LightShot – স্ক্রীনশট ক্যাপচার টুল by – Yi

টেকটিউনস এর প্রবীন এবং নবীন বন্ধুরা,

আশা করি ভালই আছেন। ভালো থাকবেন এটা আশা করা যায়। আমি আপনাদের মাঝে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। অনেকেই হয়তো বা শিরোনাম দেখে চিনতে পেরেছেন টিউনটি কি বিষয়ক। অনলাইনে অনেকেই অনেক ভাষা নিয়ে বিভিন্ন প্রকারের আর্টিকেল, ব্লগিং বা জার্নাল পোষ্ট করেন। এতে অনেক সময় প্রয়োজন হয় ডেস্কটপ বা ব্রাউজার এর স্ক্রীনশন নেয়ার। যারা এ জাতীয় কাজ করছেন বা করবেন বলে আখাঙ্কা প্রকাশ করছেন তারা LightShot টি ট্রাই করে দেখতে পারেন। আমি দ্বীর্ঘদিন ধরে ইংরেজীতে আর্টিকেল লিখে আসছি এবং LightShot এর সাথেও আমার বন্ধুত্ব দ্বীর্ঘদিনের।

কথা না বাড়িয়ে িফিচার সম্বন্ধে আলোচনা করা যাকঃ

১. এপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজেই ডেস্কটপ এর যে কোন এলাকা নির্বাচন করা যায়। স্ক্রীন এর শট নিতে পারছেন মাত্র দুটু ক্লিকের সাহায্যেই।

২. খুব সহজে ব্যবহার উপযুগী এবং প্রাথমিক লেভেলের ব্যবহারকারীরাও এর ব্যবহার বুঝতে পারবেন।

৩. স্ক্রীনশট নেওয়ার পরে ওয়েবে আপলোড করার সুবিধাও এতে দেওয়া আছে। যার কারনে দ্বিতীয় বার আবার অন্য ইমেজ হোস্টিং সার্ভারে আপলোড এর প্রয়োজন পরবে না।

৪. শক্তিশালী অনলাইন এডিটর সম্বলীত টুল এর মাধ্যমে এডিট করার সুবিধা আছে।

৫. একই জাতীয় ছবি অনলাইনে লিপিবদ্ধ আছে কিনা তা যাচাই করার সুবিধাও বিদ্যমান।

৬. ডেস্কটপ এ সেইভ করার ব্যবস্থা পাচ্ছেন। PNG, JPEG এবং BMP ফরমেট এ সেইভ করা যাবে।

৭. ড্রাগ করে সিলেক্ট করে প্রিন্টার এর মাধ্যমে প্রিন্ট করার সুবিধা আছে। যা আপনাকে সরাসরি প্রিন্ট করতে সহায়তা করবে।

৮. কপি করে অন্য এডিটরে নিয়ে যেতে পারবেন। মাইক্রোসফট্ পেইন্ট অথবা ফটোশপে অনায়াসে নিয়ে যেতে পারবেন।

৯. ইমেইল, ফেসবুক বা টুইটারে শেয়ার করার সুবিধাও আছে।

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ম্যাকিন্টোশ।

গুগল ক্রোম, মজিলা ফায়ার ফক্স, অপেরা এবং ইন্টারনেট এক্সপ্লোরার এর এডঅন্স বা এক্সটেনশন ও আছে।

** ডেস্কটপ এপ্লিকেশন এক্টিভ করতে Key-Board এর Print Screen Sys rq বাটনটি প্রেস করুন।

কিছু নমুনাঃ

SC-1

SC-2

ডাউনলোড করতে ভিজিট করুনঃ

LightShot — screenshot tool for Winows

LightShot — screenshot tool for Mac

Download for Google Chrome

Download for FireFox

Download for Opera

Download for Internet Explorer

Level 0

আমি Sazzad-Yi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Don't try to trace me who am i and where i am from...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

@all in all: আপনে তো ভাই বাংলা মাইর দিলেন!! লিংক দিলেন পত্রিকার, পত্রিকা তো আমি পড়িই! মার্কেটিং করতেছেন না ভাই? he he 😛