আপনার Computer কে Control করুন Android মোবাইল দিয়ে।

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।এ পর্বে আপনাদের জন্য রয়েছে, আপনার Computer কে Control করুন Android মোবাইল দিয়ে। আমরা এতদিন পর্যন্ত  Computer কে মাউস বা কী-বোর্ড দিয়ে Control করতাম/করি। কিন্তু আপনারা যদি ইচ্ছে করেন তাহলে একটি এর সাহাজ্য আপনার Computer কে Android মোবাইল দিয়ে Control করতে পারবেন। এই কাজটি করা খুব সহজ। এর জন্য আপনার কাছে একটি Android মোবাইল থাকা আবশ্যক। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিছের দেওয়া Download Link থেকে Software টি Download করুন।

Download Now

(আপনার Computer কে Control করুন Android মোবাইল দিয়ে। )

Download করার পর Software টি আন-জিপ করুন।

আন-জিপ করার পর আপনি ২ টা ফাইল বা Software পাবেন।

তার মধ্য থেকে একটি হলো আপনার Android মোবাইলের জন্য।

আরেকটি হলো আপনার Computer এর জন্য।

আপনার Android মোবাইলের জন্য যেই Software তা আপনার Android মোবাইলে Install করুন।

এর পর আপনার Computer এর জন্য যেই Software তা আপনার Computer এ Install করুন।

তবে আরেকটি কথা আপনার  Computer কিন্তু Bluetooth অবশ্যই থাকতে হবে।

Bluetooth ছাড়া এই Software আপনার Computer এ কোনো কাজে আসবেনা।

এর পর সর্বপ্রথম আপনার Computer এ Software টি ওপেন করুন।

ওপেন করলে নিচের মতো দেখাবে।

তারপরে এটা যেভাবে আছে সেভাবে থাক।

আপনি আপনার মোবাইলে Software টি ওপেন করুন।

ওপেন করলে নিচের মতো দেখাবে।

 মোবাইলে Software টি ওপেন হওয়ার সময় allow চাইলে allow দিবেন।

এর পর আপনার মোবাইলে দেখবেন WMouseXP Mobile ID: এর নিচে BE:58:46:65:72:2B এই রকম একটি কোড দেখতে পাবেন।

তা আপনার Computer এ ওপেন হওয়া Software এর মধ্যে একটি খালি বক্স দেখতে পাবেন, তাতে লিখুন।

এবং তারপরে Connect বাটনে ক্লিক করুন।

এর পরে আপনার মোবাইলে মাউস দেখতে পাবেন।

এখন আপনি আপনার মোবাইল দিয়ে আপনার Computer Control করতে পারবেন।

(আপনার Computer কে Control করুন Android মোবাইল দিয়ে। )

আশা করি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

Level New

আমি osena। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস