হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার

বর্তমান সময়ের একটি জনপ্রিয় মিডিয়া প্লেয়ার হলো ভিএলসি মিডিয়া প্লেয়ার। এটি ফ্রিওয়্যার, ওপেনসোর্স ও ক্রস-প্লাটফর্ম সফটওয়্যার। এটি আমার সবচেয়ে প্রিয় মিডিয়া প্লেয়ার। এটি আমার প্রিয় কারণ শুধুমাত্র এর ফিচার সমূহের জন্য। আপনাদেরকে আজ আমি এই ভিএলসি মিডিয়া প্লেয়ারেরই কয়েকটি ফিচারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা হয়ত অনেকেরই অজানা।

যে কোন ভিডিওর স্ন্যাপশট নিন

ভিএলসি প্লেয়ারে খুব সহজেই যে কোন ভিডিওর স্ন্যাপশট নেওয়া যায়। এজন্য মেনুবার থেকে Video > Take Snapshot এ ক্লিক করুন। আপনার স্নাপশট নেওয়া ছবিটি My Picture ফোল্ডারে সেভ হয়ে থাকবে।

অডিও/ভিডিও ফাইল কনভার্ট করুন

আপনি জানেন কি যে VLC প্লেয়ার অডিও ভিডিও কনভার্টার হিসেবে কাজ করে? যে কোন ভিডিওকে (আপনি চাইলে অডিও ফাইলও 😉 ) কনভার্ট করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

এজন্য প্রথমে মেইন মেনুর Media থেকে Convert/Save এ ক্লিক করুন।

এখান থেকে Add এ ক্লিক করে যে ভিডিও/অডিও ফাইল কনভার্ট করবেন তা Add করুন।

এরপর Convert/Save বাটনে ক্লিক করুন। নিচের মতো উইেন্ডা দেখতে পারবেন।

এখানে Destination file: এর ঘড়ে Browse করে আপনি কনভার্টকৃত ফাইলটি কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন। এবার Profile এর ডানপাশের ড্রপডাউন মেনু থেকে আপনি কোন ফরমেটে কনভার্ট করবেন তা নির্ধারণ করুন। উপরের ছবিতে গোল চিহ্ণিত অংশটিতে ক্লিক করে আপনি অ্যাডভান্সড সেটিংস পাবেন। আপনি যদি নির্দিষ্ট রেজুলেশনে কনভার্ট করতে চান তাহলে ঐ আইকনটিতে ক্লিক করুন। এরপর যে উইন্ডো আসবে তা থেকে Video Codec ট্যাবে যান। তাহলে নিচের মতো দেখতে পারবেন।

এখানে আপনার কাঙ্খিত Height এবং Width দিয়ে Save করুন। তাহলে পুনরায় পূর্বের উইন্ডোতে ফিরে যাবেন। এখান থেকে Start এ ক্লিক করলে কনভার্ট করা শুরু হবে। তখন VLC প্লেয়ার নিচের মতো দেখতে পারবেন।

এই উইন্ডোটি বন্ধ করবেন না। কনভার্ট না হওয়া পর্যন্ত চালু রাখুন। আপনার সেটিংস এর উপর নির্ভর করে কনভার্ট করার সময় নির্ভর করবে।

কাস্টম স্কিন দ্বারা ভিএলসি প্লেয়ারকে সাজান

ভিএলসি প্লেয়ারের একঘেয়ামী লুক আর ভালো লাগে না আপনার? তাইলে ভিএলসি প্লেয়ারের জন্য স্কিন ডাউনলোড করুন আর দিন পছন্দমত লুক। কাস্টম স্কিন ব্যাবহারের জন্য Tools > Preferences এ যান। এরপর Interface Settings এর Look and feel গ্রুপে Use custom skin রেডিও বাটনে ক্লিক করুন। এরপর সেভ করুন।

দেখুন স্কিন চেঞ্জ হয়ে গেছে। না দেখতে পেলে ভিএলসি প্লেয়ার রিস্টার্ট করুন 😀 । আপনি যদি এই স্কিনে সন্তুষ্ট না হন তাহলে ভিএলসির স্কিন ওয়েবসাইট থেকে আপনার পছন্দমতো স্কিন ডাউনলোড করে নিন। এইডার ঠিকানা দেওয়া লাগবে কি? আচ্ছা যান এইখানে ক্লিক করুন :p ।

এগুলোর একটাও পছন্দ হচ্ছে না? তাইলে কি আর করা। এইখান থেকে VLC Media Player Skin Editor ডাউনলোড কইরা নিজেই নিজের স্কিন বানায় নেন।

আর ও হ্যাঁ কাস্টম স্কিন সেট করার জন্য Tools > Preferences থেকে Use custom skin এ ক্লিক করে Skin source file: এর পাশের Choose…  বাটনে এ ক্লিক করে আপনার ডাউনলোডকৃত/তৈরীকৃত স্কীনটি দেখিয়ে দিন।

