ফেসবুক গুরু হাজির, বলেন আপনার সমস্যা

হ্যাল্লো ফেরেন্ডস, শুরু কইরা দিলাম। আপনারা দোয়া রাইখেন। অনেক কিছুইতো লিখতে মন চায়। কিন্তু কি করা! মাঝে মাঝে ভয় লাগে। কারন এতো সমৃদ্ধ্ এই  ব্লগ সাইটে কিছু লিখতে গেলেই মনে হয় কেউ বুঝি আমার আগেই টিউন করে ফেলেছে। তাই এতোদিন আপনাদের লেখা শুধু দেখেই গেছি। না আর চুপ থাকতে চাই না। এবার আমি লেখবোই। অনেকে ফেসবুক সম্পর্কে টিউন করছেন। কিন্তু তা নিয়মিত নয়। অন্যান্য টিউন গুলোর মাঝে সেগুলো হারিয়ে যাচ্ছে। তাই আমি নিয়মিত ফেসবুক সম্পর্কিত টিউন করতে চাই। ফেসবুক সম্পর্কিত যে কোন সমস্যা সম্পর্কে আপনারা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো সেগুলো টিউন আকারে সমাধান দেওয়ার। এছাড়া আমার ভালো লাগা কোন সফটওয়ার বা ইন্টারনেট ট্রিকস আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। যদি আমার কোন টিউন অন্য কেউ আগে করে থাকেন তবে দয়া করে তার লিংক পোষ্ট করবেন। আমি চাই যে কেউ তার সমস্যার সমাধান আমার টিউনেই পেয়ে যাক। পুরনো টিউনারদের প্রতি দৃষ্টি আকর্ষণ: আপনারা যদি ফেসবুক সম্পর্কে কোন আপডেট পেয়ে থাকেন তবে আমাকে জানান। আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে টিউন করার। এছাড়া টিউন ব্যাতিত যদি কোন তাৎক্ষনিক সাহায্য দরকার হয় তবে আমাদের ফেসবুক গ্রুপ এ যোগ দিতে পারেন। Facebook Help Center (One Stop Solution) । এ ছাড়া আমাকে মেইল করতে পারেন muntasironline [at] gmail.com । এই মাস বাসা বদলানো নিয়ে ঝামেলা হতে পারে তাই হয়তো  নিয়মিত থাকতে পারবোনা। কিন্তু ফেব্রুয়ারী থেকে আপনাদের সাথেই আছি, টেকটিউনের সাথেই থাকছি। ধন্যবাদ।

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বাগতম

উপরোক্ত লেখাগুলো তে অনেক ভুল আছে। Correction করার Time পাই নাই। মাফ কইরা দিয়েন।

টিউনের অপেক্ষায় রইলাম….

আপডেট: লেখাটির ভুল সংশোধন করা হয়েছে। 🙂

গুরুজী, আইসা যখন পড়ছেন তখন একেবারে খালি মুখে আপনারে ছাড়া যায় না….
চট-জলদি বইলা ফেলেন…… ফেসবুকের নতুন সেটিংসে ফ্রেণ্ড লিস্ট ক্যামনে হাইড করবো…???

    আমিও ছাড়তাম না এমনে এমনে আমারে একটা এড অন্স দিতে হবে মজিলার যেইটা দিয়া একসাথে অনেকরে ট্যাগ করা যায় ছবিতে। আর আমারে ফেসবুকের মত একটা সিএমএস দিতে হবে আমি কিছু পাইছি কিন্তু তা ঠিক মনের মত না আপনে যেহেতু লাভগুরুর মত স্বঘোষিত গুরু তাই কইলাম।

    না দিতে পারলে ফেসবুক গুরু মানবো না।

    আপনেরা তো দেহি আমারে ঘাবড়ায়া দিবেন। আমর মতো সীমিত জ্ঞানের গুরুরে এইভাবে লজ্জা না দিলেই কি নয়? 🙂

    search vai, টিক মার্ক তুলে দিলে যারা ফ্রেন্ড না তারাই কেবল সুবিধা বঞ্চিত হবে। কিন্তু ফ্রেন্ড দের কাছ থেকে আমার অন্যান্য ফ্রেন্ড দের হাইড করার সিস্টেম কি আপনার জানা আছে?

