RUN দিয়ে পছন্দের প্রোগ্রাম চালান ।

আমরা রানে গিয়ে উইন্ডোজের নির্ধারিত কিছু
প্রোগ্রামের সংক্ষিপ্ত নাম
লিখে ওকে করলে তা খোলে। আপনি চাইলে আপনার
পছন্দের প্রোগ্রামগুলোর এমন শর্টকাট
করে নিতে পারেন। এজন্য
সি ড্রাইভে Shortcuts নামে একটি ফোল্ডার
খুলুন। এবার মাই কম্পিউটার এর উপরে মাউসের
ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক
করুন। এবার Advanced ট্যাব থেকে নিচের
Environment Variables বাটনে ক্লিক
করুন। এখন নিচের System Variables
অংশে Path নির্বাচন করে নিচের Edit
বাটনে ক্লিক করে Variable Value শেষে ;C:
Shortcuts লিখুন এবং Ok করুন।
এখন যে প্রোগ্রামটি রানের মাধ্যমে চালু
করতে চান সেই প্রোগামটির শর্টকাট
Shortcuts ফোল্ডারে নাম পরিবর্তন
করে সংক্ষিপ্ত করে রাখুন। যেমন ইন্টারনেট
এক্সপ্লোরার এর নাম পরিবর্তন করে ie রাখুন।
এবার রানে (Ctrl+R) গিয়ে ie
লিখে ওকে করলে ইন্টারনেট এক্সপ্লোরার চালু
হবে। এভাবে আরো প্রোগ্রাম যোগ করতে পারবেন ।
আশা করি বুঝতে পেরেছেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের টিউন ।

Level 0

THANKS FOR SHARE.

Level 2

very good

Level 0

রিয়েলি গুড।

Level 0

Nice tune