আমরা সাধারনত কোন সফটওয়্যারের Shortcut ডেস্কটপে তৈরী করে রাখি এবং ডেস্কটপে এর পরিমাণ বেশী হলে দেখতে বিশ্রী লাগে । তাছাড়া মাউস পরিচালনা করাও অনেকের কাছে ভালো লাগেনা । এতো সব ঝামেলা এড়িয়ে আপনি ইচ্ছে করলে ডেস্কটপে Shortcut তৈরী না করে এগুলোকে Keyboard Shortcut দ্বারা সহজেই এবং কম সময়ে ওপেন করতে পারেন । আর এই কাজটি করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরন করতে হবে—
১) ডেস্কটপের start > All Programs বা Programs > যার Keyboard Shortcut তৈরী করতে চান তার উপর মাউসের ডান বাটনে ক্লীক করে Properties-এ ক্লীক করুন ।
২) যে উইন্ডো ওপেন হবে তার Shortcut Key-এর ঘরে ক্লীক করুন ।
৩) এবার Keyboard হতে Shift বা Ctrl বা Alt চেপে ধরে অন্য একটি Key (যে Key আপনি চান) চাপুন ।
৪) Apply করে ok করুন ।
৫) এবার Keyboard হতে “Ctrl+Alt+যে Key সেট করেছেন” চাপুন ।
দেখুন আপনার কাংক্ষিত সফটওয়্যারটি Keyboard হতে অতিসহজেই চালু হলো ।
Step-01:
Step-02:
(সকলকে অসংখ্য ধন্যবাদ)
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
জানতাম না, জেনে ভাল লাগল