    শাকিল ভাই, মাফ কইরা দিয়েন , স্বঘোষিত গুরু হলেও এখনো অনেক কিছুই আমি জানি না। আশা করছি শিঘ্রই এ বিষয়গুলো নিয়ে জানাতে পারবো

    Level New

    amar jana ache…আমি করেছি।

    @ ЯOBAYETH ভাই কিভাবে করলেন? আমাদের জানান.. আমারাও করি 🙂

Level 0

আমি কিছুদিন যাবত ফেসবুক এ লগিন করতে পারছিনা। ইউজার আইডি দিয়ে লগিন এ ক্লিক করার পর এই লেখা আসে You must log in to see this page. আমি পাসওয়াড চেন্জ করে দেখেছি কাজ হয় না। দয়া করে এর সমাধান দেন।

    আপনার ফেসবুক পাসওয়ার্ড কি চেন্জ সফলভাবে হয়েছে? যদি হয়ে থাকে আর তার পরও কাজ না করে , তাহলে আমি বলবো আরও কয়েকদিন অপেক্ষা করুন। মনে হয় আপনার মাত্রতিরিক্ত ব্যবহারের কারনে ফেসবুক কর্তৃপক্ষ আপনার আইডি সাময়িক ভাবে বন্ধ রেখেছে।

ফেসবুক গুরুজী – সালাম জানাই 🙂

@ শাকিল & অন্যন্য ভাইয়েরা,

যারা ফেইসবুকের হুবহু কপির CMS খুজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

ফেসবুক একাউন্ট ডিজএবলড্‌। মাসখানেক হয়ে গেল। মেইল করেছি প্রায় দেড় মাস আগে। এখনো উত্তর পাই নি। ওই একাউন্টটাতে দুনিয়ার ফ্রেন্ড আছে, তাছাড়া অনেক ছবি আপলোড করা। কি করা যায় বলুন তো!!!

    ঠিক কি কারনে account disabled করা হয়েছে বলবেন কি ভাই??

    – যদি 2nd টাইম আপনার একাউন্ট আটকানো হয় তাহলে – এই একাউন্টের কতাহ ভুলে যান ভাই …
    – যদি প্রথমবার হয়ে থাকে তাহলে আরেকবার আরেকটু সুন্দর করে মেইল করেন । ( জানান যে, আপনি কোন অকর্ম করছিলেন না । অকর্ম বলতে আমি বুঝাচ্ছি – স্প্যামিং কে ।

    >>> আমার একাউন্ট ও একবার ব্লক করে দেয়া হয়েছিল । অতিরিক্ত লিঙ্ক শেয়ার করার কারনে । তখন আমি সাথে সাথে যোগাযোগ করেছিলাম এবং ব্যাক্ষা করে ছিলাম যে ওইটা স্প্যামিং ছিল না । ৭ দিনের মধ্যেই আমার একাউন্ট ফিরিয়ে দিয়েছিল । এবং হুশিয়ার করে দিয়ে যে – 2nd টাইম এমন হলে স্প্যামিং কর আর নাই কর আমার একাউন্ট ভ্যানিশ করে দেয়া হবে ( হা হা হা)

    1st টাইমই। কিন্তু কেন যে একাউন্ট ব্যাক করছে না বুঝতে পারছি না।

    The Search -ভাই, এই টা কি আসলেই সম্ভব??

    আপনি কি অনুগ্রহ করে আপনার এবং আপনার বিশেষ সেই ব্যক্তির মেইলের কিছু কপি আমাকে পাঠাতে পারবেন?? (ahikmahin[at]gmial.com ) এ । তাহলে কিছুটা বিশ্বাস করতাম ।

    ধন্যবাদ ।

ধন্যবাদ মাহি ভাই, 🙂 আপনারা যদি এইভাবে আমাকে সাহাইয্য সহযোগীতা করেন তাইলে তো আর কথাই নাই 🙂

    আমরা তো এই খানে একজন আরেক জনকে সাহায্য করার জন্যই আসি তাই না??

