খুব সহজে নিজের বয়স বের করুন MS Excel দিয়ে !!!

সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি টেকটিউনস এ আমার 2nd  টিউন। আজ আমার টিউনের বিষয় হল MS Excel.

আমরা সবাই কম বেশি Excel এর কাজ জানি।  Excel এর Function এর কাজ জানা থাকে তবে Excel দিয়ে অনেক কঠিন কাজ অনেক সহজেই করা যায়। আমি এক্সেল এর কিছু Function ব্যাবহার করে কি ভাবে বয়স অথবা কোন নিদিষ্ট দিনে বয়স কতো (অনেক  সময়ে চাকরির আবেদনের জন্য দরকার হয়) তা বের করার একটি প্রোজেক্ট করেছি। আপনি মাত্র 21 K.B. xls ফাইলটা এখানথেকে নামিয়ে নিতে পারেন।

ফাইলের ২ নাম্বার ট্যাব এ আলাদা ভাবে কোন সেলে কোন Function ব্যাবহার করা হয়েছে তা দেখানো আছে যাতে এটা কি ভাবে কাজ করে তা সহজে বোঝা যায়।

তবে লক্ষ্য রাখতে হবে যেন আপনার কম্পিউটার এর সময় এবং তারিখ ঠিক থাকে। না হলে সঠিক ফলাফল আসবে না। যারা Microsoft Office 2007 এর নিচের ভার্সন গুলো ব্যবহার করেন তাদেরকে Tools মেনুতে গিয়ে  Add-Ins>Analysis ToolPak টা নামিয়ে নিতে হবে, না হলে এটা সঠিক ভাবে কাজ করবে না।

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং সেই সাথে কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।


Level 0

আমি Animash Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস