Slow কম্পিউটার করে নিন Fast [পর্ব-০৭] :: জেনে নিন কিছু সাবধানতা এবং পরামর্শ

Slow কম্পিউটার করে নিন Fast

আসসালামু  আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।  ভালো থাকাটাই  সবসময়ের প্রত্যাশা  । ইতিপূর্বে কম্পিউটার ট্রাবলশুটিং বিষয়ে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করেছি। আজ আরেকটি বিষয় শেয়ার করব,  কম্পিউটার ব্যবহারে কিছু সাবধানতা কিংবা পরামর্শ । অনেকে জানেন, যারা জানেন না তাদের কাজে আসতে পারে ।

কম্পিউটার এ কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি, বিভিন্ন সমস্যা থেকে বাচতে আমি কিছু টিপস দিব। এগুলো মেনে চললে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে কিছুটা কম।

  • কম্পিউটার এ কখনো ২টি এন্টিভাইরাস ইনস্টল করবেননা, তাহলে আপনার কম্পিউটার হ্যাং করবে, কোনো কাজ করতে পারবেন না  ।
  • আপনার কম্পিউটার এর ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন।
  • স্টার্টাপ অপশন গুলো ডিজেবল করে রাখুন
  • কম্পিউটার এর ডেস্কটপ এ হাই ডেফিনেশন ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকুন
  • আপনার কম্পিউটার ফাস্ট রাখতে সবসময় রেম খালি করে রাখুন
  • অতিরিক্ত ফাইলগুলো সব  ডিলিট করুন ৩ দিন পর পর
  • অবাঞ্চিত কোনো সফটয়ার ইনস্টল করে সি ড্রাইভ বিজি করে রাখবেননা
  • ১ মাস পরপর আপনার ইন্টারনেট ব্রাউজিং হিস্টরি এবং কুকিস মুছে ফেলুন

তাতে  মজিলা ফায়ারফক্স এবং ক্রম ব্রাউজার এর স্পিড বৃদ্ধি পাবে

  •  কম্পিউটারে এন্টিভাইরাস এর লাইসেন্স কপি ব্যবহার করুন, ভালো সাপোর্ট পাবেন
  •  অযাচিত যেকোনো ওয়েব সাইট এ সাইনআপ করা থেকে বিরত থাকুন, নয়তো স্পামিং এর ঝামেলায় পড়বেন
  •  মাস খানেক পর কম্পিউটার এর রেম খুলে পরিষ্কার করে আবার লাগান, তাতে মাঝে মাঝে রিস্টার্ট হওয়া কিংবা ডিসপ্লে না আসা থেকে রেহায় পাবেন
  •  কম্পিউটার এ বেশি বেশি প্রোগ্রাম নিয়ে কাজ করলে অবশ্যই ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম ব্যবহার করুন, তাতে কাজের আউটপুট ভালো পাবেন
  •  অটোমেটিক আপডেট এবং  ফায়ারওয়াল অফ করে রাখুন
  •   অনিমেট্যাড্ আইকন, থিম কিংবা প্রফাইল দিয়ে কম্পিউটার বিজি না করাই ভালো, ক্লাসিক করে রাখতে পারলে আপনি সকল কাজে ভালো স্পিড পাবেন ।

এছাড়া আরো জানতে আমার সাইট থেকে ঘুরে আসুন, অনেক টিপস সম্পর্কে জানতে পারবেন ।

কাজে লাগতে পারে এমন কিছু লিংক :

আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে গুগল এ সার্চ দিন, আর আপনার ব্রাউজার এর আড্রেস বারে যে সাইট এ ঢুকতে চান শুধু তার নাম লিখে Ctrl + Enter দিন, তাহলে বাম পাশে www. এবং ডান  পাশে .com চলে আসবে। মনে করুন আপনি গুগল এ ঢুকবেন তাহলে আড্রেস বারে google লিখে Ctrl + Enter দিন, এভাবে facebook লিখে Ctrl + Enter দিলেও facebook এ ঢুকতে পারবেন। এভাবে যেকোনো সাইট  এ শর্টকাটে ঢুকতে পারবেন ।
আপনাদের দোয়ায় আমার বাবা হজ্জ করে সহি সালামতে দেশে ফিরেছেন এবং তিনি ভালো আছেন।

সবাইকে ধন্যবাদ । সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো ।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks for the post

Level 0

thank you for your information.

Level New

1-7, আমি সবগুলই পড়েছি ।ধন্যবাদ।

Level 2

ভালো হয়েছে। আশাকরি যারা বিষয়গুলো জানেনা তাদের কাজে আসবে। ১০ নম্বর এর শেষে একটুভুল হয়েছে । আর আপনার কাছে জানতে চাই কিভাবে ভার্চুয়াল মেমরি বড়াতে হয়,এবং কিভাবে রেম খালি রাখতে হয়।

    @mahmudkoli: ভাই ভুলটা কোথায় হয়েছে একটু ধরিয়ে দিলে ভালো হয়, সংশোধন করে নিব । আর ভার্চুয়াল মেমরি বাড়াতে আমার এ টিউনটি দেখে আসুন, আর রেম খালি করার জন্য রিসেন্ট সব ফাইল মুছে ফেলুন, আপনার টাস্কবার এর প্রপার্টিজ এ গিয়ে স্টার্ট মেনু থেকে কাস্টমাইজ এ ক্লিক করলে Clear এর অপশন পাবেন, এখানে ক্লিক করে ok করলে রেম খালি হয়ে যাবে ।