ভিএলসিতে শুনুন অনলাইন রেডিও

আপনি আপনার ভিএলসি প্লেয়ার দিয়েই অনলাইন রেডিও শুনতে পারবেন। এজন্য শুধু স্ট্রিমিং লিংকের প্রয়োজন হবে। প্রথমে আপনার কাাঙ্খিত রেডিওর স্ট্রিমিং লিংকটি কপি করে নিন। এরপর ভিএলসি চালু করে Ctrl + V (অথবা Media > Open location from clipboard) চাপুন। নিচের মতো আসলে Play বাটনে ক্লিক করে শুনতে থাকুন অনলাইন রেডিও।

রেডিওর স্ট্রিমিং লিংকগুলো এই মুহুর্তে আমার কাছে নেই। যদি কোন সহৃদয়বান টিউনার/ব্লগারের কাছে থেকে থাকে তাহলে কমেন্টে দেওয়ার অনুরোধ জানালাম। তবে আমার তৈরীকৃত বাংলা রেডিওর একট্ প্লেলিস্ট আপলোড করে দিলাম এটা ডাউনলোড করে আপাতত রেডিও শুনুন। ফাইলটি ডাউনলোড করে ভিএলসি প্লেয়ার দ্বাড়া ওপেন করুন। প্লেলিস্টের রেডিও লিস্ট দেখার জন্য View > Playlist এ ক্লিক করুন। তাহলে নিচের মতো দেখতে পারবেন।

এখান থেকে যে স্টেশন শুনতে চান তাতে ডাবল ক্লিক করে শুনুন।

অনলাইন রেডিও রেকর্ড করুন

এতোক্ষণ জানলাম কিভাবে অনলাইন রেডিও শুনতে হয়্। এবার চলুন জানি কিভাবে অনলাইন রেডিও রেকর্ড করবেন। প্রথমেই আপনার প্লে বাটনের পাশে রেকর্ড বাটন যুক্ত করা প্রয়োজন। এজন্য Tools > Customize Interface এ ক্লিক করুন। নিচের ছবির মতো দেখতে পারবেন।

এখানে দেখুন Advanced widget toolbar অংশে Record বাটন আছে। এটিতে ক্লিক করে টেনে এনে Line 2 এর প্লে বাটনের পাশে রাখুন। তাহলে Line 2 দেখতে এরকম হবে।

এরপর Close বাটনে ক্লিক করে বের হয়ে এসে দেখুন প্লে বাটনের পাাশে একটি রেকর্ড বাটন যুক্ত হয়েছে। এখন আপনি যখন কোন অনলাইন রেডিও শুনবেন তখন এই Record রেকর্ড বাটন চাপলে রেডিও রেকর্ড হতে থাকবে। পুনরায় রেকর্ড বাটন চাপলে রেকর্ড করা বন্ধ হয়ে যাবে। এই অডিও রেকর্ড হবে mp3 ফরমেটে। আর সেভ হবে My Music ফোল্ডারে।

এই একই কাজ আপনি কিন্তু ভিডিও রেকর্ডের ক্ষেত্রেও ব্যাবহার করতে পারবেন। ভিডিও রেকর্ড করে দেখুন কি ঘটে 😉 ।

ভিডিও কে ASCII আর্টে রূপান্তর করুন

সবার শেষে চলুন একটু মজা করি। VLC প্লেয়ার দিয়ে যে কোন ভিডিওকে ASCII আর্টে রূপান্তর করতে পারবেন। ASCII আর্ট হলো কতোগুলো ক্যারেক্টারের সমন্বয়। এটা আসলে পয়েন্টলেস কিন্তু মূল উদ্দেশ্য মজা পাওয়া। তো এই মজা পাওয়ার জন্য Tools > Preferences এ ক্লিক করুন।

এবার যে উইন্ডো আসবে তা থেকে বাম পাশের Video তে ক্লিক করুন। এবার ডানপাশ হতে Output (Display সেকশনে) হিসেবে Color ASCII art video output সিলেক্ট করুন। এরপর Save করে বেরিয়ে আসুন।

এবার যে কোন ভিডিও প্লে করলে ASCII art হিসেবে দেখতে পারবেন। এই কাজটি আপনি আপনার বন্ধুর কম্পিউটারে করে মজা নিতে পারেন। বলতে পারবেন যে “দোস্ত তোর কম্পিউটার মনে হয় নষ্ট হয়ে গেছে 😀 ”। তবে মজা শেষ হলে Output Default করে দিতে ভুলবেন না। 😀

কয়েকটি প্র্রয়োজনীয় শর্টকাট

f = ফুলস্ক্রীন

z = জুম মোড

space = প্লে / পজ

s = স্টপ

a = অ্যাস্পেক্ট রেশিও চেঞ্জ

Shift + Left / Right = Fast Forward (very slow)

