কিভাবে আপনার হার্ডডিস্ক ড্রাইভ হাইড করবেন

আপনি হয়ত অনেক ফাইল অথবা ফোল্ডার হাইড করেছেন। কিন্তু কখনো হার্ড ড্রাইভ হাইড করেছেন কি?
অনেক কারনে হার্ডডিস্ক ড্রাইভ হাইড করার প্রয়োজন পড়তে পারে। ধরুন আপনার একটি ড্রাইভে সবকিছু আপনার পারসোনাল ফাইল আছে, যা আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে চান না। তাহলে আসুন জেনে নিই কিভাবে আপনি আপনার হার্ডডিস্ক ড্রাইভ হাইড করতে পারবেন।
প্রথমে আপনি স্টার্ট মেনু থেকে রান এ গিয়ে diskpart টাইপ করে এন্টার চাপুন। তারপর একটি ওইন্ডো আসবে সেখানে list volume লিখে এন্টার চাপলে একটা লেখা আসবে।
এখন আপনি যধি (g:) ড্রাইভ হাইড করতে চান, তাহলে select volume 5  টাইপ করে এন্টার then remove letter G type koray entar চাপলে diskpart removed the Drive Letter লেখা একটি মেসেজ আসবে।
এবার আপনার কিম্পউটার রিষ্টার করুন। দেখবেন আপনার কাজ হয়ে গেছে।
কিভাবে আপনি আবার ড্রাইভটি শো করতে পারবেন?
খুব সোজা একই প্রসেস অনুসরণ করুন, শুধু শেষ ধাপে remove letter G এর জায়গায় assign letter G লিখে এনটার চাপলে আপনার ড্রাইভটি পুনরায় ফিরে পাওয়া যাবে।

Thanks.

Level 0

আমি Anwarul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ke vai
valo asen?
oneek sondar hoise
go ahead

এতো ঝামেলা না করে এই কাজটি করার জন্য ২৯৩.৭১ কিলোবাইট সাইজের নিচের সফটওয়্যারটি খুবই ভালো কাজ করে যার ডাউনলোড লিংক হলো-
http://www.mediafire.com/?hezleojndzm

Thanks bro.কজের একটা টিউন করেছেন ।