Level 2

ফায়ারওয়াল অফ রাখার কথা বলেছন কেন। আপনি শিরোনামে লিখেছেন কম্পিউটার স্লো মনে হচ্ছে, ফায়ারওয়াল আন রাখলে কম্পিউটার স্লো হয় না। শুধুমাত্র নেট ইউজ করার সময় নেটের স্পিড কিছুটা স্লো হয়। তবে এটি অফ না রাখাই ভাল। কারন এটি অন রাখলে ভাইরাস,স্পাম,ম্যালওয়ার ইত্যাদি সহজে কম্পিউটারে ডুকতে পারেনা।

    @mahmudkoli: ভাই আপনি যদি লাইসেন্সকৃত এন্টিভাইরাস ব্যবহার করেন তবে ফায়ার ওয়াল অফ রাখতে পারেন, অযাচিত কোনো ভাইরাস থেকে আপনার কম্পিউটার এন্টিভাইরাস-ই সুরক্ষিত রাখবে, এটা অফ থাকলে আপনি অনেক ঝামেলা থেকে রেহায় পাবেন, আর এন্টিভাইরাস না থাকলে ফায়ার ওয়াল অন রাখাটা বাঞ্চনীয় ।

Level 2

আপনি ১০ নম্বর শেষে লিখেছেন, অযাচিত যেকোনো ওয়েব সাইট এ সাইনআপ করা থেকে বিরত থাকুন, তাতে স্পামিং এর ঝামেলায় পড়বেন ? ( পড়বেন ) এখানে পড়বেন না হবে। কারণ অযাচিত যেকোনো ওয়েব সাইট এ সাইনআপ করা থেকে বিরত থাকলে তারাতো আপনার মেইল এড্রেসটিই জানবেনা তাহলে তারা স্পাম ছড়াবে কিভাবে। আমার মনে হয় আপনি এই টিউনটি কপি পোস্ট করেননি হয়ত কাজের চাপে ভুল হয়েছে…? আর ফায়ারওয়াল সম্পকে যদি বলি তাহলে বলব আমি নিজেক কোন পন্ডিত মনে করছিনা, আবার আপনাকে ছোট করেও বলছি না। আপনি ফায়ারওয়াল সম্পকে একটু কম ভাবেন। কারণ ফায়ারওয়াল তৈরি করা হয়েছে ভাইরাস,স্পাম,ম্যালওয়ার ইত্যাদি হতে কম্পিউটারকে রক্ষা করার জন্য। আর উপরের কমেন্ট থেকে বলব আপনি যত নামিদামি এন্টিভাইরাস ব্যবহার করেন না কেন এগুলো আসলে ভুয়া…? কারণ আমি যদি একটি ভাইরাস তৈরি করে কোন ব্যাক্তিকে পেনড্রাইভ বা নেটের মাধ্যমে পাঠাই তাহলে সেই ব্যাক্তি যত নামিদামি এন্টিভাইরাস ব্যবহার করুক না কেন সেটি আমার তৈরিকৃত ভাইরাসটি ধরতে পারবেনা। কারণ তৈরিকৃত নতুন ভাইরাস হতে কম্পিউটারকে রক্ষা করতে হলে সেই ভাইরাসটি বিভিন্ন এন্টিভাইরাস নিরমান কারি প্রতিস্ঠানে পাঠাতে হবে, এরপর তারা এটা নিয়ে গবেষনা করে যখন প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহন করবে এবং সেটি যখন এন্টিভাইরাস এর সাথে যুক্ত করবে তখন থেকেই আমার তৈরিকৃত ভাইরাসটি এন্টিভাইরাস মারতে পারবে। আর একেকটি এন্টিভাইরাস একেকটি ভাইরাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়। সব এন্টিভাইরাস সব ভাইরাস সঠিক ভাবে প্রতিরোধ করতে পারেনা। তাই এন্টিভাইরাস ব্যবহারের পাশাপাশি ফায়ারওয়াল অন রাখলে বাড়তি প্রটেকশন পাওয়া যায়। এটা নিয়ে বেশিকিছু বলতে চাইনা যদি বিস্তারিত জানতে চান ০১৮২২-৯৪৬৮১৭ নম্বরে ফোন দিয়েন। আর আপনার বাবা হজ্জ করে সহি সালামতে দেশে ফিরেছেন এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং তার সুস্বাস্থ্য ও দীযায়ু কামনা করছি। আর আপনাদের দোয়া চাই আমি যেন বিবাহ করার আগে হ্বজ করতে পারি। কারণ আমি যদি সংসারিক জীবণ এবং কম জীবনে জড়িয়ে জাই তাহলে হয়ত অবসর জীবনে হ্বজ করতে হবে। তাই ছাত্র জীবনে হ্বজ করতে পারলে আন্তত আজিবন একটি টেনশন থেকেতো মুক্তি পাব।

    @mahmudkoli: ভাই, আপনার চাওয়াটাকে সাধুবাদ জানাই, আপনার ইচ্ছাটা যেন আল্লাহ পূরণ করেন, এ দোয়াটাই করি । আর আমি বেশি কিছু জানিনা, যতটুকু জানি নিজের অভিজ্ঞতা থেকেই শেয়ার করলাম । ইতিপূর্বে ফায়ার ওয়াল অন রাখায় অনেক সমস্যায় পড়েছিলাম, এখন আমি কেস্পার স্কাই এর লাইসেন্স কপি ব্যবহার করছি। ফায়ারওয়াল অফ রেখেও প্রটেকশন পাচ্ছি, আপনার কথায় আবার বাড়তি প্রটেকশন পেতে অন করলাম, দেখা যাক কি হয়? ধন্যবাদ ।

ভুল সংশোধন করে আপডেট করা হয়েছে, সবাইকে ধন্যবাদ ।

Level 2

ধন্যবাদ আপনাকে। আর ভার্চুয়াল মেমরি বাড়াতে আপনার টিউন এর লিংকটি দেন।

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/144125 এ টিউনটি দেখে আসুন , ধন্যবাদ আপনাকে