Secure Computing Through Free Tools – Part – 1 (Secure Browsing)

“Secure Computing Through Free Tools” শিরোনামের আমার এই লেখাটি আমি কয়েকটি পর্বে ভাগ করে লিখবো, তুলে ধরব এমন কিছু জিনিস যা Computer এর নিরাপত্তার জন্য খারাপ (Virus, Trojan, Phishing, Keylogging এইসব) এবং কিভাবে Free Security Software দিয়ে এদের হাত থেকে Computer রক্ষা করা যায় তা নিয়ে। এই পর্বে আমি বলবো Phishing ও Secure Browsing নিয়ে, পরের পর্বগুলিতে আমি লিখবো Virus, Trojan, Keylogging, Keygen, Crack, Activator এসব নিয়ে ।

এই লেখাটি আসলে “Ultra-nerd” বা বাংলায় যাদের বলে “জ্ঞানপাপী” তাদের জন্য নয়… 😉 যারা নতুন Computer User, যাদের Computing এ খুবই অল্প বা মোটামুটি জ্ঞান তাদের জন্যই লেখা এই লেখা… for Newbie to Intermediate Level Users… কাজেই “জ্ঞানপাপী”রা নিশ্চই আমাকে মাফ করবেন...

Phishing কি? এটা হলো সবচেয়ে ভয়াবহ Cybercrime(যে সমস্ত অপরাধ Internet এর ভিতর হয়), নকল Website কে আসল বলে চালিয়ে দিয়ে বা আসল Website এর কিছু জিনিস Change করে… অথবা খুবই নিম্নমানের নিজস্ব Software বা Software Patch (অথবা Keygen, Crack, Activator এসব).. যা একদমই কাজ করে না এবং Virus বা Trojan বা Keylogger এ পূর্ণ তাকে ভালো বলে চালিয়ে দিয়ে একজন Internet ব্যবহারকারীকে প্রতারনা করা।

এইরকম হতে পারে যে আপনি দেখছেন যে আপনি Mail Check করতে Gmail বা Yahoo Mail এ ঢুকেছেন যেই Webpage দিয়ে সেটি একদম ভূয়া… আপনি Mail Check আর করতে পারলেন না… Error Message দেখালো… আপনার Internet line যে দিয়েছে তাকে গালি দিলেন। তার কোন দোষ নাই, আপনি ভালোভাবে দেখেছেন যে একদম আসল বা আসল থেকেও সুন্দর(Holy Cow!?!) Yahoo Mail বা Gmail Logo ওই Webpage এ আছে.. কিন্তূ কি হয়েছে?? ওই Webpageটি দিয়েই খুবই চতুর কোন শয়তান আপনার Username আর Password নিয়ে নিয়েছে কোন না কোন বদমতলবে!!!! যদিও Recent Browserগুলি ( Internet Explorer 8.0, Firefox 3.5, Chrome 4 ও Opera 10) এইরকম ঘটনা থামাতে খুবই অল্প কিছু কাজ করেছে, তবুও তা যথেষ্ট না। দামি Internet Security Suiteগুলিতেও (যেমন Norton 360) Anti-Phishing Features আছে, এবং তা অনেক ভালো… কিন্তূ আমরা সাধারন বাংলাদেশীরা তো সবসময় Free বা যতদুর সম্ভব কমদামি জিনিস চাই (Car, Mobile আর গরু ছাড়া.. 😉 )… তাই ওইগুলি নিয়ে বলবো না এখানে। দুটি খুবই ভালো Free Anti-Phishing Tool বা Website Filtering Software আছে যা সারা দুনিয়ায় বিখ্যাত – Mcafee SiteAdvisor Free আর WOT বা Web Of Trust, এই দুটোর সাথে আপনাদের এখন পরিচয় করিয়ে দেব।

Web Of Trust (WOT)

এটি একটি পুরোপুরি Community Based Free Anti-Phishing Tool বা Website Filtering Software যা শুরু হয়েছিল Mozilla Firefox এর Plugin হিসাবে কিন্তূ এখন এটি Internet Explorer এর জন্য পুরোপুরি আর Beta হিসাবে Google Chrome এর জন্য পাওয়া যায়। এর লক্ষাধিক ব্যবহারকারী এর মাধ্যমে Internet এ ছড়িয়ে থাকা অজস্র Website নিয়ে নিজের মতামত খুবই নিয়মিত প্রকাশ করে থাকেন। এটি Computer এ Installed থাকলে আপনি যখনই কোন Search Engine দিয়ে কোন কিছু খুজবেন বা Browser দিয়ে কোন Website ব্যবহার করবেন তখন এটি Website এর নিরাপত্তা বিষয়ে কিছু হালনাগাদ তথ্য দিবে। নিচের ছবিগুলি দেখুন –

