যেভাবে Gmail Inbox পরিষ্কার করবেন ………………

আজকের টিপস টা অনেকের কাছে পুরান হতে পারে আবার অনেকের কাছে নতুন হতে পারে ।  😛

আমরা অনেকেরই Gmail ID আছে। এবং অনেকেই Facebook, Twitter সহ আরও অনেক কিছু ব্যাবহার করি ঐ Gmail ID দিয়ে। যারা নিয়মিত ইমেইল চেক করেন তারা বুঝতে পারেন যে দিনে কত গুলো ইমেইল আসে ঐ সব সাইট থেকে। আর যারা নিয়মিত ইমেইল চেক করেন নাহ তারা একদিন ইমেইল এ ঢুকে দেখেন যে শত শত এমন কি হাজার হাজার ইমেইল ইনবক্স এ পড়ে আছে।

এখন আপনার দরকার সব ইমেইল গুলো ডিলিট করার। কিন্ত সব গুলো ডিলিট করার অপশন পাচ্ছেন নাহ। আজ আমি বলব যে কিভাবে আপনার ইমেইল আইডির সব ইমেইল ডিলিট করবেন। । । । । 😀

স্টেপসঃ

১। আপনার জিমেইল আইডি তে লগইন করুন।

২। এখন আপনি সার্চ বক্স এ “in:inbox” লিখে সার্চ দিন। Without “”


৩। Select All নির্বাচন করুন।


৪। এখন “Select all conversations that match this search”  লিঙ্কটিকে ক্লিক করুন।

৫। ঠিক ভাবে করতে পারলে  “ All conversations in this search are selected” বার্তাটি আসবে। 😛

৬। এখন একটা লম্বা শ্বাস নিন। Delete Icon এ ক্লিক করুন। একটি প্রশ্ন আসবে, OK দিন।


ব্যাস! হয়ে গেলো। 😀

এখন যারা কিছু ইমেইল সেভ রাখতে চান, তাদের জন্যঃ

১। ধরুন আপনি মে ০১, ২০০৯ এর আগের মেইল গুলো ডিলিট করবেন। বা আপনার পছন্দের দিন নির্বাচন করুন।

২। সার্চ বক্স এ লিখুন ঃ “in:inbox before:2009/05/01” (without “”). অথবা আপনার তারিখ টি লিখুন। ফরম্যাট টি হলঃ YYYY/MM/DD, (Year/Month/Day)

৩। এরপর আগের নিয়মে Select All দিয়ে  Select all conversations that match this search করে মেইল গুলো ডিলিট করুন।

ধন্যবাদ। 😀

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানানোর জন্য ধন্যবাদ। আরও ট্রিপস আশা করছি।

অনেক কাজের জিনিস জানতে পারলাম । ধন্যবাদ ।

হাঁ, ভাইয়া জটিল হইছে। ধন্যবাদ।

Level 0

জানানোর জন্য ধন্যবাদ। 🙂

ধন্যবাদ

ভালো লাগলো।

Level 0

দিলুম কিলিয়ার কইরা । । । । । এইবার দেখুম কেমন কইরা ৩৫০০/৪৫০০ sms দিয়া gmail ভরতি হয়। । । । তিঙ্কু ভাই ।

ধন্যবাদ,
সুন্দর ইনফরমেশনাল পোষ্ট।