এখন থেকে Video গান হবে Wallpaper

আসসালামুয়ালাইকুম............সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের টিউন।

কমপিউটার কেনার পর থেকেই Wallpaper হিসাবে Photo রেখে আসছি। যদি এমনটা হয়, Computer এর wallpaper হবে আপনার পছন্দের Video File, অথবা আপনার পছন্দের ভিডিও গান। তবে কিন্তু মন্দ হয় না। ভয় পাচ্ছেন যে কত ঝামেলাই না করতে হবে? চিন্তার কোন কারন নেই। মাত্র কয়েক ক্লিকেই আই কাজ তা করতে পারবেন। (শুধুমাত্র Windows 7 এবং Vista এর জন্য)। তাহলে দেখুন কত সহজঃ-

প্রথমেই এই পিচ্চি সফটওয়ার টা Download করে নিন

Direct Download link (650 kb)

soft টা ওপেন করুন। নিচের মত আসবে । তারপর Off লেখাটার উপর একটা ক্লিক করুন। ৫ সেকেন্ড অপেক্ষা করুন।

সব ঠিকঠাক মত করলে নিচের মত আসবে।

ইয়া হু হু হু হু হু হু হু ..............................।।আপনি কাজটা করে ফেলেছেন...।। Congratulation....................এখন কম্পিউটার একটা রিস্টার্ট দান...।

এখন আপনি যে ভিডিও ফাইল টা Wallpaper হিসাবে রাখতে চান সেই ভিডিও ফাইলটার ওপর রাইট বাটনে ক্লিক করলে নিচের মত দেখতা পাবেন......ভিডিও ফাইলটা অবশ্যই  wmv অথবা mpg ফরম্যাটে হতে হবে। ভিডিও ফাইল টি এই ফরম্যাটে না থাকলে  WMV/MPG ফরম্যাটে Convert করে নিন.

। 

Set As DreamScene এর উপর ক্লিক করলেই কেল্লা ফতে............।ভিডিও ফাইল টা আপনার ওয়ালপেপার হয়ে গেছে......। ওহ হা...ভিডিও টা Wallpaper থাকাকালীন সময়ে এটা Push/Play করতে পারবেন।এছারাও ভিডিও ফাইলটার যদি সাউন্ড থাকে তবে সেটা আপনি ইচ্ছা করলে বাজাতেও পারবেন ইচ্ছা করলে বন্ধও করতে পারবেন।। এ জন্য Task Bar থেকে Speaker এর ওপর ক্লিক করুন। তারপর Mixer এর অপর ক্লিক করুন এবং DreamScene এর সাউন্ড টা ইচ্ছে মত কমাতে,বাড়াতে বা বন্ধও করতে পারবেন......।

আজ এ পর্যন্তই.....................আগামিতে কথা হবে ইনশাল্লাহ। আমার জন্য দয়া করবেন।

আমি Facebook Id বিক্রি করতে চাই। ফ্রেন্ড সংখ্যা ৫০০০ । আরও ৮০০ এর মত পেন্ডিং আছে, Accept করি নাই। আপনারা যদি কেউ কিনতে আগ্রহী হন তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন...

আমাকে পাবেন এখানে (Facebook)

যাবার বেলায় সেই গানটা মনে পরে গেল.........

"ভালো আছি ভালো থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালা খানি

বাউল এ মনটারে

আমার ভিতরও বাহিরে অন্তরে অন্তরে

আছোও তুমি হৃদয় জুড়ে....................."

ভালোও থাকা হয় যেন....................................।।

Level 0

আমি হাসনাত আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সম্পর্কে বলার কিছু নাই। আমি সাদামাটা মানুষ, ডাল ভাত খাই আর সোজা পথে চলি...।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Kemon laglo kisui to janalen na…………………….

Level New

খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ………।।

ভাই আপনার ফেসবুক এ তো ২১০ ফ্রেন্ড। ৫০০0 কই? vison21.blogspot.com

আপনিকি নিজে টেরাই করে দেখেছেন?

কাজ তো হই না

    @দুষ্ট _ছেলে: আইদা কি বলেন? কাজ হইব না ক্যান? আমি ২ বছর হল ব্যবহার করি। কম্পিউটার রিস্টার্ট দিয়া তারপর ভিডিও টা সেট করেন। অবশ্যই উইন্ডোজ ৭ / ভিস্তা।

Aita to amar personal id…..Aita na…..
aita bechmu………
https://www.facebook.com/monisaaktar

Valo jinis.
Thanks.

===================+=================
————————-welcome———————–
===================+=================

ভাল তবে ডেক্সটপের আইকনের লেখার ট্রান্সাপারেন্স কমে যায় আইকনের লেখা স্পষ্ট দেখা যায় না।

আইকন দেখেই ত চেনা যায় কোনটা কোন সফটওয়্যার…।।তাহলে আইকনের লেখা একটু অস্পষ্ট হলে সমস্যা কি?
ধন্যবাদ…………

ভাই পিসি এর বাস স্পীড কি কমে যাবে এটা করলে?

””আমি Facebook Id বিক্রি করতে চাই। ফ্রেন্ড সংখ্যা ৫০০০ । আরও ৮০০ এর মত পেন্ডিং আছে ”’ ভাই আপনার আইডি তো মেয়েদের আইডি (Monisa Aktar) আপনি ছেলে নাকি মেয়ে ??? টিউনের জন্য ধন্যবাদ

Vai, real id keu bikri kore na.eta akta shadharon gan er kotha, eta apni na bujhle amar kichu korer nai. it’s ur problem……..r amar id ta tune er moddhe dea asa.eibar jinish ta bojha gesa…..

Thanks

ডাউনলোড দিয়া দেখিতো কেমন লাগে……………………

আপনার কথামত সবই ঠিক আছে তাবুও কাজ করছে না। এবং “Set As DreamScene” লেখা তো পাইনা। কি করতে পারি?

ভাই vlc মিডিয়া প্লেয়ার দিয়ে ও ডেক্সটপ বেকগ্রাউনড আ ভিডিও ছালান যায়

Level 0

কোন কিছু ডাউনলোড করার আগে আমি টিউনারের মন্তব্যগুলো ভালোবাবে পড়ি কারন অনেক টিউনার সখের বসে আগে ডাউনলোড করে তার পর মন্তব্য করে, ভালো না খারাপ। আমি ও সেই সুযোগটি নেই। 80% ভালো হলে সেটা মনে করি কাজ হবে, নইলে আল্লাহ হাফেজ। কোন মন্তব্য না থাকলে, তা আমিও দেখিনা। আসলে আমাদের মত অনভিজ্ঞ যারা তাদের উচিত বিজ্ঞজনের মতামত দেখে কাজ করা। এটা বিরক্তিকর জিনিস উইনডোজ এক্সপিতে মিডিয়া প্লেয়ার মিনিমাইজ করলে টাক্সবারের নেটিফিকেশন এরিয়াতে ছোট পর্দায় চালানো যেত উইনডোজ সেভেনে এই অপশনটি থাকলে বলবেন।এটা অনেক সুবিধা হয় যখন কোন প্রগ্রামে অপারেট করি। ধন্যবাদ