আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা । ইতিপূর্বে কম্পিউটার ট্রাবলশুটিং বিষয়ে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করেছি। আজ আরেকটি বিষয় শেয়ার করব, কম্পিউটার ব্যবহারে কিছু সাবধানতা কিংবা পরামর্শ । অনেকে জানেন, যারা জানেন না তাদের কাজে আসতে পারে ।
কম্পিউটার এ কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি, বিভিন্ন সমস্যা থেকে বাচতে আমি কিছু টিপস দিব। এগুলো মেনে চললে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে কিছুটা কম।
তাতে মজিলা ফায়ারফক্স এবং ক্রম ব্রাউজার এর স্পিড বৃদ্ধি পাবে
এছাড়া আরো জানতে আমার সাইট থেকে ঘুরে আসুন, অনেক টিপস সম্পর্কে জানতে পারবেন ।
কাজে লাগতে পারে এমন কিছু লিংক :
আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে গুগল এ সার্চ দিন, আর আপনার ব্রাউজার এর আড্রেস বারে যে সাইট এ ঢুকতে চান শুধু তার নাম লিখে Ctrl + Enter দিন, তাহলে বাম পাশে www. এবং ডান পাশে .com চলে আসবে। মনে করুন আপনি গুগল এ ঢুকবেন তাহলে আড্রেস বারে google লিখে Ctrl + Enter দিন, এভাবে facebook লিখে Ctrl + Enter দিলেও facebook এ ঢুকতে পারবেন। এভাবে যেকোনো সাইট এ শর্টকাটে ঢুকতে পারবেন ।
আপনাদের দোয়ায় আমার বাবা হজ্জ করে সহি সালামতে দেশে ফিরেছেন এবং তিনি ভালো আছেন।
সবাইকে ধন্যবাদ । সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
thanks for the post