Wot symbolswot popup

techtunes.io - WOT Reputation Scorecard

serials.ws - WOT Reputation Scorecard

এটি Websiteগুলিকে তারা কতটুকু নিরাপদ বা বিপদজনক হতে পারে তা নিয়ে ৫টি ভাগে ভাগ করে, Colour Zone হিসাবে যা উপরের ছবির মতো Browser এ দেখায় – ঘন সবুজ : খুবই ভালো নিরাপদ, হাল্কা সবুজ : ভালো নিরাপদ, কমলা : নিরাপদ ততটা না, হাল্কা লাল : নিরাপত্তা নিম্নমানের, ঘন লাল : নিরাপত্তা একদমই নেই, আর যে Websiteগুলি নিয়ে এর ব্যবহারকারীদের কোনই তথ্য নাই তাকে ছাই রঙ দিয়ে প্রকাশ করে। Red Zone এ ঢুকতে এটি বাধাও দিয়ে থাকে এছাড়াও Web Of Trust এর Website এ WOT Reputation Scorecard বলে যে Webpage আছে তা আরো বাড়তি কিছু তথ্য দেয়। Browser এর ভিতর Search Engine ব্যবহার করার সময় কোন Link এর উপর Mouse Pointer নিলে এর Search Popupটি এখানে দেয়া ছবির মত দেখা যায়।

Website: http://www.mywot.com

Mcafee SiteAdvisor Free –

এটি Mcafee, যারা সারা দুনিয়াতে সবচেয়ে জনপ্রিয় Computing Security Software Developerদের মধ্যে একটি, তাদের বানানো। Mcafee SiteAdvisor এর ২টি Version আছে একটি Free Version আরেকটি Plus Version যা টাকা দিয়ে কিনতে হয়। Free Versionটি WOT এর মতো Website এ ঢুকতে বাধা দেয়না কিন্তূ Plus Version তা করে আর E-mail ও Instant Messanger এও Plus Version নিরাপত্তা দেয়। Mcafee SiteAdvisor পুরোপুরি Community Based Free Anti-Phishing Tool বা Website Filtering Software না Web Of Trust এর মতো, WOT এর মতো ঘন্টায় ঘন্টায় তথ্য হালনাগাদও করে না করে দিনের শেষে; কিন্তূ এটির তথ্য পরিবেশনা WOT এর তুলনায় ভালো। এর Website এর যে একটি Webpage আছে যা WOT Reputation Scorecard এর মতই তবে তা থেকে আরো ভালো আর এর Search Popupটিও আরো বিস্তারিত WOT এর টা থেকে। নিচের ছবিগুলি দেখুন –

SA Ratingssa popuptechtunes.io - McAfee SiteAdvisorserials.ws - McAfee SiteAdvisor

এটি WOT এর মতোই Websiteগুলিকে তারা কতটুকু নিরাপদ বা বিপদজনক হতে পারে তা নিয়ে ৫টি ভাগে ভাগ করেছে যা Browser এ দেখায় – Mcafee Secure : খুবই ভালো নিরাপদ Mcafee এর Security Software দিয়ে, Safe : বড় কোন নিরাপত্তা ঝুকি নেই, Caution : কিছুটা নিরাপত্তা ঝুকি আছে, Warning : বড়সড় নিরাপত্তা ঝুকি আছে, Unknown : Websiteটির উপর তথ্য নেই, সাবধান থাকা দরকার। বাড়তি আর একটি জিনিস আছে যা তা Yahoo ভিত্তিক একটি Search Engine যার নাম Secure Search, এটিকে SiteAdvisor তার Installation এর সময় Browser এর Default Search Engine করার অনুরোধ করে।

Website: http://www.siteadvisor.com

আশাকরি আমার এই লেখাটি খুব অল্প হলেও আপনাদের Computerগুলিকে বেশ কিছুটা নিরাপত্তা দিতে কাজে লাগবে। Antivirus review না করে প্রথমেই আমি এই দুটি নিয়ে লিখেছি এই কারনে যে এরা আপনার জন্য সীমান্তরক্ষীর মত প্রাথমিক নিরাপত্তার কাজ করবে, আর Antivirus কাজ করবে নিয়মিত সেনাবাহিনীর মত, আর অন্যরা হলো পুলিশ, RAB, Military Police এদের মতো যাদের নিয়ে সব শেষে লিখবো। আমি আমার Experience থেকে বলছি গড়ে ১৫ থেকে ২০টি CD/DVD এর মধ্যে ১টিতে Virus আসে, গড়ে ৭ থেকে ৮টা Pendrive/Memory Card থেকে ১টিতে Virus আসে, কিন্তূ নিয়মিত Internet Connection এ তথাকথিত “Free”(Read: Cracked) Software বা Movie চাইলে গড়ে ৪ থেকে ৫টাতেই Virus আসে আর আপনি যদি খুবই জনপ্রিয় Web Address লিখতে ভুল করেন (যেমন mail.yahoo.com এর বদলে mall.yahoo..com এইরকম) তাহলেও গড়ে ৪ থেকে ৫টা ভুলেই Virus আসে। কাজেই Secure Computing এর জন্য সবচেয়ে বেশী জোর দিন Secure Browsing এর উপর। আশাকরি আমার এই লেখাটি আমার আগেরগুলি থেকেও ভালো হয়েছে এবং যারা এই লেখাটি পড়েছেন তারা সবাই আপনাদের পরিচিত নতুন Computer Userদের আমার লেখাগুলি পড়তে বলবেন, বিশেষভাবে এই ধারাবাহিক টি…

I wish a very good luck to all of you… 🙂

Level 0

আমি ToufiqKM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I just completed my Ms in MIS from Daffodil International University. উড়াল দেয়ার ধান্দাসহ ভাল কিছু করার ইছা আছে... a camera shy person.. n have only a limited number of friends coz. I have little or no enemy.. ;) I love technology and I love good tunes.. mostly English songs,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস