হট টিপসঃ মজিলা ফায়ার ফক্স কে করে তুলুন আর স্পিডি! এবং X-BOX এর GAMES গুলো কম্পিউটারে COPY CDRWIN দিয়ে

আসসালামুয়ালাইকুম সকল টেকি ভাই বোনেরা, আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আশা করি ভাল আছেন। আমি অনেক লম্বা বিরতি দিয়া এক এক টা টিউন করি। সব সময় চাই আপনারা নতুন কিছু উপহার দিতে। সকলেই যদি টিউন টি পড়ার পরে এ সম্পরকে কমেন্ট করেন,তাহলে টিউনআরদের টিউন করার আগ্রহ বাড়ে।তাই আপনাদের কমেন্ট এর জন্য অধীর আগ্রহে বসে আছি।

আজকে আপনাদের সাথে কিছূ টিপস শেয়ার করবো, আশা করি ভাল লাগবে।

১ নং টিপসঃ মজিলা ফায়ার ফক্স কে করে তুলুন আর স্পিডি !

আমরা সবাই মজিলাই বেশি ব্যবহার করি,কারন আতা খুব ফাস্ট ওয়েবসাইট ডাউনলোড করে।যদি এর স্পিড আর বাড়ান যাএ তবে কেমন হতো?

পদ্ধতিঃ

  • ১. URL BAR এ about:config লিখে enter দিন।একটা নতুন পেজ আসবে যা হল মজিলার “configuration menu”।
  • ২. এবার নিচে দেয়া settings গুলর পাশে যে নাম্বার/true-false দেয়া আছে settings সে ভাবে ঠিক করুন।

browser.tabs.showSingleWindowModePrefs – true
network.http.max-connections – 48
network.http.max-connections-per-server – 16
network.http.max-persistent-connections-per-proxy – 8
network.http.max-persistent-connections-per-server – 4
network.http.pipelining – true
network.http.pipelining.maxrequests – 100
network.http.proxy.pipelining – true
network.http.request.timeout – 300

  • ৩. এখন স্ক্রীন এ রাইট ক্লিক করুন আর এড করুন NEW -> Integer যার নাম “nglayout.initialpaint.delay” এর ভালু ০ সেট করুন।আর,উপভোগ করুন দ্রুত গতির ব্রাউসিং।

২ নং টিপসঃ X-BOX এর GAMES গুলো কম্পিউটারে COPY CDRWIN দিয়ে

পদ্ধতিঃ

  • ১. সিডিটি ড্রাইভ এ ঢুকান।(original)
  • ২. CDR WIN এ ঢোকার পর ক্লিক করুন 'Extract Disc/Tracks/Sectors'
  • ৩. settings change করুন,এই গুল আমার জন্য কাজ করেছে।

Disc Image/Cue sheet
File-Format: Automatic
Reading-Options:
RAW, CD+G, CD-TEXT and MCN/USRC all Unchecked
Error Recovery: Ignore
Jitter Correction: Auto
Subcode Analyses: Fixed
Data-Speed: MAX
Read Retry Count: 10
Audio Speed: MAX
Subcode Threshold: 900

  • ৪। start এ ক্লিক করুন।

আর আপনাদের জন্য এক টা ই বুক ওয়ার্ড প্রেস এর উপরে,ঈদের গিফট

আজ এই পর্যন্ত রইল। ভালো থাকবেন।ঈদ মুবারাক। আমার জন্য দোয়া করবেন।ভাল থাকবেন সবাই।
আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।

আল্লাহ হাফেয।

Level New

আমি MASHUK RAHMAN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি বলব আর...।। আমি কিছহুই জানি না,শিক্তেসি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গত তিন মাস আমি মোজিল্লা ব্যবহার করি না I আমি সুধু গুগল chrome ব্যবহার করি আমার গুগল chrome রকেট এর মত কাজ করে I

    Level New

    @মোহাম্মদ মনিরুজ্জামান আবির: অনেকেই বলে এটা, কিন্তু মজিলা ত সবাই লাইক করে

    Level 2

    @মোহাম্মদ মনিরুজ্জামান আবির: ভাই আমার মনে হয় Oper..r..r..r..A ই সেরা,আরও একটু বিস্তারিত বলি ।আপনার কম্পিউটার এর Taskbar এ অপেরা এবং মজিলা সেট করে Computer restart দিন এর পর নেট Connect করে প্রথমে মজিলা ও পরে অপেরা ব্রাউজারে ক্লিক করুন এবং ব্রাউজ করুন দেখুন কোনটির Speed কেমন। তবে মজিলার মত অপেরা Speedi করতে কোন পন্থা অবলম্বন না করেই মজিলার থেকে অপেরায় Speed বেশি পাবেন ।

Level 2

সব থেকে Oper…a…a…a ভালো Speed পাওয়া জায়। মঝজলার থেকে / আসলে মজিলাকে আদর করে মঝলা বলি মা…….ইন্ড করবেননা ……

Level 0

আমার কাছেও অপেরা বা ক্রোম বেশি স্পিডি মনে হয়, কিন্তু মজিলা ব্যাবহার করি জাস্ট কিছু অ্যাড-অন্স এর কারনে।

আমার কাছে অপেরা স্পীড বেশি মনে হয়