কাজের কাজি পার্টিশন মাস্টার [সফটওয়্যার]

কম্পিউটারে হার্ডডিস্ক পার্টিশন নিয়ে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। সাধারণত উইন্ডোজ একবার সেটআপ করার পর হার্ডডিস্ক পার্টিশন করতে গিয়ে অনেকের তথ্য আবার ফরমেট হয়ে যায়। এতে করে অনেকেই বারবার পার্টিশন দিতে থাকেন। বিরক্তিকর এ ধরনের সমস্যা এড়াতে পরখ করে দেখতে পারেন 'পার্টিশন মাস্টার' নামের সফটওয়্যারটি। কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল থাকলে নতুন করে পার্টিশন তৈরি করা ছাড়াও অন্য কোনো সমস্যা দেখা দিলে এর মাধ্যমে সেটিও যাচাই এবং সমাধান করা যাবে। প্রয়োজনের মুহূর্তে যে কোনো পার্টিশন লুকিয়ে রাখা, পার্টিশন কর্তন করা, যে কোনো ড্রাইভ ফরমেট করা, ড্রাইভের বিস্তারিত তথ্য উদ্ঘাটন, ড্রাইভের জায়গা [মেগাবাইট] যোগ-বিয়োগ করা যাবে। চাইলে বিভিন্ন ড্রাইভের কি-ওয়ার্ডও বদলানো যাবে। আকারে বেশ বড় [১১.৫ মেগাবাইট] না হলেও কাজের কাজি পার্টিশন মাস্টার। উন্ডোজ ২০০০, এক্সপি, সেভেন অপারেটিং সিস্টেমে পার্টিশন মাস্টার পরিপূর্ণভাবে কাজ করতে সক্ষম। ডাউনলোড ঠিকানা : http://www.mediafire.com/?d91igr97c689977

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাইয়া আপনি সফটওয়্যারে এর কালেকশন গুল পান কন সাইট এ

Level 0

ধন্যবাদ ভাই

Level 0

amoie partition assistant এই সফটওয়্যার টাই আমার কাছে ভাল লাগে , পিসি রিস্টার্ট দেওয়ার কোন দরকার হয় না। আর উইন্ডোজ এর কোন ক্ষতি হয় না । কিন্তু easeus দিয়ে পার্টিশন দিয়ে আমার দুই বার উইন্ডোজ এর সমস্যা হইছে।

Level 0

many many thanks brother. it is a beautyful software.