
আমরা যারা অনলাইন দুনিয়ার বাসিন্ধা তারা হইতবা ভুলেই গেসি নিজের শরীলের প্রতি যত্নের কথা ভুলব নাই বা কেন এত এত কাজের মাঝে সময় আসে নাকি...!শরীল যে অমূল জিনিস তা আমাদের ভাবার সময় কোথাই...!ফেসবুক এ স্ট্যাটাস আপডেট করতে হবে পোস্ট এ কমেন্ট করতে হবে লাইক মারতে হবে আরও কত কি আরে মিয়াঁ আপনারে এত বলার টাইম আসে নাকি ইউটিউব হতে গান ডাওনলোড তো আসেই আর আমরা যারা মুভি প্রেমী তারা তো দিন রাত ২৪ ঘণ্টা সুটসি মুভি ডাওনলোড আর পিসনে আর যারা ফ্রিল্যান্সিং এর কাজ করি তাদের তো কোন কথাই নেই সকাল কি রাত সবসময় পিসি এর সামনে বসে থাকতে হই ..আসলে তাদের জন্যই আমার এ টিউন যদি ১০% ও কাজে আসে টিউনটি করা স্বার্থক হবে। ভয় পাবেন না আপনাদের কে বেশী কিছু করতে হবে না প্রতিদিন কাজের ফাকে যখন শরীর ম্যার ম্যার করতে থাকবে তখন একটু ব্যায়াম করে নিবেন...লেকের পাস দিয়ে হাঁটতে হবে না আপনাকে শুধুমাত্র নীচের পদ্ধতি গুলান একটু মানলেই হবে......তাহলে শুরু করা যাক
পদ্ধতি-০১:আপনার হাত দুটো একদম সোজা করে পি সি র সামনে বাড়ান এভাবে ২ বার ১০-২০ সেক্যান্ড থাকুন নীচের মতো

পদ্ধতি-০২:এবার চেয়ার হতে একটু উঠে দাঁড়ান এভাবে ২-৩ বার ১০-১৫ সেক্যান্ড করতে থাকুন

পদ্ধতি-০৩:দুই হাত ভাজ করে কাঁদের উপর রাখুন এভাবে একবার বাম পাশে আর একবার ডান পাশে ৮-১০ সেক্যান্ড থাকুন

পদ্ধতি-০৪:দু হাত একটু ভাজ করে উপরের দিকে উঠান নীচের মতো এবং ৩-৫ সেক্যান্ড ৩ বার করুন

পদ্ধতি-০৫:দু হাত পিছনে বাম হাতের উপর ডান হাত রেখে মাথা সহ ঘার একবার বাম আর একবার ডান দিকে ১০-১২ সেক্যান্ড রাখুন

পদ্ধতি-০৬:একই ভা বে নীচের ধাপ গুল অনুসরন করুন

কি ব্যায়াম করা শেষ এখন দেখেন তো আপনার হাত পা গুলো আগের চেয়ে অনেক ইজি হয়েসে কি না ।
ক্যামন অনুভব করতেসেন মতামত দিয়ে জানাবেন।ভাল থাকবেন সবসময় ।
ঘুরে আসতে পারেন আমার ব্লগ হতেঃটে ক ন ল জী রি ভি উ 24
আমি মঞ্জুর প্রযুক্তিপ্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
yet nothing special something to tell.
কাজের টিউন 🙂 ধন্যবাদ