Alt + Left / Right  =  Fast Forward ( slow )

Ctrl + Left / Right = Fast Forward (long)

Ctrl + Up / Down = Volume up/down

M = Mute

T = স্ক্রীণে বর্তমান সময় ও আর কতো বাকি আছে তা প্রদর্শন

g = Decrease subtitle delay

h = Increase subtitle delay

দেখলেন তো একটি মিডিয়া প্লেয়ার আর কতো সুয়োগ সুবিধা ! তাই এখনও যারা এই প্লেয়ারটি সংগ্রহ করেননাই তারা এখান থেকে অথবা  এখান থেকে সংগ্রহ করে নিন। আর হ্যাঁ, কোথাও কোন সমস্যা থাকলে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।

Level New

আমি সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথম সেমিস্টার, প্রথম বর্ষ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি কিসুদিন আগে এক্তি ইংলিশ মুভি কিনেসি subtitle সহ কিন্তু মুভির কথার সাথে subtitle মিলে না আগ পিছ হয় কিভাবে ঠিক করব বলতে পারেন ???

    @labib2021: আসলে মুভি কিনে দেখার অভিজ্ঞতা নেই তারপরও এভাবে ট্রাই করে দেখেন। ভিএলসি দিয়ে চালু করে Tools থেকে Track Synchronization এ ক্লিক করুন। এবার যে উইন্ডো আসবে সেখান থেকে Subtitle track synchronization: এর টাইম আগা পিছা করে দেখুন।

    @labib2021: যদি KMPlayer ব্যবহার করে থাকেন তবে সমাধানটা দিতে পারি। KMPlayer এ “[” এবং “]” ব্যবহার করে subtitle আগ পিছ করা যায়।

Level 0

অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ

Level 0

Thanx

@meraj4040: আপনার সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে এখানে আমার প্রদত্ত লিংকটি ডায়রেক্ট লিংক এবং তা VLC এর অফিসিয়াল লিংক। ধন্যবাদ।

Level 2

সুন্দর হয়েছে। ধন্যবাদ।

ধন্যবাদ

ধন্যবাদ

ভি এল সি দিয়ে কিভাবে এম পি ৩ এর অ্যালবাম কভার দিব?

    @অভীত: দুঃখিত ভিএলসি দিয়ে এমপিথ্রি অ্যালবাম কভার দেওয়া যায় না। আপনি MP3 Tag নামক একটি ফ্রি সফটওয়্যার দিয়ে এই কাজটি করতে পারবেন।

3gp video দেখার সময় স্কিন ছোট দেখায়। এর কোন সেটিং আছে কিনা জানাবেন

    @তাজুল ইসলাম: 3gp ভিডিও সমূহের রেজুলেশন কম হয়ে থাকে। তাই স্ক্রিন ছোট দেখায়। আপনি ফুল Video > Zoom থেকে কাঙ্খিত স্ক্রিণ সাইজ সিলেক্ট করে বড় করে দেখতে পারবেন। এছাড়াও ফুল স্ক্রিণ করলে পূর্ণ স্ক্রীণে দেখার কথা । এটি VLC Media Player এর জন্য। আপনি যদি KM Player ব্যাবহার করে থাকেন তাহলে কীবোর্ডের “6” (Alphanumeric অংশের) চাপুন।

ধন্যবাদ ভাল লাগল ।

Level 2

100 Many 100 thank 100 you

অনেক ভালো হয়েছে তবে ভিএলসি’র কমন কীবোর্ড শর্টকাট এর একটি তালিকা দিলে বোধহয় টিউনটি পূর্ণতা পেত।

ধন্যবাদ ভাল লাগল ।

vai VLC ta 1 ta song Eceo set kora chalale porar song a ar Ecolizer kaz kora na. abar Eco on kora chalita hoi. win up a jamon ak bar Eco on kora dila hoya jai tamne ki VLC ta kora jai na. jodi jai toba ama k janale khub upokar hoba. pls kau jana thakla ama k janan
[email protected]
tnx.

    @hd.imrankhan: আমি এই মুহুর্তে টেস্ট করে দেখলাম ইকুলাইজার একবার সেট করে ক্লোজ করলেও সেভ হয়ে থাকে অন্য প্লেয়ারের মতো। আপনি সম্ভবত ভিএলসির পুরাতন ভার্শন ব্যাবহার করে থাকেন। আপনি এই লিংক থেকে ভিএলসির সর্বশেষ ভার্শন ডাউনলোড করে নিন।

thanks

Level 0

ধন্যবাদ আপনাকে। অনেক কিছু নতুনভাবে জানতে পারলাম।

সুন্দর !

সাকিব ভাই এ্যত এ্যত ধন্যবাদ য আপনি নিজেও কল্পনা করতে পারবেন না।
আসলেই অনেক উপকৃত হইলাম। আবারও ধন্যবাদ।