ফ্রি তে ফ্যাক্স করুন পৃথিবীর যেকোনো প্রান্তে !!

বন্ধুরা সবাই বিজয় দিবসের শুভেচ্ছা নিন ! আজ একটি ছোট কিন্তু কাজের উপকারী টিউন করছি !

বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে অনেক সময় আমাদের ফ্যাক্স করতে বলা হয় । তখন আমরা ফ্যাক্স মেশিন দিয়ে ফ্যাক্স করি । কিন্তু এই ফ্যাক্স করাটা একটু ঝামেলার ।কারণ আমাদের সবার বাসায় হয়ত ফ্যাক্স মেশিন নেই । অতএব, তখন আমাদের ফোন ফ্যাক্স এর দোকান খুঁজে বেড়াতে হয় । যাওবা পাওয়া যায় দেখা যায় যে চার্জ চাচ্ছে অনেক বেশি । কিছু বলার থাকে না তখন ।
এই সমসসা দূর করতে একটা ছোট সমাধান দেব ...আর এই সমাধান দিয়ে দ্রুত ফ্যাক্স করতে পারবেন পৃথিবীর যেকোনো প্রান্তে .....কোনো খরচ ছাড়া ..শুধু লাগবে ইন্টারনেট কানেকশন আর একটা কম্পিউটার !
1. প্রথমে এই ওয়েবসাইট এ যান Hellofax.com/googledrive. এবং লগ ইন করুন আপনার গুগল একাউন্ট দিয়ে (জিমেল ) একাউন্ট দিয়ে
2. লগ ইন করার পর ৫০ তা পেজ ফ্রি তে ফ্যাক্স করার সুবিধা পাবেন ।নিচের মত স্ক্রিন আসবে !
Fax_for_Free_HelloFax
3. এবার "সেন্ড ফ্যাক্স" এ ক্লিক করুন ।নিচের মত স্ক্রিন আসবে
Fax_for_Free_HelloFax_1
4. এবার যে ফাইল টি ফ্যাক্স করবেন সেটা আপলোড করুন ।আপলোড করতে পারবেন আপনার কম্পিউটার এর যে কোনো ড্রাইভ , গুগল ড্রাইভ,বাক্স ,ড্রপ বাক্স ছাড়া ও আরো কিছু ক্লাউড স্টোরেজ থেকে ।
5. এবার যেখানে সেন্ড করবেন সেই ফ্যাক্স নম্বর দিন এবং সেন্ড করুন !
নোট : এই ফ্রি একাউন্ট দিয়ে আপনি শুধু ফ্যাক্স সেন্ড করতে পারবেন কিন্তু রিসিভ করতে হবে ৭৭৯ উএস ডলার লাগবে ।
আসা করি এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ফ্যাক্স  করতে পারবেন এখন। এ রকম আরো অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী টিপস পাবেন আমার ব্লগ "Tech N Techie" তে । এখানে আমি টেকনোলজি বিষয়ক "টিপস এন্ড ট্রিকস" নিয়ে লিখি ।ইচ্ছে করলে আপনিও লিখতে পারবেন আমার ব্লগ এ ।
ইউ টিউব এ "Tech N Techie" টিপস এন্ড ট্রিকস  ভিডিও বর্ণনা দেখতে এখানে যান ""  ইউ টিউব চ্যানেল টেক এন টেকি ""

Level New

আমি Himadri Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello, I am an Electronics and Telecommunication Engineer. I have completed my BSC from KIIT University,Orissa,India and completed my MSC in Telecommunication from East West University,Dhaka. I have also completed my second master degree in Wireless Communication from National Taipei University, Taiwan with scholarship. I write my own technology blog...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । কোন না কোন দিন কাজে লাগবে ।

Level New

apnakeo tune ti porar jonno dhonnobad!

Level 0

onek fine hoece erokom ekta tune kuschilam…………thanks

আপনাকে অনেক ধণ্যবাদ। অনেকদিন ধরে এমন একটি সাইট খুজিতেছি। আমার জন্য এটা ১০০% কাজ দেবে ।

Level 2

fax to korlam …ase na to 10 min hoya galo

Level New

Vai apnar free point chilo toh…also fax number tao check kore abar try korte paren….it’s free so r ekbar try korle somossa nai

Level 2

ami 2/3 bar korsi ,kono calli ase na …fax to dorer kohota. free pooint to ase.

Level New

apni amar fax number ta den …then ami apnake ekta fax pathiya check kore dekhi …