bapare amar ja dharona ta holo, je picture web page theke sorasori hard disk e save hoy, alada download kora lage na segula mozila nijosso download diye save kore…baki gulo I.D.M download kore.

    Abaro Sorry, banglish er jonno…

oshadharon tune apu :p

আরও টিউন চাই আপনার কাছ থেকে………:(

Level 2

Jodio Onekdin Pore Porlam ..Tobu Bhalo Legeche..Poripurnota Ebong Maturity Niey Sadhoner Fosol Aei Lekha..Khub Bhalo Lagai Osonkyo Doinnobad..Aro Lekhun.. Notun Bochorer Shubheccha Janai..Happy New Year 2014..