Age Calculator দিয়ে আপনার বর্তমান বয়স বের করুন !!!

মাত্র কয়েক দিন আগে বাবু ভাই, Age Calculator এর উপর একটা টিউন করেছিলেন কিন্তু ঐ সফটওয়্যারটিতে হয়তোবা সমস্যা থাকার কারণে সঠিক ফলাফল প্রদর্শন করেনি। আপনারা ইচ্ছে করলে খুব সহজেই আপনাদের বতর্মান বয়স বের করতে পারবেন Age Calculator দিয়ে । তাছাড়া এ হতে আপনি দেখতে পাবেন –

১) মোট মাস

২) মোট দিন

Fig-01:

Fig-02:

সফটওয়্যারটি নিচের লিংক হতে ডাউনলোড করে Extract করুন:

http://download.cnet.com/Age-Calculator/3000-2056_4-10845988.html?tag=mncol

এছাড়াও অনলাইনেও আপনার বয়স বের করতে পারেন নিচের লিংক হতে:

http://easycalculation.com/date-day/age-calculator.php

(বয়স বের করার আগে আপনার পিসিতে দিন, তারিখ ও সময় চেক করুন)

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনারটিই মনে হয় পরিপূন তবে বাবু ভাইয়েরটা খারাপ না।

শফিকুল ইসলাম খোকন ভাই,
বাবু ভাইয়েরটা খারাপতো ছিলোই না কিন্তু ভুল ফলাফল দিতো ।

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/13155/

————–@ ধন্যবাদ @—————

Level 0

Ruhul Bhai,
Thanks for ur software.
But may be ur are also wrong. I think this year till to date means 18-Nov-09.
Total days 322 and 10 months 18 days but your software showed 321 days and 10 months 17 days.
How it possible.

Bcoz. when you calculate birth day then you must add 1(one) day with total ages.
Why u didn’t consider this option? I think you will correct in your software.

I think I am right.

Level 0

মাত্র কয়েক দিন আগে বাবু ভাই, Age Calculator এর উপর একটা টিউন করেছিলেন কিন্তু ঐ সফটওয়্যারটিতে হয়তোবা সমস্যা থাকার কারণে সঠিক ফলাফল প্রদর্শন করেনি। আপনারা ইচ্ছে করলে খুব সহজেই আপনাদের বতর্মান বয়স বের করতে পারবেন Age Calculator দিয়ে ।

“হয়তোবা সমস্যা থাকার”-মানে কি ? আপিন কি মনে করেন আমরা ভুল বলেছি?

আপনার সাথে এক মত হতে পারলাম না।

vb দিয়া programming করা আমার মনে হয় ভুল হওয়ার কথা না ।

marony ভাই ,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আমি যে সফটওয়্যারটিকে (Age Calculator) উপস্থাপন করেছি তাকে ১০০% সঠিক বলা না গেলেও ৯৯.৯% সঠিক বলা যায় ।
এই সফটওয়্যারটি দিয়ে হিসাব করলে একদিন কম হয় অর্থাৎ জন্মের দিনকে বাদ দেওয়া হয়েছে । এটা এই সফটওয়্যারটির সীমাবদ্ধতা । এরজন্য আপনাকে Age Calculator দিয়ে হিসাব করে এর সাথে একদিন যোগ করতে হবে ।

আর ভাই, আপনি ভুল বলেননি কিন্তূ ভুল দেখছেন ।
আমি লিখেছি ‘ঐ সফটওয়্যারটিতে হয়তোবা সমস্যা থাকার কারণে সঠিক ফলাফল প্রদর্শন করেনি’
আমি এখানে সফটওয়্যারটির বিশাল সমস্যার কথা বলেছি , আপনার ভুলের কথা বলিনি ।

Nice tune Mr. Ruhul Amin Bhai, Go ahead.

Level 0

–:: আপনাকে ধন্যবাদ ::–
আমি লিখেছি ‘ঐ সফটওয়্যারটিতে হয়তোবা সমস্যা থাকার কারণে সঠিক ফলাফল প্রদর্শন করেনি’

“হয়তোবা ” কেনো-সরাসরি বলাইতো ভাল-সফটওয়্যারটিতে সমস্যা আছে। এটিই ঠিক নয় কি?

