কম্পিউটারের স্টার্টআপ,শাটডাউন,ইউএসবি কানেক্ট/রীমুভ ইত্যাদির সাউন্ড এ আপনার নাম দিয়ে চমকে দিন বন্ধুদের।খুউউউউব সহজ।(না দেখলে মিস)

বড় ভাইয়ারা সবাই কেমন আছেন?আশা করি ভালোই আছেন!
ঈদ কেমন কাটল সবার?এটাও আশা করি ভালোই গেছে।

টিটি তে এটা আমার পঞ্চম পোস্ট। শুরু করতে যাচ্ছি,দোয়া করবেন এবং ভুল হলে মাফ করবেন।

ছোট বেলাতে যখন আমি কারো সাথে মার্কেট এ যেতাম তখন দুই একটা কম্পিউটার এর দোকান চোখে পড়ত।দোকান গুলো তে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে,যখন কম্পিউটার এ কোনো ইউএসবি কানেক্ট করা হতো তখন পিসি থেকে একটা ঢাকাইয়া পোলার কন্ঠ সোনা যেতো;সে বলতো,"বস,ইউএসবি পাইছি,ভাইরাস চেক কইরা লন!"
আমি অবাক হয়ে ভাবতাম,মানুষ কত্তো কিছুই না পারে।তখন মনে মনে চিন্তা করি যে,আমি যখন পিসি কিনব তখন এই সফটওয়্যার টি পিসি তে লাগাবো......কিন্তু এই ব্যাপারে আমার কিছুই মনে ছিলো না।

যাই হোক, পিসি কেনার পর আমার একটা অভ্যাস হয়ে গেলো যে,যখন কোনো কাজ থাকে না তখন সি ড্রাইভ এ ঘোরাঘুরি করি।
তো সেদিনও আমি অলসের মতো সি ড্রাইভ এ ঘোরাঘুরি করছিলাম,তখন আমার চোখে MEDIA নামের একটা ফোল্ডার চোখে পড়ে।আমি ভেতরে গিয়ে দেখি এখানে উইন্ডোজ এর বিভিন্ন ধরনের সাউন্ড আছে।যেমন:hardware insert,hardware remove,xp start up,xp shutdown.
তখন আমার মনে হলো,আচ্ছা যদি এই ফাইল/সাউন্ড এর পরিবর্তে অন্য কোনো .wav ফাইল একই নামে দিলে হয়তো বা সাউন্ড গুলা চেঞ্জ করা যাবে।কিন্তু কোনো ভাল text to audio converter না পাওয়ায় কাজ টা আমি করতে পারি নি।কিন্তু সেদিন পেলাম,তাই এক্সপেরিমেন্ট টা করলাম এবং সফল হলাম। 🙂
software এর ডাউনলোড লিঙ্ক শেষে দেয়া আছে।
তো এই সফটওয়্যার দিয়ে আমরা কিছু লিখে তা যদি অডিও তে কনভার্ট করি এবং তা media ফোল্ডার এ পেস্ট করি তাহলে,তাহলেই আমাদের কাজ হয়ে যাবে......

তো শুরু করা যাক,না কি বলেন!
প্রথমে নিচের চিত্রের মতো,ডেস্কটপ এর ফাঁকা জায়গাতে মাউস এর রাইট বাটন ক্লিক করে new থেকে New Text Document সিলেক্ট করুন।

এখন আপনার ইচ্ছা মতো কিছু লিখুন এবং সেভ করুন।(আমি "ovi boss usb is conected"লিখেছি,এতে যখন আমি কোনো পেনড্রাইভ দিব তখন টং শব্দ না হয়ে পিসি থেকে"ovi boss usb is connected" শোনা যাবে।কি মজা!)

এখন text aluda(যেই সফটওয়্যার এর কথা বলতেছিলাম)অন্যান্য সফটওয়্যার এর মতো ইন্সটল করুন।এবার সফটওয়্যার টি ওপেন করুন কি চাইবে,কি জেন থেকে সিরিয়াল উৎপন্ন করে নিচের চিত্রের মতো পেস্ট করে "continue"এ ক্লিক করে সফটওয়্যার টি চালু করুন।

এবার মেনু বার থেকে TOOLS সিলেক্ট করে "batch file converter" এ সিলেক্ট করুন......

এবার বিচের চিত্রের মতো উইন্ডো আসলে "add file" এ ক্লিক করে আপনার টেক্সট ফাইল টি ব্রাউজ করুন(আমরা তখন যেটা বানালাম)।

এবার Audio Format থেকে .wav এবং bit/sample rate থেকে 1411.200kbps সিলেক্ট করুন,হয়ে গেলে কনভার্ট করুন।ওহ,তার আগে আপনার নতুন ফাইল টি কই রাখতে চান সেই জায়গা ব্রাউজ করুন ব্রাউজ বাটন এ ক্লিক করে।

কাজ প্রায় শেষ!এখন এই ফাইল টি c:\windows\media এইখানে গিয়ে পেস্ট করুন,তার আগে আপনি যেই জিনিসটার টোন চেঞ্জ করতে চান,সেটার নামে এই ফাইলটার নাম রাখুন।অর্থাৎ,কি বলতে চাচ্ছি নিচের চিত্র দেখলেই বুঝতে পারবেন।

আহ,কাজ শেষ!
এবার যখন আপনি ইউএসবি লাগাবেন তখন কম্পু বলবে"ovi[এখানে আপনার নাম] boss usb is connected" হিহিহি-হি!
এভাবে আপনি অন্য জিনিস যেমন,ইউএসবি রিমুভ,কম্পু বন্ধ বা চালু,ফোল্ডার ওপেন ইত্যাদির সাউন্ড চেঞ্জ করতে পারবেন!হুররররররে!

Download link: MEDIAFIRE

পড়ার জন্য ধন্যবাদ,এবার আপনি যদি মন্তব্য করেন,তাহলে আমি আরও কৃতজ্ঞ হব।

আমার সাইট থেকে একবার ঢূঁ মেরে আসুন।নিমন্ত্রন রইল।

ফেসবুক এ আমি :=:=: http://www.facebook.com/adas.ovi

_________________________________________________________

কোনো কিছু না বুঝলে কমেন্ট করুন।

বিঃদ্রঃ :- আমি এক্সপি তে ট্রাই করেছি,সেভেনেও হবে।

ধন্যবাদ।

Level 0

আমি a das ovi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো 😀

Level 0

😀

nice

Level 0

win 7 er file ta ki vabe replace korbo….? hochhe na j bhaiya…………

    Level 0

    @bapiroy: vaiya,apni prothome jei jinis ta replace krben,sei tar nam copy kore apnar toiri .wav file ta rename e click kore paste krben.
    erpor,media theke original file delete/cut kore apnar file copy/paste korun.
    (na hole bolben)

      Level 0

      purono file ta delete hoi na…..are replace o hote chai na……dutoi axhe ekhon but kaj kore na…

Level 0

Valo Laglo………..Mr.Das

ওয়াও অসাধারন পোস্ট!!!
খুবি ভালো লেগেছে ভাইয়া!!!

আপনার মত একটা ওয়েব সাইট বানাতে আমাকে কি করতে হবে? [email protected]

Level 0

darun hoiche bhaijaan….

আজ থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপ আপনাকে বলবে বস । ( যারা ব্যবহার করেন নি তারা ব্যবহার করতে পারেন )

http://sbasujon.wapka.mobi/site_123.html
And Any Tips

Level 0

Das bro dhonnobadh.

Thank You bhai sundor por er jonno…..Apnar watermark software ta share korle khusi hotam….Please!

Oops….Por na Post….:D