টেকটিউনস থেকে ব্যাকলিংক নেওয়ার কথা ভাবছেন? একটু দেখুন

কেমন আছেন সবাই? আশা করি ভাল ।

আজকের অবাধ প্রযুক্তির যুগে প্রায় সবারই একটা করে ওয়েবসাইট আছে ।থাকবে নাই বা কেন, মাত্র ১০০০ টাকায় .com ডোমেইন পাওয়া যায় ।আপনি টাকা খরচ করতে চান না? তাতে কি, আছে dot.tk, co.cc কিংবা cu.cc এর মতো ফ্রি ডোমেইন ।সাথে আছে ফ্রি হোস্টিং ।স্ক্রিপ্ট হিসেবে আছে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল কিংবা জুমলা ।এগুলোও ফ্রি ।কাজেই বানিয়ে ফেললেন একটা সাইট ।মনের মত করে সাজালেন ।

কিন্তু আসল কাজটাই তো বাকি রয়ে গেল ।এসইও করতে হবে ।গুগলের সার্চ রেজাল্টের প্রথম পাতায় ওয়েবসাইটকে আনতে হবে ।আর এর অন্যতম নিয়ামক হয়ে আপনার চোখের সামনে ধরা দিল ব্যাকলিংক ( স্প্যামিংয়ের প্রধান কারণ ? ) ।সকাল বিকাল আপনি টেকটিউনস কিংবা অন্যান্য ব্লগ কিংবা ফোরামগুলোতে কমেন্ট করা শুরু করলেন ।"টিউন অত্যন্ত সুন্দর হয়েছে ।আমার সাইট থেকে ঘুরে আসুন ।"

কিংবা "আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আমার সাইটটা দেখতে পারেন ।" অথবা পোস্টের শেষে "এরকম আরো অসংখ্য টিউন পেতে এখানে আসুন" ইত্যাদি ইত্যাদি ।আপনি তো ভাবলেন এবার গুগল যাবে কই? একমাসের মধ্যে আমার page rank 3 হয়ে যাবে ।কিন্তু হলো না ।কেন হলো না?

পান্ডা আর পেঙ্গুইন তো আছেই ।সাথে আছে নোফলো ডুফলো ব্লগের ব্যাপার ।টেকটিউনসের মত নোফলো ব্লগে সারাদিন স্প্যামিং করলেও গুগল বটকে আকৃষ্ট করতে পারবেন না, বড়জোর কিছু ভিজিটর পেতে পারেন ।আর ভাই কি দরকার এত স্প্যামিং করে? কন্টেন্টের দিকে নজর দিন ।অনপেজ এসইও ভালভাবে করুন ।একদিন না একদিন গুগল আপনাকে মূল্য দেবেই ।

আজ এ পর্যন্তই ।সবাই ভাল থাকবেন ।

Level 0

আমি রূপকথার কাব্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জয় করুন পৃথিবী


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জনৈক স্প্যামার সকাল থেকে রাত পর্যন্ত শুধু ঘুরে ঘুরে বিভিন্ন টিউনে স্প্যামিং করেই গেছেন। অথচ এক খোচায় (ক্লিকে) সব গুলো মুছে দিতে মডারেটরদের এতটুকু সময় লাগেনি। তারপরও তিনি নতুন আইডি দিয়ে সাইটের ভিজিটর বাড়ানোর চেষ্টা করেই গেছেন 😀 পন্ডশ্রম

    Level 0

    @swordfish: ভাই, দয়া করে অই ফালতু স্পেমার রে ব্যান করেন। এইটা কমেন্ট তো করেই না দিন রাত জেগে জেগে “এইখানে ক্লিক করে সব কিছু নিয়ে যান” জাতীয় লেখা কমেন্ট করে! আরে বাবা লিঙ্ক দিবি তো ভাল কথা, feedback এর পরে লিঙ্ক দিলেই তো হয়! যতসব ধান্দাবাজি! ( পুনশ্চ ঃ আমি নিজেও একজন স্পেমার কিন্ত Enemy নামক “ভাইরাসের” মত Hopeless নই!)

      @KiNG: “এইখানে ক্লিক করে সব কিছু নিয়ে যান” ভাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল ।

Asholei uni akta mama……..

জটিল কথা কইছেন ভাই, একদল পাগল আছে যারা সারা দিন না বুঝেই কমেন্ট স্পেমিং করে বেড়ায়। অনেকে তো পোষ্ট না পড়েই “পোষ্ট অনেক ভালো হয়িছে” ইত্যাদি ইত্যাদি……… আর শেষে থাকে একটা লিঙ্ক 🙂 🙂 ।

আমারতো সন্দেহ হইতেছে যে আপনার এই পোষ্ট এর কমেন্টে ও স্পামিং হয় নাকি!!
অবশ্য টিটি তে রেজিষ্ট্রেসশন করার সময় আমরা একটা ব্যাকলিঙ্ক এমনিতেই পাই, কিন্তু সেটা ঐ গাধারা বুঝেনা…
যাক অনেক বকবক করলাম, দন্যবাদ আপনাকে এই পোষ্টটি করার জন্য। 🙂

@swordfish & @Brainless Saiful
Enemy নামের সেই মহাপুরুষকে কি ব্যান করা হয়েছে ?

Level 0

HAHHA

Level 0

আমি ভদ্র স্পেমার!!
Pctips20

BHAI JOTIL HOITESE CHALAIYA JAN!

Level 0

টেকটিউনস তো আগে DoFollow ছিল! তাই হয়তো ভাবে এখনো আছে। টেকটিউনস যে Page Rank হারিয়ে NoFollow করে দিসে আইটা কয়জন খোঁজ নিসে? এখন হয়তো অনেকে জানবে।

“ভাই কি দরকার এত স্প্যামিং করে? কন্টেন্টের দিকে নজর দিন ।”

Level 0

Ja ra NoFollow dhorte paren na tara SearchStatus active korun firefox a..And option a gia Highlight NoFollow Link select korun. That’s it.

SearchStatus====> http://www.quirk.biz/searchstatus/

আমি স্প্যামিং করমু দেখি কে ঠেকায় http://www.spaming-er-gusti-kilai.com