
প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাব গুগলের পেইজকে কি ভাবে ভেঙ্গে চুরমার করে গুগল পেইজ এর লিংকগুলো দিয়ে ঢিল মারবেন, প্রথমে নিচের লিংকটি এড্রেসবার এ টাইপ করুন অথবা পেষ্ট করুন,
লিংক- http://mrdoob.com/projects/chromeexperiments/google_gravity/
তারপর মাউস পয়েন্টারটি গুগল পেইজ এর ভিতরে আনুন, কি হল, সবগুলো লেখা নিচে খসে পড়ল কেন? হা হা........ এবার যে কোন একটি লেখার উপর মাউস পয়েন্টার ধরে ঢিল মারুন। মনে রাখবেন গুগলের পেইজকে এভাবে ভেঙ্গে গুড়ো গুড়ো করার জন্য গুগল কর্তৃপক্ষ যদি মামলা করে তাহলে কিন্তু আমি দায়ী নই।
লেখাটি প্রথম বাংলাটেক / Banglatech ব্লগে প্রকাশিত।
আমি H.M.DELOUAR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বস যা দেখালেন সতৈই অবাক ।