MS Excel এর ছোট একটি ফর্মুলা। (যারা নতুন Excel শিখছেন, তাদের জন্য)

Excel এ কাজ করার সময় প্রায়ই Divided অর্থাৎ ভাগ করার প্রয়োজন হয়।  আমরা সাধারনত "/" এটা দিয়ে ভাগ করি।  নিচের ছবিটি দেখুন।

মনে করি আমরা A4 সেল থেকে C4 সেল ভাগ করবো।  ভাগফল বসবে D4 সেল এ।  A4 এবং C4 এ সংখ্যা থাকলে ভাগফল দেখায়।  কিন্তু ঐ দুই সেল এ কিছু না থাকলে অর্থাৎ ফাকা থাকলে ভাগফলের সেল এ ভুল ফর্মুলা দেখায়।  নিচের ছবি দুইটি দেখুন।

 

 

এক্ষেত্রে ফর্মুলা অন্যভাবে বসাতে হবে।   =IF(ISERROR(A4/C4),"0",A4/C4)    নিচের ছবি দুইটি দেখুন।

 

 

আশা করি সবাই বুঝতে পেরেছেন।  সবাইকে ধন্যাবাদ........................

 

 

 

 

 

Level 0

আমি তৌহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks.

আরও চাই। গুড ফর্মুলা
>

Level 2

ভাল লাগলো। ধন্যবাদ।

Level 0

awaj sune boe paiseeeeeeeeeee

Level 0

In 2007 or later version, IFERROR funtion was introduced for the same outcome but in a easier way. Thanks for the nice post.

অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর ফর্মূলা।

অনেক ধন্যবাদ,

ধন্যবাদ

ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ।

সবাইকে ধন্যবাদ