মাউস নষ্ট ? নো টেনসন, এবার আপনার কীবোর্ডকেই বানিয়ে ফেলুন মাউস

আশাকরি সবাই ভালো আছেন। আমি কিছুক্ষন আগেও ভালো ছিলাম না। তবে এখন বেশ ভালোই আছি, কারন কাজ করার সময় মাউসের সমস্যা দেখা দিলে বা নষ্ট হয়ে মেজাজ কতটা খারাপ হয় তার অভিজ্ঞতা আপনাদের না হলেও আমার এর মাঝেই হয়ে গেছে। তাই ভবিষ্যতে আমাকে ও  আপনাদের যেনো এইরকম বিপদে কখনোই পড়তে না হয় তার জন্য গুগলে নেমে গেলাম এবং সমাধানও পেয়ে গেলাম।

আজ আমি আপনাদের কে দেখাবো কীবোর্ড কে কিভাবে মাউস হিসেবে ব্যবহার করবেন। আর এরপর আপনি হয়তো মাউস ব্যবহার করাই ছেড়ে দিবেন, আমার মত :p। যাইহোক, এর জন্য প্রয়োজন শুধুমাত্র ১.৭৪ মেগাবাইটের একটি সফটয়্যার যা আপনি নিচের ডাউনলোড লিখাতে ক্লিক করে ডাউনলোড করে নিবেন। আর এই সফটয়্যার টি কিভাবে কাজ করে তা জানার জন্য আপনাকে প্রথমে ইন্সটল করতে হবে। ইন্সটল হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হয় আর বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রীনশট গুলো দেখে নিন।

DOWNLOAD 

ডেস্কটপ থেকে ডাবল ক্লিক করে সফটয়্যার টি অপেন করুন। নিচের চিত্রের মত আসতে পারে, Stay Ofline সিলেক্ট করুন।

এবার আপনাকে ভাষা নির্বাচন করতে বলবে, নির্বাচন করুন।

সফটয়্যার টি অপেন হলে নিচের চিত্রের মত দেখতে পাবেন। ডিফল্ট সেটিংস হিসেবে আপনি যা পাবেন তা হলো, একবার ‘Caps Lock’ চাপলে কীবোর্ডে মাউস অন হবে এবং পুনরায় চাপলে অফ হবে। তবে এটি আপনি পরিবর্তন করে নিতে পারেন।

নিচের চিত্র হতে আপনার কীবোর্ড শর্টকাট গুলো দেখে নিন।

এই শর্টকাট গুলি ইচ্ছে করলে আপনি আপনার নিজের মত করে পরিবর্তন করে নিতে পারবেন। নিচের চিত্র দেখুন।

আপনি ইচ্ছে করলে মাউস পয়েন্টারের Accelerate Speed Level, Accelerate Break Length, Jump Size ইত্যাদি ছাড়াও আরও অনেক অপশান পরিবর্তন করতে পারবেন। নিচের চিত্রগুলো দেখুন।

বিশেষ দ্রষ্টব্যঃ

১) আপনি সফটয়্যার টি অপেন করে মিনিমাইজ করলে তা সিস্টেম ট্রে তে চলে যাবে, তখন আপনি Caps Lock ব্যবহার করে কীবোর্ডের সাহায্যে মাউস এর কাজ করতে পারবেন, ক্লোজ করে দিলে হবে না।

২) এই সফটয়্যার টি ইন্সটল করতে হলে আপনার পিসিতে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ অথবা উচ্চ অবশ্যই ইন্সটল থাকতে হবে।

৩) সফটয়্যার টি চালু থাকা অবস্থায় আপনার কীবোর্ডের ‘X’ ‘V’ ও ‘C’ কী গুলো কাজ করবেনা। এগুলো ফিক্সড। Caps Lock চেপে ডিজেবল করে নিলে পুনরায় কাজ করবে।

আর একটা বিশেষ অনুরোধ সবার কাছে, আমরা বা আপনারা যারা বাংলায় টিউন করি/করেন বা কমেন্ট করি/করেন, তারা লেখা শেষ হওয়া মাত্রই বাংলা বানান গুলো চেক না করেই পোষ্ট পাবলিশ বা পোষ্টে কমেন্ট করে বসি।আপনি ভুল বানানে কি বুঝাতে চাইলেন তা হয়তো আমরা অধিকাংশই বুঝতে পারি, কিন্তু একটু সময় নিয়ে (যদিও অনেকের পর্যাপ্ত সময় নেই, তবুও যদি একটু চেষ্টা করে দেখেন) যদি বিকৃত বাংলা বানানে পোষ্ট বা কমেন্ট না করি, তাহলে আমাদের বাংলার মান ইজ্জতও থাকলো আর আমাদের পড়তে বা বুঝতেও কোন সমস্যা রইলো না। ধন্যবাদ সবাইকে।

ফেবুতে আমি

Level 0

আমি Matraheen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালো লাগল 🙂

ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Level 2

কোন সফ্টওয়্যার ছাড়া কীবোর্ড দিয়ে মাউসের ব্যবহার
https://www.techtunes.io/tutorial/tune-id/72694

    Level 0

    @deenu: ধন্যবাদ আপনাকে। তবে আপনার পদ্ধতিতে মাউস কচ্ছপের গতিতে কাজ করে আর রাইট ক্লিক এর ব্যবহার করা যায় না। 🙂

ভাই দারুন একটা টিউন হইছে …। এগিয়ে জান …।

Level 2

চড়ম টিউন, ভাই । খুব ভালো লাগলো । 😀
একটা কথা, এমন কোন সফট আছে, যেটা কী-বোর্ডের একটি কী এর বদলে অন্য কী দিয়ে কাজ করবে । যেমন L কী নষ্ট । L কে Z কী দিয়ে ব্যবহার করবো,Z প্রেস করলে যেন L কাজ করে …

    Level 0

    Na vai, eir0k0m kisu pelam na 🙁

Level 0

কী বোর্ডের কী পরিবর্তন করার জন্য KeyTweak Software নিতে পারেন এটা দ্বারা েয কোন কী কে েয কোন কী তে পরিবর্তন করতে পারবেন লিংক http://www.download3k.com/Install-KeyTweak.html