
সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে এই বান্দা আবারো হাজির হয়ে গেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি Windows এর জন্য Linux/Mac-os এর সেই মজার আর বিখ্যাত Nimi visual Effect। ভাবছেন এইডা আবার কি জিনিস। তাহলে Screan Short গুলো দেখুন।




এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছেন। এটা শুধু মাত্র 400 kb একটা software এর কারসাজি। Windows 2000/vista/xp/7/এর জন্য। তাহলে download এর কাজ তা সেরে ফেলুন।
Soft টা ওপেন করুন। Agree করে দিন। তারপর নিচের মত Screen আসবে।
লাল Box আকা অংশটুকুর মধ্যে টিক চিনহের পরিবরতন করে বিভিন্ন Effect দিতে পারবেন। তারপর Window টা Close করে দিন আর উপভোগ করুন মজা।।।। পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে Task Bar এর Nimi আইকন এর উপর করে Close করে দিন।.......
আমি হাসনাত আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সম্পর্কে বলার কিছু নাই। আমি সাদামাটা মানুষ, ডাল ভাত খাই আর সোজা পথে চলি...।।
Thanks bro for this nice soft.