আমি যে সফটওয়্যারটিকে (Age Calculator) উপস্থাপন করেছি তাকে ১০০% সঠিক বলা না গেলেও ৯৯.৯% সঠিক বলা যায় ।
এই সফটওয়্যারটি দিয়ে হিসাব করলে একদিন কম হয় অর্থাৎ জন্মের দিনকে বাদ দেওয়া হয়েছে । এটা এই সফটওয়্যারটির সীমাবদ্ধতা । এরজন্য আপনাকে Age Calculator দিয়ে হিসাব করে এর সাথে একদিন যোগ করতে হবে ।
–এবার আপনার কথা ঠিক আছে।

আমি আপনার সফটওয়্যারটি সংগ্রহে রাখলাম।

আমার কাছে Age Calculator এর বাংলা ভার্সন আছে। ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন। http://hotfile.com/dl/17884487/8105b7f/agecalc.zip.html

বাবু ভাই,
Birth Calculator এ Age Calculatorএর মত বছর,মাস,দিন উল্লেখ করে না ।
সবকিছু সর্বমোট হিসাব করে ।

Level 2

@ রুহুল আমিন।
বাবু ভাই’র দেয়া সফটওয়্যারটি সম্পূর্ণ ভুল রেজাল্ট দেখায়। আপনি যেটি দিয়েছেন, সেটি সঠিক বয়সের কাছাকাছি দেখালেও সম্পূর্ণ নির্ভুল বয়স দেখায় না। এর কারণ হচ্ছে এখানে সনাতন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সনাতন পদ্ধতিতে বর্তমান তারিখের দিন যদি জন্ম তারিখের দিন হতে ছোট হয়, তাহলে বর্তমান তারিখের দিনের সাথে সরাসরি ৩০ যোগ করা হত। কিন্তু বয়স হিসাব করার আধুনিকতম পদ্ধতি হচ্ছে, বর্তমান তারিখের দিন যদি জন্ম তারিখের দিন হতে ছোট হয়, তাহলে বর্তমান তারিখের দিনের সাথে জন্ম মাস যতদিনের ঠিক ততদিন যোগ করে তার থেকে জন্ম তারিখের দিনটি বিয়োগ দিতে হবে। যেমন কারো জন্ম যদি ১৯৭৬ সালের ২৫ ফেব্রুয়ারী হয় তাহলে, আজকের তারিখে তার সঠিক বয়স হবে ৩৩ বছর ৮ মাস ২৩ দিন। এ ক্ষেত্রে ২৩ দিন হওয়ার যুক্তি হলো, যেহেতু তার জন্ম তারিখ ২৫ ফেব্রুয়ারী সেহেতু ১৮ এর সাথে ২৯ যোগ করে (কারণ ১৯৭৬ লীপ ইয়ার) তার থেকে ১৮ বিয়োগ করে সবশেষে প্রাপ্ত দিনের সাথে জন্মদিন যোগ করা হয়েছে (১৮+২৯=৪৭, ৪৭-২৫=২২, ২২+১=২৩)। সুতরাং বলা যায়, এ সফটওয়্যারটিও সম্পূর্ণ সঠিক তারিখ দেখায় না।
আমি চেষ্টা করবো একটি সঠিক প্রোগ্রাম তৈরী করতে। আপনাদের দোয়া কামনা করছি। ভাল থাকুন সবাই।

Ismail ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
দোয়া করছি, আপনি একটি সম্পূর্ণ নির্ভুল Age Calculator তৈরী করতে সক্ষম হউন ।
ভাই, আপনার তৈরিকৃত ডেট কনভার্টটি আমার নিকট খুবই ভালো লেগেছিলো ।
আশাকরছি, এবার চমকপ্রদ সম্পূর্ণ নির্ভুল Age Calculator উপহার দিবেন।
————————-@ ধন্যবাদ @————————

[বি:দ্র:]
ইসলাম ভাইয়ের তৈরিকৃত নির্ভুল সফটওয়্যারটি ডাউনলোড করুন যার লিংক
http://www.mediafire.com/?nomglzzw2uj