আপনার গ্যালাক্সি এস ২ কে আপগ্রেড করুন জেলী বিন ( JELLY BEAN 4.1.2 ) ভার্সনে ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম .................. আস-সালামুআলাইকুম । কেমন আছেন  সবাই । এটি আমার ২য় টিউন  আমি আমার ১ম টিউনটি করি এই বছরের  আগস্ট মাসে কিন্তু হয়তো কোন এক কারনে টিউনটি ১৫০ বার ভিজিট ও ২ টি ফেভারিট / প্রিয় টিউনে যুক্ত হওয়ার পরেও কোন কমেন্ট পড়েনি  । যাই হোক আজকে আমি গ্যালাক্সি এস ২ তে অ্যান্ডয়েডের সর্বশেষ সংস্করণ  জেলী বিন ৪.১.২ ভার্সন করা নিয়ে টিউন করছি । তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই ।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ :- এই টিউটোরিয়াল এর দ্বারা আপনার ফোনের কোন প্রকার ক্ষতি হলে আমি দায়ী থাকব না ।

১। প্রথমে আপনার বর্তমান রমটিকে ব্যাকআপ নিয়ে রাখুন আপনার ফোনের এক্সটারনাল মেমোরিতে বা পিসিতে । ব্যাকআপ নিতে হলে CWM থাকা জরুরী না হলে ব্যাকআপ নিতে পারবেন না । যদি আপনার CWM না থাকে  তাহলে এই লিঙ্ক থেকে ZIP ফাইলটি ডাউনলোড করে আপনার ফোনের রুট ডিরেক্টরিতে কপি-পেস্ট করুন মানে কোন ফোল্ডারে রাখবেন না সরাসরি zip ফাইল টা রাখবেন । এখন আপনার ফোনের রিকভারি মেন্যুতে গিয়ে zip ইন্সটল এ ক্লীক করুন তারপর ইন্সটল  হয়ে গেলে আপনি ১টা টেম্পোরারি CWM রিকভারি মেন্যু পাবেন সেইখান থেকে আপনার বর্তমান রমটি ব্যাকআপ করে রাখুন । ফলে কোন প্রকার সমস্যা হলে আপনি রিস্টোর করে নিতে পারবেন ।

২। এই লিঙ্ক থেকে রমটি ডাউনলোড করে নিন । মজার বিষয় হল রমটি কোন কাস্টম রম না এটি গ্যালাক্সি এস ২ এর জন্য তৈরি  স্যামসাং এর লীকড অফিসিয়াল রম ।

৩। এখন আপনার ফোনটি ডাউনলোড মুডে অন করুন ডাউনলোড মুডে অন করতে আপনার ফোনটি প্রথমে  অফ করুন এখন ফোনের পাওয়ার , হোম এবং ভলিউম ডাউন বাটন একসাথে টিপে ( PRESS ) ধরুন ডাউনলোড মুডে প্রবেশ করার জন্য একটি ওয়ার্নিং পেজ আসবে ঐখানে ভলিউম আপ বাটন প্রেস করে কণ্টিনিউ করে মুল ডাউনলোড মুডে প্রবেশ করুন ।

৪। এখন জিপ ( ZIP ) ফাইলটি এক্সট্র্যাক্ট করে ১টা ফোল্ডার পাবেন ঐ ফোল্ডারে Odin3_v3.04 নামে আরেকটা ফোল্ডার পাবেন এখন ওডীন সফটওয়্যারটি অন করে আপনার ফোন ডাউনলোড মুডে USB দ্বারা কানেক্ট করুন  সঠিক ভাবে কানেক্ট হলে ওডীনে ID:COM এর ১ টি পোর্ট হলুদ রঙের হয়ে যাবে ।

৫। এখন লাল চিহ্নিত অংশ গুলো ঠিক আছে কিনা মানে যেভাবে স্ক্রীণশটে দেয়া আছে সেইভাবে দেয়া আছে কিনা দেখে নিন । না থাকলে করে নিন ।

