Keyboard Shortcut ব্যবহার করে অতিদ্রুত চালু করুন যেকোন Program !!!

আমরা সাধারনত কোন সফটওয়্যারের Shortcut ডেস্কটপে তৈরী করে রাখি এবং ডেস্কটপে এর পরিমাণ বেশী হলে দেখতে বিশ্রী লাগে । তাছাড়া মাউস পরিচালনা করাও অনেকের কাছে ভালো লাগেনা । এতো সব ঝামেলা এড়িয়ে আপনি ইচ্ছে করলে ডেস্কটপে Shortcut তৈরী না করে এগুলোকে Keyboard Shortcut দ্বারা সহজেই এবং কম সময়ে ওপেন করতে পারেন । আর এই কাজটি করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরন করতে হবে—

১) ডেস্কটপের start > All Programs বা Programs > যার Keyboard Shortcut তৈরী করতে চান তার উপর মাউসের ডান বাটনে ক্লীক করে Properties-এ ক্লীক করুন ।

২) যে উইন্ডো ওপেন হবে তার Shortcut Key-এর ঘরে ক্লীক করুন ।

৩) এবার Keyboard হতে Shift বা Ctrl বা Alt চেপে ধরে অন্য একটি Key (যে Key আপনি চান) চাপুন ।

৪) Apply করে ok করুন ।

৫) এবার Keyboard হতে “Ctrl+Alt+যে Key সেট করেছেন” চাপুন ।

দেখুন আপনার কাংক্ষিত সফটওয়্যারটি Keyboard হতে অতিসহজেই চালু হলো ।

Step-01:

Step-02:

(সকলকে অসংখ্য ধন্যবাদ)

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানতাম না, জেনে ভাল লাগল

জটিল টিউন……অনেক কাজের!!!

Thanks,
Valo Laglo.

Level 0

Thank you

Level 0

“এবার Keyboard হতে Shift বা Ctrl বা Alt চেপে ধরে অন্য একটি Key (যে Key আপনি চান) চাপুন”।
কিবোর্ড হতে shift বা ctrl বা alt চাপতে হয় না। সরাসরি যে key টা দিতে চায় তা দিলে হয়।
ধন্যবাদ আমীন ভাইকে…….সবাইকে জানানোর জন্য।

azad ভাই,
Shift বা Ctrl বা Alt চাপলেও হয় আবার সরাসরি কাংক্ষিত key চাপলেও হয় । যেভাবেই হোক গন্তব্য একটাই………
———————–@ ধন্যবাদ @———————-

Level 0

Fine Ruhul Bai. Thanks a lot for your amazing tactics.

ধন্যবাদ………….

Level 0

ধন্যবাদ