    আপনার আরো টিউনের অপেক্ষায় রইলাম ।

Level 0

ফেসবুক এর হেল্প সেন্টার না করে অন্য কিসুর করলে ভালো হত.
ফেসবুক তো সময় অপচয় করার যন্ত্র.

Level 0

Welcome. tanana tanana welcome

শাকিল ভাইকে ফেইসবুকের COPY CMS ফ্রী কপি দিয়েছি ।

শাকিল ভাই কাজ হলে জানিয়েন ।

ধন্যবাদ ।

vai ami kaoke friend request pathate partechina.pathate chaile ekta notice dai.ki kori?

    আপাতত কিছু করার নাই । একটু wait করেন এবং আর friend request পাঠাইয়েন না ।

    ২৪ ঘন্টা পরে ঠিক হয়ে যাবে । আর, আব গাছ-ডাব গাছ সব্বাইরেই friend request করা থেকে বিরত থাইকেন । তাহলেই, এই সমস্যায় পড়তে হবে না ।

    ধন্যবাদ।

মাহি ভাই তো দেখতেছি ফেসবুক এর গুরু!

আমার কোন সমস্যা নাই! কি করণ যায়?

    না সাইফ আমি গুরু না … যেটা জানি সেইটাই অন্যদের জানাচ্ছি ।

    আর , তোমারে ফ্রী তে একটা পরামর্শ দেই – তোমার কোন সমস্যা নাই – কাজেই ফেইসবুক বন্ধ করে দাও । আরো ভাল থাকো ।

    এইটা টাইম নষ্ট করা ছাড়া আর কোন উপকারে আসে না ।

    অথবা, দিনে ৩০ মিনিটের বেশী ব্যবহার কোরো না । অন্য কাজে / দিকে মন দাও … কাজে আসবে ।

ভাই আপনাকে এমন একটা মহান উদ্যেগ নেয়ার জন্য ধন্যবাদ।
কেউ যদি ফেসবুকের থিম পরিবর্তন করতে চান; তবে আমার এই টিউনটি দেখতে পারেন।
https://www.techtunes.io/internet/tune-id/16409/

ফেসবুক আসলেই একটা সময় নস্ট করার বাজে জায়গা । আমারতো এক স্কুল ফ্রেন্ডের সাথে বন্ধুত্যই নস্ট হল ।
( আবশ্যই মেয়ে জনিত কারন ) lol…
যাই হোক আমি মাহি ভাইর সাথে একমত “এইটা টাইম নষ্ট করা ছাড়া আর কোন উপকারে আসে না ।
অথবা, দিনে ৩০ মিনিটের বেশী ব্যবহার কোরো না । অন্য কাজে / দিকে মন দাও … কাজে আসবে ।”

    সহমত

    Level 2

    তানভির আহমদ এত ছবি এডিটিং করার সফট এই সাইটে ভির খায় তার মধ্যে তুমি মিয়া বেগুন মার্কা ছবি দিস !!

আমি একেবারেই ত্রিমত পোষণ করতেছি। ফেসবুক বাজে জায়গা না ! জানেনই তো লেবু বেশী কচলাইলে তিতা হইয়া যায়। তাই লিমিট রেখে ফেসবুক ব্যবহার করেন। আমি প্রায় ৮ বছর পর শুধুমাত্র ফেসবুকের কল্যানেই আমার পুরান কিছু ফ্রেন্ড দের ফিরে পাইছি। এইজন্য ফেসবুকের কাছে আমি কৃতজ্ঞ।

Level 0

আমার ফেসবুক এর ফেন পেজকে কিভাবে promotion করা যায় এই বেপারে সহযোগিতা চাই…অর্থাৎ ফেসবুক এ কিভাবে add দাওয়া যায়..যাতে করে সবার page এ এটা দেখা যাবে.. process তা বললে খুব ভালো হয়.

Level 0

ফেসবুক গুরু

আমার ফেসবুক এর ফেন পেজকে কিভাবে promotion করা যায়

একটু হেল্প করুন plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz