এখন কম্পিউটারে চলবে JAVA SOFTWEAR-একবার দেখুন

টিউন বিভাগ জাভা
প্রকাশিত

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। ভালো থাকেন সেটাই আমার কামনা।

আজকে আপনাদরে কে জাভা (.jar) সফটওয়্যার কীভাবে কম্পিউটারে রান করা যায় তা শিখাবো।

আচ্ছা তাহলে শুরু করা যাক।

আমরা আমাদের মোবাইলে ব্যবহার করার জন্য অনেক জাভা সফটওয়্যার ডাউনোলড করি। কিন্তু সফটওয়্যার গুলো যদি মোবাইলে ব্যবহারের আগে কম্পিউটারের মাধ্যেমে চেক করে নিলে অনেক ভালো হয়। বিশেষ করে ভাইরাসের ঝুকি থেকে মুক্তি পাওয়া যায়। তাই নয়কি । হ্যা তাই। তাহলে আপনি যদি জাভা সফটওয়্যার আপনার কম্পিউটারের রান করাতে চান তাহলে নিচের নিয়ম অনুসরণ করুন।

১। প্রথমে আপনি এই লিংক থেকে (http://www.java.com/getjava/)  java Runtime সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

২। তার পর তা সেটাপ দিন।

৩। দ্বিতীয়ত আপনি এই লিংক থেকে (http://sourceforge.net/projects/microemulator/) Micro-Emulator ডাউনলোড করে নিন এবং Extract  করুন।

৪। Extract করার পর Extract ফোল্ডারে microemulator.jar ফাইলে ক্লিক করুন। তাহলে একটি সফটওয়্যার ওপেন হবে এবং আপনার কাজশেষ।

৫। এখন আপনি যে কোন .jar সফটওয়্যার drag এবং drop এর মাধ্যেমে microemulator.jar এ পেষ্ট করুন এবং START বাটনে ক্লিক করুন।

আশা করি আপনাদের ভারো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন।

আল্লাহ হাফেজ

Level 0

আমি মো: জাকির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অত্যন্ত অমূল্যবান ! জীবনে কাউকে কখোনো সাহায্য করতে পারিনি ! আমি একট অপধার্থ ! শুধু এই ব্লগ থেকে অন্য ব্লগে দৈাড়াতে শিখেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.