৬। এখন ওডীনের PDA ট্যাবে ক্লীক করে ডাউনলোড কৃত ফোল্ডার থেকে CODE_I9100XXLSJ.tar ফাইলটি সিলেক্ট করুন এইভাবে PHONE এবং CSC ট্যাবের জন্য যথাক্রমে MODEM_I9100XXLS6.tar এবং CSC_HOME_OXX_I9100OXXLS1.tar ফাইল দুটো সিলেক্ট করুন ।

৭। এখন সব ঠিক আছে কিনা দেখে বিসমিল্লাহ্‌ বলে START বাটনে ক্লিক করুন । ফ্লাশিং প্রসেস শুরু হয়ে যাবে । প্রসেসটি ওডীনের বড় শাদা বক্সটায় দেখতে পাবেন । ফ্ল্যাশ হয়ে গেলে শাদা বক্সে পাস ( PASS ) লিখা দেখবেন । কিন্তু আপনার ফোন রিবুট হয়ে হোম স্ক্রিন না আসা পর্যন্ত ফোন ডিসকানেক্ট করবেন না । প্রথম বার রিবুট হতে সময় লাগবে তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন ।

৮। রিবুট হয়ে গেলে / হোম স্ক্রিন শো করলে আপনি আপনার মতো সেটিং করে নিন ।

৯। হয়ে গেল আপনার গ্যালাক্সি এস২ জেলীবীনে আপগ্রেড ।

রুটিং :-

যারা রুট করতে চান তারা এই লিঙ্ক থেকে CWM RECOVERY টি ডাউনলোড করে নিন PASSWORD :- KNM  ।  তারপর রিকভারি মেন্যুতে গিয়ে জিপ ( ZIP ) ফাইলটি ইন্সটল করে নিন । এখন আপনার জেলীবীণ ফার্মওয়্যার রুট হয়ে গেছে ।
এতক্ষণ কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । যতটা পেরেছি সহজ করে লিখার চেষ্টা করেছি ,  তবুও কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানান । সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করবো ।

Level 0

আমি করিমমাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনার টিউনের জন্য ধন্যবাদ। যেহেতু এই প্রসেস ব্যবহার করতে গিয়ে আপনার ফোন ব্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু আমি মনে করি আরো কিছুদিন এর জন্য অপেক্ষা করা। যতদূর দেখলাম, সম্ভবত আগামী মাসে জেলীবিন এস২ এর জন্য রিলিজ করা হবে।

    শামীম রাহমান:দেখুন এই প্রসেসে আমি আমারটা আপগ্রেড করেছি । তাই সঠিক ভাবে বুঝে করলে ব্রিক হবে না ইনশাআল্লাহ্‌ । আর স্যামসাং অফিসিয়াল ভাবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে রিলিজ করতে পারে হয়তো । তাই করতে ভয় পেলে বা ঝামেলা মনে হলে সে পর্যন্ত ওয়েট করতে পারেন । ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ।

ভাই শামীম রাহমান অফিসিয়াল রিলিজের আশায় বসে থাকলে ১বছর লেগে জাবে আশা করা যায়।
আমি s3 তে রাশিয়ার 4.1.2 ব্যাবহার করছি যেখানে বাংলাদেশ এখনও 4.0.4 এই আছে।
আর প্রক্রিয়াটা খুবি সহজ।

    সোহেল: এক বছর লাগবে না অবশ্য তবে এই বছর চলে যাবে । আপনি রাশিয়ার যে রমটা ইউজ করেন সেটা জেলীবীন ভার্শন , আর 4.0.4 ভার্শনটি আইসক্রিম স্যান্ডউইচ । ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ।

Level 0

vi…..amar s2 ta kortaa geaa sorbonash hoisaaa…….sob complete hobar sas a faild hoisa….akhon amar obosta to kharap…please help koran….akta miss call dean…vi…amara aktu bolan ami ki kirbooo..01680069297

Level 0

আপনার টিউন খুব সুন্দর হয়েছে। আশা করি এমন টিউন আরো করবেন। আমি নতুন এন্ড্রয়েড ইউজার। আমার Samsung I9070 Galaxy S Advance এটা কিভাবে v4.1 (Jelly Bean) এ আপগ্রেড করবো। যদি বিস্তারিত বলতেন খুবই উপকার হত। আশা করি বলবেন। ধন্যবাদ।

Level 0

ভাই আপনার টিউন অনেক সুন্দর হয়েছে। আমি নতুন ইউজার আমার Samsung I9070 Galaxy S Advance এ কিভাবে Jelly Bean v4.1 আপগ্রেড করব। ধন্যবাদ।

    hanif312: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য । আপনার ফোনে কাস্টম রম ইন্সটল করে জেলীবীনে আপগ্রেড করতে হবে ।

Level 0

via amar s2.but ke vabay CWM install korbo? jodi apnar phone number ta dan.. 01711470175.akta miss call dian.please….please…

    akash175: এই লিঙ্ক ( http://dl.dropbox.com/u/34053267/CWM.zip ) থেকে ZIP ফাইলটি ডাউনলোড করে আপনার ফোনের রুট ডিরেক্টরিতে কপি-পেস্ট করুন মানে কোন ফোল্ডারে রাখবেন না সরাসরি zip ফাইল টা রাখবেন । এখন আপনার ফোনের রিকভারি মেন্যুতে গিয়ে zip ইন্সটল অপশনে এ ক্লীক করুন তারপর ZIP ফাইলটি ইন্সটল করুন ইন্সটলহয়ে গেলে আপনি ১টা টেম্পোরারি CWM রিকভারি মেন্যু পাবেন । এর সবচেয়ে বড় ব্যাপার হল আপনি রুট করা ছাড়াই CWM পাচ্ছেন । প্রতিবার একই প্রসেসে CWM ইন্সটল করে কাজ করতে পারবেন । আর এটা এস২ এর যে কোন অ্যান্ড্রয়েড ভার্শনে কাজ করে ।

Level 0

via ota e to problem .insrall kortay galay lakha asay signature virafication fail.help me…..

    akash175: আপনি জিপ ফাইলটি রুট ডিরেক্টরিতে রাখুন । এখন রিকভারি মেন্যু তে গিয়ে apply update from external storage ক্লীক করুন । তারপর CWM.ZIP ক্লীক করুন এরপর ইন্সটল করুন হয়ে যাবে । এরপরও যদি signature virafication fail শো করে তাহলে নীচের লিঙ্ক থেকে ডাঊনলোড করে কাজ করুন হোয়ে যাবে ইনশাআল্লাহ্‌ ।

    *প্রথমে CWM.ZIP ডাঊনলোড করুন রুট ডিরেক্টরিতে রাখুন । রিকভারিতে মেন্যুতে রিবুট করুন ।
    *apply update from external storage সিলেক্ট করুন ।
    * CWM.zip সিলেক্ট করুন এবং CWM আসা পর্যন্ত ওয়েট করুন ।
    * install zip from sdcard or external SD সিলেক্ট করুন ।
    * SU-Busybox-Installer.zip সিলেক্ট করে ইন্সটল করুন
    * রিবুট করুন । রুট হয়ে যাবে ।
    * আনরুটের জন্য :-
    *প্রথমে CWM.ZIP ডাঊনলোড করুন রুট ডিরেক্টরিতে রাখুন । রিকভারিতে মেন্যুতে রিবুট করুন ।
    *apply update from external storage সিলেক্ট করুন ।
    * CWM.zip সিলেক্ট করুন এবং CWM আসা পর্যন্ত ওয়েট করুন ।
    * install zip from sdcard or external SD সিলেক্ট করুন ।
    * SU-Busybox-uNInstaller.zip সিলেক্ট করে ইন্সটল করুন
    * রিবুট করুন । আনরুট হয়ে যাবে ।

