Facebook Like Gate: ফেইসবুক পেইজের লাইক বাড়ানোর কার্যকরী একটি টিপস। (শুধুমাত্র ব্লগারদের জন্য)

আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমি ধরে নিচ্ছি আপনার সেই ব্লগ বা ওয়েবসাইটের জন্য একটি ফেইসবুক পেইজও নিশ্চয় আছে এবং আপনি নিশ্চয় সেই পেইজটির লাইক সংখ্যা বাড়াতে চান। ইতোমধ্যে হয়ত আপনি একাধিক ট্রিকসও এপ্লাই করে ফেলেছেন লাইক সংখ্যা বাড়ানোর জন্য। তাহলে আমার এই ট্রিকটিও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার লাইক সংখ্যা বাড়বেই। কিভাবে? আপনি যদি আপনার ব্লগে ভিসিটরদের সাথে ফ্রী কোন কিছু ডাউনলোড করার জন্য শেয়ার করে থাকেন তাহলে আপনি ব্যবহার করতে পারেন Like Gate । ভাবছেন এটি আবার কী? সহজ ভাষায় Like Gate হল এমন একটি গেইট যার ঐ পাশে থাকবে আপনার ডাউলোড লিংক আর সেই গেইটের চাবি হবে - আপনার ফেইসবুক পেইজে একটি লাইক। অর্থাৎ ভিসিটরকে অবশ্যই আপনার পেইজটি লাইক করতে হবে যদি সে আপনার শেয়ারকৃত ফাইলটি ডাউনলোড করতে চায়। এখনো বুঝতে পারেন নি এই Like Gate জিনিষটা আসলে কী? একটি ডেমো দেখালে কেমন হয়? তাহলে এখানে ক্লিক করে ডেমোটি দেখে আসুন। (খালি ডেমোটি দেখে ডাউনলোড না করেই চলে এলেন? আচ্ছা থাক, কিন্তু ডাউনলোড করলে দারুন কিছু পেতেন।)

আশা করছি ডেমোটি দেখানোর পর এখন আর Like Gate সম্পর্কে বয়ান দেয়ার প্রয়োজন নেই। তাই সরাসরি চলে যাচ্ছি গেইট বানাতে।

  • প্রথমে এই লিংকটিতে যান।
  • তারপর নিচের ছবির মতো একটি ফরম দেখতে পাবেন। ফরমটি পূরণ করুন

  • ফরমটি পূরণ করা হলে এবার Create Your Like Gate Now! বাটনটিতে ক্লিক করুন।
  • তারপর আপনি একটি Embed Code পাবেন। সেটি আপনার ব্লগ পোস্টে পছন্দমত জায়গায় বসিয়ে দিন। (আপনাকে কিন্তু অবশ্যই কোডটি আপনার পোস্ট এডিটরের HTML সেকশনে বসাতে হবে)
  • ব্যাস হয়ে গেল গেইট তৈরি। এখন আপনার শেয়ারকৃত ফাইলটি যতবারই ডাউনলোড হবে ততবারই একটি একটি করে লাইক সংখ্যা বাড়তে থাকবে। নিচে আমার মিডিয়া ফায়ার একাউন্টের একটি স্ক্রীনশট দিলাম। দেখুন পর্যায়ক্রমে ডাউনলোড সংখ্যা ৮২৪+১২৪২+৩১৯৪ = ৫২৬০। কিন্তু হায়রে আমার কপাল! তখন এই ট্রিকসটি জানতাম না, যদি জানা থাকত তাহলে ......  😀

আমি: কেমন লাগল ভাই আমার টিউনটি?

আপনি: নাহ, তেমন খারাপ লাগেনি।

আমি:  কী বলেন! তার মানে আপনার ভাল লেগেছে। শুনে খুশি হলাম। তাহলে আপনিও কি এই ট্রিকটি  আপনার ব্লগে এপ্লাই করতে যাচ্ছেন?

আপনি: হুম, ট্রাই করে দেখা যাক কি হয়। আপনি যখন এত কষ্ট করে লিখেছেন.....

আমি: আপনার ভিজিটররা একটি মাত্র ফাইল ডাউনলোড করবে আপনার ব্লগ থেকে, তার বিনিময়ে আপনি তাদের একটি লাইক আশা করছেন। আর আমি কি আমার এই টিউনটির জন্য আপনাদের একটি মন্তব্য আশা করতে পারি না?  (যাওয়ার আগে একটু করে ফান করলাম 😀 )

Level 0

আমি Muhammad Ibrahim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য। কাজের একটি টিউন। 🙂

Level 0

ভাইজান বহুত ভালো একখান ট্রিকস বাতলাইছেন , এখন কন চাইন দেহি আইডিএম কেমনে নামান যায় । আপনের টা তে কি কোন কি লাগে কিনা?
add me in [email protected] or phone : 01925456626

    @wmoni: অনরে বওত ধন্যবাদ অনর কমেন্টেল্লায়। কিন্তু বদ্দা, অনে হুন আইডিএমের হতা হইতালাইগ্গুনদে…. ? আই তো কিছু ন বুঝির…. আর আই তো এডে হুনো আইডিএমের হতা ন হই! এক্কানা বুঝি ফান গরি হ না…… দুরু ভাই, হডে বিতুর কী গলাই দিলা …. 🙂

আর বদ্দা অক্কলরে হইদি কমেন্ট গরিবাল্লায়। আর এডে হতাইনে কমেন্টের নাম দি স্প্যামিং শুরু গরি দিয়্যি। কেন লাগে হ চায়?

Level 0

কিন্তু ভাইয়া, যারা পেজ এ একবার like দিয়ে ফেলেছে তারা কিভাবে ডাউনলোড করবে?

    @Harry: একবার যে লাইক দিয়েছে তাকে আবার আনলাইক করে পুনরায় লাইক করতে হবে। আর এটাই একটি ঝামেলা এই গেইটের।

জি দাদা, অবশ্যই পারেন। তাই তো কমেন্ট করলাম।
ধন্যবাদ, শেয়ার করার জন্য।

Level 0

প্রতিবারের জন্য কি লাইক দিতে হবে? একবার যে দিয়েছে সেটি লাইক ছাড়াই ডাউনলোড করতে পারবে?

    @swordfish: এটা আমি কাকে দেখছি? চেনা চেনা মনে হচ্ছে? ওমা এ তো দেখি আমাদের swordfish ভাইয়া। 🙂
    ভাই কমেন্টের জন্য ধন্যবাদ। আপনাদের মত মাইনষের কমেন্ট পাইলে যে কত্ত ভাল্লাগে …….
    না ভাই, একবার যে লাইক দিয়েছে তাকে আবার আনলাইক করে পুনরায় লাইক করতে হবে। আর এটাই একটি ঝামেলা এই গেইটের।

ঝামেলাইতো বিরক্তিকর

Level 0

demor link ti kaj korse na. After all, nice tune….