
সবাইকে অনেক অনেক সালাম জানিয়ে শুরু করছি আজকের মাইক্রো টিপস্, মনে করেন আপনি নতুন একটি সিম কিনার ১/২ দিন পর রিচার্য করার জন্য দোকানে গিয়ে মনে হল সিমের নাম্বার জানা নেই, তখন কি করবেন? আপনাদের সমস্যা দুর করার জন্য আমার এই মাইক্রো টিপস্, নিচে ৪ টি কোম্পানির নাম্বার দেয়া হল, আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সেই কোম্পানির জন্য নির্দধারিত নাম্বারটি টাইপ করে সেন্ড বাটন (যে বাটন চেপে কল করা হয়) চাপুন এবং দেখুন আপনার নাম্বারটি কত সুন্দর ভাবে দেখানো হচ্ছে।
gp user-*111*8*2#
banglalink user-*666#
airtel user-*121*6*3#
robi user-*140*2*4#
এই লেখাটি প্রথম বাংলাটেক ব্লগে প্রকাশিত
আমি H.M.DELOUAR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ঝুড়িতে টেলিটকের টা নাই?