ভিসতায় অতি সহজেই পার্টিশন করুন

আমি উইন্ডোজ ভিসতা ইউজ করি, হঠাৎ করে আমার  হার্ডডিস্কের নতুন আরেকটি ড্রাইব বানাবার প্রয়োজন হল আমার সব পছন্দের গানগুলি রাখার জন্য। তো দিলাম সার্চ টেকটিউনে দেখি সবই এক্সপির পার্টিশন করার টিউন এখন আর কি করা আগে যেই সফটওয়্যার দিয়ে এক্সপির পার্টিশন করতাম সেটা সেটআপ দিলাম কিন্তু কোন কাজ হল না, পরে নেটে একটু ঘাটতেই পেয়ে গেলাম কিভাবে ভিসতায় পার্টিশন করতে হয় হয়ত এটা আপনারা অনেকেই জানেন আবার হয়ত অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন তো আসুন শুরু করি
প্রথমে মাই কম্পিউটার আইকনের উপর মাউস এনে ডানপাশে ক্লিক করুন এবার মেনু হতে manage এ যান
এখন computer management নামে একটি উইন্ডো আসবে, এবার disk management এই লেখাটি খুজে বের করুন এবং এর উপর ক্লিক করুন এখন ডানপাশে আপনার ড্রাইবগুলো দেখতে পাবেন, যে ড্রাইবে আপনার জায়গা খালি আছে তার উপর মাউস এনে ডানপাশে ক্লিক করে shrink volume সিলেক্ট করুন এবার shrink উইন্ডো আসার পর আপনার আপনার পছন্দমত এ্যামাউন্ট দিয়ে shrink বাটনে প্রেস করুন।
বি: দ্র: কারও যদি এই টিউন ভাল না লাগে দয়া করে বেড কমেন্ট করবেন না

2009-12-02 00 41 42

Level 0

আমি আল-আমীনূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাউর ভাল লেগেছে কিনা তা আমি বলতে পারি না……………কিন্তু আমার খারাপ লাগে নি যদিও আগে থেকে জানতাম………

Level 0

আমীনুর ভাই, আমার ল্যাপটপ এ একটাই ড্রাইভ (c Drive) এই ড্রাইভে আমার উইন্ডোজ + আমার সব ডাটা এবং ফাইল আছে। আমি কি এটাতে ফাইল রেখে পার্টিশন করতে পারব। জানাবেন প্লিজ।
ধন্যবাদ

    Level 0

    মেহেদি ভাই আপনাকে ধন্যবাদ।
    না ভাই আপনি আপনার এই ইচ্ছে টা পূরণ করতে পারবেন না বলে দুঃখিত।
    emdadblog.blogspot.com
    Tech-For Everyone

    আপনার c ড্রাইবে যদি জায়গা খালি থাকে তাহলে আপনি shrink করতে পারবেন. নতুন ড্রাইব করবার সময় উইন্ডোজ আপনাকে ততটুকু জায়গা দিবে যাতে প্রয়োজনীয় ডেটা ও উইন্ডোজের কোন ক্ষতি না হয়. আমার ভিসতায় আমি এটা অনুষরন করেছি