আপনার পেনড্রাইভ এর সব ফাইল সর্টকাট হয়ে গেছে? আসুন, সমাধান জেনে নিন

আসসালামু  আলাইকুম ।  আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন ।  ভালো থাকাটাই  সবসময়ের প্রত্যাশা  ইতিপূর্বে কম্পিউটার ট্রাবলশুটিং বিষয়ে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করেছি । আজ আরেকটি বিষয় শেয়ার করব,  আর তা হচ্ছে কোনো কম্পিউটার থেকে পেন ড্রাইভ এ ভাইরাস ঢুকে যদি সব ফাইল সর্টকাট হয়ে যায় এবং আসল ফাইল সব হিডেন হয়ে যায়, সে ক্ষেত্রে আপনার করণীয় কি? অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য এটি  কাজে আসবে । 

 

প্রথমে মাই কম্পিউটার এর টূলস এ গিয়ে ফোল্ডার অপশন এ গিয়ে শো হিডেন ফাইল দিন এবং নিচের ২টি অপশন আনচেক করে ওকে করুন ।

 


 তারপর দেখবেন আপনার পেন ড্রাইভ এর আসল ফাইল গুলো হিডেন আকারে শো করছে । এখন আপনি সকল শর্টকাট গুলো সিলেক্ট করে মুছে ফেলুন । আপনার কম্পিউটার এ এন্টিভাইরাস এর লাইসেন্স কপি থাকলেও শর্টকাট হয়ে যাওয়া ফাইলগুলো ভাইরাস হিসেবে সিলেক্ট করবেনা । তাই এক্ষেত্রে আপনাকে বিকল্প পথ খুজতে হবে । এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা গুলো দেখুন ...

 

ফাইল বা ফোল্ডার এর  এট্রিবিউট  চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আসল ফাইল গুলো হিডেন হয়ে গেছে । এ ক্ষেত্রে লক্ষ্য করবেন আপনি চেষ্টা করেও ফোল্ডার এর  এট্রিবিউট বা প্রপার্টিস চেঞ্জ করতে পারছেননা । রিড অনলি এবং হিডেন দুটি অপশন-ই  ডিজেবল অবস্থায় আছে । হিডেন ফাইল গুলোকে সাভাবিক অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত এমনটাই হতে থাকবে ।  

 

নিচের লিঙ্ক এ ক্লিক করে i -Reset  সফটওয়ারটি  ডাউনলোড করে নিন  । 

iReset v1.3 - Files & Folders Reset Tool 

 

মাত্র ৬৮ কিলো বাইট এর একটি সফটওয়ার  ।  ডাউনলোড করতেও মাত্র কয়েক সেকেন্ড লাগবে।  সফটওয়ারটি ছোট হলেও ভালো কাজ করে,  সফটওয়ারটি  ডাউনলোড  হয়ে গেলে রান করে ওপেন করুন  ।  এবার আপনার পেন ড্রাইভ এ যান, হিডেন ফোল্ডার  গুলো একটি একটি করে  ওপেন হওয়া সফটওয়ার  এর মাঝখানের  + চিন্ন সম্বলিত আইকন এ ড্রাগ করে ছেড়ে দিন আর  Reset অপশন এ ক্লিক করুন  । রিসেট হওয়ার পর সয়ংক্রিয়ভাবে i-Reset এর  সাইট ওপেন হলে অফ করে দিন ।   এভাবে আপনার ফোল্ডার এর পাশাপাশি ফাইল গুলোও সব রিসেট হয়ে যাবে ।  হিডেন ফাইল গুলো সব আসল ফাইল এর ন্যায় দেখাবে । অর্থাত  আপনার সকল ফাইল এবং ফোল্ডার সাভাবিক হয়ে গেছে, হিডেন অবস্থায় আর নেই । এখন আপনি আবার  ফোল্ডার অপশন এ গিয়ে ডোন্ট শো হিডেন ফাইল অপশন সিলেক্ট করে দিন, তারপর ওকে করুন । দেখবেন, আসল ফাইলগুলো সব ঠিকমত দেখাচ্ছে, আর হিডেন হবে না । এখন ফোল্ডার এর প্রপার্টিস এ গিয়ে রিড অনলি,  হিডেন  এসব অপশন অনায়াসেই চেঞ্জ করা যাবে । এভাবে আপনার পেন ড্রাইভের ভাইরাস আক্রান্ত ফাইলগুলো ঠিক করতে পারবেন ।

 

এ বিষয়ে আরো টিপস পাবেন এখানে।  

আর  ইন্সটেন্ট   সমাধান  পেতে   আমাকে  ফেসবুক এ  মেসেজ দিন,  সমসসা  লিখে পাঠান,  সমাধানের  পথসহ  মূল্যবান  পরামর্শ  পাবেন ।   

সবাইকে ধন্যবাদ । আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছাও  থাকলো । 

সবার জন্য শুভ কামনা ।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য………

ধন্যবাদ

ধন্যবাদ, টিউনটির উপস্থাপনা সুন্দর হয়েছে। আমার প্রশ্ন হল, আমি যদি উল্টো কাজটা করতে চাই, তাহলে? মানে, ধরুন, আমার পিসিতে একটিই ইউজার একাউন্ট আছে। এখন, আমার একটি দরকারি ওয়ার্ড ফাইল আছে, যেটাকে আমি হাইড করতে চাইনা, কিন্তু এমনভাবে এটাকে রিড-ওনলি করতে চাই যেন কেউ এডমিন প্রভিলিজ নিয়েও এটাকে ডিলিট করতে পারবেনা। এটা কি করা সম্ভব?

    @ধূপছায়া: উইন্ডোজ এ আছে কিনা আমার জানা নেই, ওয়ার্ড এ protect অপশন ব্যবহার করে আপনি কোনো কিছু লেখা বা পরিবর্তন কে লক করার মাধ্যমে প্রায়ভেচি সেট করতে পারেন, আর যদি ফাইল ডিলিট করলেও হবেনা, এমন কিছু করতে চান তাহলে আপনাকে সফটওয়্যার ব্যবহার করতে হবে, ধন্যবাদ

Level 2

@ধূপছায়া: go file/folder —-> propertise —-> Security —–>Select “Authenticated Users” —-> Advanced —-> Select “Authenticated Users” —–> Change Permission —-> Select “Authenticated Users” ——> Edit —- >Only Delete optaion ta deny kore den. kaj hoe jabe. Ekhan theke apni file/folder control korte parben, option gula dekhlei bujte parben 🙂
Ekhon same vabe eta allow na korle admin er bap esheo eta delete korte parbe na. live disk dia windows run korleo ei file delete korte parbe na.

@Obaid Ullah Aiman: kajer tune. onekei ei problem a pore bishesh kore dekha jai University LAB gulate pen drive dukalei ei problem. ami ei problem ta solve korar jonno dos er commad use kortam, pore batch file toiri kore bat to exe converter dia exe file banie niesi. ekhon sobsomy pendrive a er ekta copy rekhe dei. ei prob holei file ta te ekta double click.
Apni onek gusie tune korsen donnobad. 🙂

    @farhadjoy: আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

i -Reset download link ta dien @Obaid Ullah Aiman