এম.এস. পেইন্টের কিছু গোপন টিপস লাগবে?


ক্যামেরাতে তোলা ছবি

এম এস পেইন্টে আঁকা ছবি

উপরের ছবিদুটি ভালোভাবে লক্ষ্য করুন। দুটি ছবিই ইটালির (Italy) ভেনিস (Venice) শহরের। Riatto Bridge এর উপর থেকে দেখা। কিন্তু উপরেরর ছবিটি তোলা হয়েছে ক্যামেরা (Camera) দিয়ে। আর নিচের ছবিটি সম্পূর্ণরূপে হাতে আঁকা। আর এই অসাধারণ কাজটি করা হয়েছে উইন্ডোজের ১.০ (Windows v 1.0) থেকে সাথে দিয়ে দেয়া ডিফল্ট (Default) এমএস পেইন্ট (MS Paint) প্রোগ্রাম দিয়ে। বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু হ্যাঁ, এই অসম্ভব কাজটি অনায়াসে করা সম্ভব এই অতি সাধারণ সফটওয়ারটি দিয়ে। আমরা সাধারণভাবে কোন ইমেজ এডিট (Image edit) করার জন্য উইন্ডোজের এই সফটওয়ারটিকে কম ব্যবহার করি। একেবারে অন্য কোন সফটওয়ার (Software) না থাকলে বা অন্য সফটওয়ার না জানলে কিংবা ছবি আঁকার হাত ভালো না হলে এম এস পেইন্ট ব্যবহার করি আমরা। কিন্তু একটু পরিশ্রম করলে এবং সময় দিয়ে চেষ্টা করলে যে এই ছোট্ট সফটওয়ারটি দিয়ে অসাধারণ চিত্র আঁকা যেতে পারে, তার প্রমাণ তো নিজের চোখেই দেখছেন। আজ আমরা এম এস পেইন্টের কিছু ট্রিকস (Tricks, Tips) জানবো, যা হয়তে আমাদের কর্মক্ষমতার পরিধিকে কিছুটা হলেও বাড়িয়ে দেবে।

টিপস- ১ - ব্রাশের আকার ছোট-বড় করা

ছবি আঁকতে গিয়ে বিভিন্ন রকমের টুল ব্যবহার করতে হয়। পেনসিল (Pencil), ব্রাশ (Brush), এয়ারব্রাশ (Airbrush), লাইন (Line) ইত্যাদি আকতে গিয়ে সেগুলোর আকার ছোট বড় করার দরকার হয়। এই কাজটি মাউস (Mouse) দিয়ে না করে আমরা কিবোর্ড (Keyboard) দিয়েই সারতে পারি। CTRL + NumPad (+) চাপলে টুলগুলো মোটা হবে, আর CTRL + NumPad (-) চাপলে টুলগুলো সরু হয়ে যাবে।

টিপস ২ - ইমেজের আকার পরিবর্তন করা

উপরের একই শর্টকাট (Shortcut) দিয়ে আমরা যে কোন ইমেজের আকার (Image size) ছোট বড় করতে পারি। CTRL এর সাথে NUMPAD এর + অথবা - চেপে এই কাজটি সহজে করা যায়। মাউস দিয়ে ড্রাগ (Drug) করার প্রয়োজন হবে না। Select টুল দিয়ে ছবির কোন একটি অংশ নির্বাচন করুন। এবার CTRL এর সাথে একইসঙ্গে NUMPAD এর + অথবা - চাপতে থাকুন। দেখুনতো নির্বাচিত অংশটি (Selected area) ছোটবড় হয়ে যাচ্ছে কি না?

টিপস ৩ - ইরেজার দিয়ে রঙ প্রতিস্থাপন করুন

ছবি আঁকতে গিয়ে রঙ পরিবর্তন (Change or Replace) করার দরকার হয়। এই কাজটি আমরা এমএমপেইন্টের ইরেজার (Erager) দিয়েই সারতে পারি। এজন্য প্রথমে মাউসের বাম ক্লিক (Left click) দিয়ে একটি রঙ নির্বাচন করুন, এবার ডান ক্লিক (Right click) দিয়ে ব্যাকগ্রাউন্ড (Background) রঙ তুলে নিন (Pick up)। এবার ইরেজ টুলটি নিয়ে মাউজের ডানক্লিকের বোতামটি চেপে ধরে পেইন্টের ছবিটিতে ঘষতে থাকুন (Wave it)। দেখুনতো পরিবর্তনটা চোখে পরে কি না।

টিপস ৪ - শেষ কাজটি মাউস দিয়ে আনডু করুন

এমএসপেইন্ট (MS Paint) তিন লেভেলর আনডু (3-level of undos) সমর্থন করে। অর্থাৎ আপনি সর্বোচ্চ তিনটি আনডু (Undo) এই সফটওয়ারে করতে পারবেন। কিন্তু মাউস দিয়েও যে আর একবার আনডু করা যায়, তা হয়তো অনেকেরই জানা নেই।

একটি লাইন আঁকতে থাকুন। কিছুদূর আঁকার পর হয়তো ভাবলেন যে সঠিক দিকে লাইনটি যাচ্ছে না। এবার বামক্লিক (Left Click) চেপে ধরা অবস্থায় মাউসের ডানক্লিক (Right Click) বোতামটি একবার ক্লিক করুন। এতক্ষণের আঁকা লাইনটি বাতিল (Undo) হয়ে গেছে। এই কাজের ফলে আপনার সুবিধাটুকু হল যে তিনবারের আনডু সুবিধাটি বাতিল হয়ে যাবে না। এছাড়াও আর আপনাকে CTRL+Z চাপতেও হবে না।

টিপস ৫ - কালার প্যালেট থেকে তিনটি রঙ তুলে নিন

আমরা জানি যে মাউসের বাম বোতাম (Left button) চেপে একটি ও ডান বোতাম (RIght button) চেপে আর একটি রঙ (colour) তুলে নেয়া যায়। কিন্তু কাজ করতে গিয়ে আরও একটি রঙ তুলে নেবার দরকার হতে পারে। সেক্ষেত্রে Pick Color টুল নিয়ে CTRL+Left click চেপে আপনি তৃতীয় আর একটি রঙ তুলে নিতে পারবেন।

http://www.amaderbook.tk

Level 0

আমি The Search। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 445 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এম.এস. পেইন্টের গোপন টিপস প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Level 0

Thanks

Very good.

vai ki korsen ata….. osongkho thankkkkkuuuuuuuuuuuuuuuuuuuuuu

অসাধারণ…।।

ক্লাস টিউন ……… এডিট করে দিলাম …… আশা করি আপনার কাছ থেকে এরকম আরো অনেক টিউন পাবো!

Great Tune