    CWM.zip – http://ul.to/u84efsqq
    SU-Busybox-Installer.zip – http://ul.to/ryk0i5nh
    SU-Uninstaller-signed.zip – http://ul.to/gjtjcwp0
    CWM.zip – http://turbobit.net/24a3a40uri08.html
    SU-Busybox-Installer.zip – http://turbobit.net/m1wn0ifhkbxn.html
    SU-Uninstaller-signed.zip – http://turbobit.net/7miov7grs1m1.html

Level 0

ধন্যবাদ আপনার উত্তর এর জন্য। কিন্তু কিভাবে আমি ODIN Software এর মাধ্যম কাস্টম রম ইন্সটল করব। যদি বিস্তারিত বলতেন তাহলে খুবই উপকার হত। আশা করি বলবেন, ধন্যবাদ।

    hanif312: আপনি এই দুইটা ফাইল ডাঊনলোড করে নিন ।
    কাস্টম রম :- http://d-h.st/UQ0
    গুগল অ্যাপস :- http://goo.im/gapps/gapps-jb-20121212-signed.zip
    এখন CWM এ গিয়ে প্রথমে রম ও পরে অ্যাপস ইন্সটল করে নিন । হয়ে গেল ।
    বি , দ্র :- আমি এটি ইউজ করিনি তাই কোন সমস্যা হলে আমি দ্বায়ী নই ।

ভাই করিমমাহমুদ sgs3 4.0.4(ics) নিয়েই বাজারে এলেও কিছু দিন পরেই আপডেট পায় 4.1.1(jb). bd সহ অনেক দেশেই তখনো ics। আবার দেখি রাশিয়া পোলান্ড সহ কয়েকটা দেশে jb 4.1.2 আপডেট দিয়েছে তাও প্রায় 20 দিন হবে, এবং ব্যবহার ও করছি। কিন্তু bd এখনও ics4.0.4 এই আছে। বলতে পারেন কি কবে নাগাদ অফিসিয়াল রিলিজ পাবে 4.1.2? আর কেনই বা bd অফিসিয়াল আপডেটের অপেক্ষায় থাকব। তাই সাধারন কিছু ট্রিক্স শেখা উচিৎ, যারা তাদের স্মার্টফোনকে স্মার্ট দেখতে পছন্দ করেন।

    সোহেল: ভালো বলেছেন । আপনার স্মার্ট ফোনকে স্মার্ট দেখতে অবশ্যই আগে আপনাকে স্মার্ট হতে হবে ………। ধন্যবাদ ।

Level 0

মজার বিষয় হল রমটি কোন কাস্টম রম না এটি গ্যালাক্সি এস ২ এর জন্য তৈরি স্যামসাং এর লীকড অফিসিয়াল রম । > Ami ki HTC HD2 te Rom ta bebohar korte parbo ? Amar HD2, Root kora ase. Bortomane ami android 4.0.4 chalaitesi. ami nije install kore bebohar korsi. Ekhon upgrade korte chai. Pls. reply.

Level 0

Battery backup kemon pls janan

Level 0

anybody help me kindly, my samsung galaxy s2 i cant use google play

Level 2

রুট আনরুট করব কি ভাবে ?

    @hamim20: download zip from http://clockworkmod.com/rommanager
    – SU-Busybox-Installer.zip
    Reboot to recovery.
    Choose apply update from external storage.
    Choose CWM.zip and wait until CWM recovery appear.
    Choose install zip from sdcard or external SD
    Choose and Install SU-Busybox-Installer.zip
    Reboot
    You are done and now your device is Rooted

    download zip from http://clockworkmod.com/rommanager
    – SU-Uninstaller-Signed.zip
    Reboot to recovery.
    Choose apply update from external storage.
    Choose CWM.zip and wait until CWM recovery appear.
    Choose install zip from sdcard
    Choose and Install SU-Uninstaller-Signed.zip
    Reboot
    You are done and now your device is Unrooted