ছোট্ট একটা সমাধান আর মিছামিছি স্বপ্ন দেখা !!!

কিছুদিন যাবত খেয়াল করছিলাম যে, যখনই আমার পিসিতে বর্তমান সরকারের এগিয়ে দেয়া একঘন্টা হিসাবে টাইম সেট করছি তার কিছুক্ষণপরই তা আবার একঘন্টা ডিলে হয়ে যাচ্ছে। একদিন বেশ রাগ উঠে গেল মাথায়। নাহ এর একটা ব্যবস্থা করতেই হবে। পেয়েও গেলাম। টাইম পিছিয়ে যাবার কারণ হচ্ছে সাধারণত ইন্টারনেটে কানেক্টেড থাকলে উইন্ডোজের টাইম অটোম্যাটিক্যালি time.windows.com নামক সার্ভার থেকে সেট হয়। সিস্টেম ট্রের ডানে টাইমের উপর ডাবল ক্লিক করে Internet Time এ গেলে এর সেটিংসটি পাবেন। একে ডিজেব্যল করে দিয়েও ডিলে সমস্যার সমাধান করা যায় যার ফলে পিসিতে আর অটোম্যাটিক টাইম সিনক্রোনাইজ হবেনা; তবে এক্ষেত্রে সিমোস ব্যাটারী বা অন্য কোন কারণেও টাইম এদিক সেদিক হতে পারে। এর স্থায়ী সমাধান হচ্ছে এটিকে ডিজেবল না করে Time Zone থেকে (GMT + 07:00) Bangkok সেট করে দিন। ব্যাস আর কখনোই ডিলে হবেনা আপনার পিসির টাইম এমনকি সিমোস ব্যাটারীতেও সমস্যা থাকলেও এটি অটোম্যাটিক সিনক্রোনাইজ করে নেবে।

আসলে বর্তমান সরকারের চরমতর ভুয়া একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশ এবং ব্যাংককের টাইম একই হয়ে গেছে। আগে ১০ জন একটা অফিসে বসে ২টা লাইট আর ৪টা ফ্যানের নিচে বসে কাজ করত আর এখন প্রত্যেকে নিজের বাসায় গিয়ে একটা একটা করে লাইট, টিভি, ফ্যান সবকিছু অন করে বসে থাকে। “বাহ কি চমতকার দেখা গেলো”। এদেশটাকেতো আর সরাসরি ব্যাংককের সমপর্যায়ে নেয়া সম্ভব নয় তাই হয়তো টাইমটাকে একই করে দিয়ে একটু একটু মিছামিছি স্বপ্ন দেখা আরকি......।

Level 2

আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম …….. ভাবনার বিষয়!!

Level 0

“আসলে বর্তমান সরকারের চরমতর ভুয়া একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশ এবং ব্যাংককের টাইম একই হয়ে গেছে। আগে ১০ জন একটা অফিসে বসে ২টা লাইট আর ৪টা ফ্যানের নিচে বসে কাজ করত আর এখন প্রত্যেকে নিজের বাসায় গিয়ে একটা একটা করে লাইট, টিভি, ফ্যান সবকিছু অন করে বসে থাকে। “বাহ কি চমতকার দেখা গেলো”। এদেশটাকেতো আর সরাসরি ব্যাংককের সমপর্যায়ে নেয়া সম্ভব নয় তাই হয়তো টাইমটাকে একই করে দিয়ে একটু একটু মিছামিছি স্বপ্ন দেখা আরকি……। ”

ভাই মন্তব্যটা মনেধরেছে।

আমি ডিজিটাল টাইম টা কেন নিজের সাথে খাবখাইয়ে নিতে পারছি না। ডিজিটাল সময় টা পরিবতন করা উচিত।

