
আমরা অনেক সময় Outlokk Email এর PST ফাইলকে লক করে রাখি। কিন্তু Outlook Email (PST ) এর password ভুলে গেছেন কোন সমস্যা নাই। 40.19 KB ছোট একটি সফটওয়ার এর মাধ্যমে Outlook (PST) এর Password Recover করে নেন। সচেয়ে মজার বিষয় হল সফটওয়ারটি ইন্সটল করা লাগে না।

এটি ৩২ বিট ৬৪ বিট সবধরনের OS এ সাপোর্ট করে। সফটওয়্যারটি সেভ করে রাখন কাজে লাগতে পারে। PST Password Recover সফটওয়্যারটি Outlook 97, Outlook 2000, Outlook XP, Outlook 2003, and Outlook 2007 outlook 2010 কার্যকর । এই Utility টি ব্যবহার করার জন্য MS Outlook install করার প্রয়োজন নাই. শুধু orginal PST file টি ওপেন করলেই আপনার Password টি দেখতে পাবেন।
আজ এই পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ্ হাফেজ।
আমি মোঃ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 783 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i have not interested to give my biographical information.
ভাই অনেক ভাল হয়িছে ।