ফাইলের নিরাপত্তার দিন ডিলেট এবং কপি থেকে!

আমরা অনেক সময়ই বিভিন্ন ফাইল কিংবা ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে রাখি যেন কেউ তা দেখতে না পারে, তবে ওর কিন্তু ফাইলটি ডিলেট করার পারমিশন থেকেই যা! কিন্তু আমি বলোবো তার এ পারমিশন নেই, ফাইলটি সে কপিও করতে পারবে না। আপনি হয়তো ভাবছেন কিভাবে তা সম্ভব? সম্ভব ছোট্ট একটি সফটওয়ারের মাধ্যমে। সফটওয়্যারটির নাম Easy File Locker। এটি একটি ফ্রীওয়্যার সফটওয়্যার যার সাইজ মাত্র ৩০০ কেবি এর মতো! এটি দিয়ে আপনি যা যা করতে পারবেন-

১। ফাইল হাইড করে রাখতে পারবেন।

২। ফোল্ডার হাইড করে রাখতে পারবেন।

৩। Write অপশন ডিজেবল করে রাখতে পারবেন।

৪। ডিলেট অপশন ডিজেবল করে রাখতে পারবেন।

৫। Access অপশন ডিজেবল করে রাখতে পারবেন মানে হলো ফাইল দেখা যাবে কিন্তু ওপেন করা যাবে না।

৬। এবং আরো অনেক কিছু।

তো আর দেরি কেন এখনি ডাউনলোড করে ফেলেন এই অতীব প্রয়োজনিয় সফটওয়ারটি। আর সময় পেলে আমার ব্লগে একটু ঘুরে আসেন।

Download Easy File Locker

Level 0

আমি খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ধন্যবাদ দারুন একটি সফট শেয়ার করার জন্য 😛 :mrgreen:

Level 0

kajer software, ami onekdin dhore use kori, tobe live os chaliye file access kora jay