আমি কিন্তু ভাই একটু উণ্টো স্রোতে আছি।জাতি হিসেবে আমাদের কে অবশ্যাই আরও আপডেট হতে হবে ।পৃথিবীর বিভিন্ন দেশেই টাইম চেন্জ হয় এবং তারা সহজেই নিজেদের আপডেট করে নেয়।কিন্ত আমাদের দেশের মানুষ যতই বলুক লাভ নাই পুরানটা মানে এনালগ টা নিয়ে টানাটানি করতেছে এখনও।সরকারও অবশ্যই দেশের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কারন ডিজিটাল টাইমের সাথে কিন্তু আওয়ামী লিগের কোন লাভ বা বিএনপিরও কোন ক্ষতি নাই ।আজ যদি সরকার বলে দেশের প্রয়োজনে ২ ঘন্টা যোগ করতে হবে আমার মনে হয়ে সাথে সাথে সকলের আপডেট হয়ে যাওয়া উচিত।আমি কিন্তু ফুল ডিজিটাল বি এ আপডেটেড ম্যান।

    মামুন ভাই আমি আপনার কথার সাথে এক মত হতে পারলাম না। কারন টাইম টা দেওয়ার সময় বলা হয়েছে যে বিদু্ত সাশচয় না হলে সময় আগের অবস্হায় নিয়ে আসা হবে। সেটাতো করেই নাই ।
    ***সরকারও অবশ্যই দেশের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে** ডিজিটাল টাইম পরিবর্তন করলে উনাদের মানসম্মান নস্ট হয়ে যাবে জনগন এর চেয়ে ও উনাদের মানসম্মান অনেক বড় !! বাংলাদেশর রাজনীতিবিদ রা কখনো বাংলাদেশ এর ভালো চায় না ।

    মামুন ভাই আমিও ১০০% আপডেটেড ম্যান। এবং ১০০% রাজনীতি মুক্ত।
    @রাজপুত ভাই এবং @ কামরুল ইসলাম ভাই
    বুঝি না ভাই এখন রাত ১২টা একঘন্টা আগে আসে মানে সবাই এক ঘন্টা আগে ঘুমাতে যায়। এতে তো বিদ্যুৎ সাশ্রয়ই হওয়ার কথা। মানুষ অফিস শেষ বাসায় গিয়ে বসে থাকে বলে তো মনে হয় না।
    কারন বেশির ভাগ মানুষই এখন আগে অফিস থেকে বাসায় গিয়ে বিকালে একটু হাঁটতে বেরুতে পারে। ফলে মানুষ যেমন অফিসের কাজ ঠিকভাবে করছে তেমনি বিনোদনও করতে পারছে।
    আর ঐ দুটো ঠিকভাবে করার রাতেও তাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হচ্ছে। ফলে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।

    ভাই আমার কথাগুলোকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হিসেবে ধরবেন না। আমারা ভাই ভাই কিছু আলাপ তো করতেই পারি নাকি।
    নাহলে সত্য জানবো কিভাবে ?

Level 0

ডিজিটাল না ছাই, যেই লাউ সেই কদু। মুখে বললেই ডিজিটাল হয় না।

http://omi.net.bd/413

http://download.microsoft.com/download/E/B/8/EB8FBC79-B36B-42C8-B2FC-627DBCB52E29/MicrosoftFixit50280.msi

এটা সবচেয়ে ভাল সমাধান।মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় এই সমাধানটি প্রদান করছে মাইক্রোসফট।

Level 0

ভাই থামেন.এই যে সুরু করল অইতিহাসিক রাজনইতিক ভাসন আর এখন না থামলে এতা কাল পর্যন্ত পলতন মইদান হয়া জাইব .অতএব সব সসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস…।..।।..।…।।…।।.।।……………………………।

ভাই, আপনারা এত কষ্ট না করে http://rapidshare.com/files/302424731/MicrosoftFixit50280.msi.html লিংক থেকে ৬৩৬ KB এর software টা নামিয়ে Install করে নিন। তারপর Date & Time setting -> Change Time Zone এ গিয়ে Time Zone Dhaka করে OK দিয়ে বের হয়ে যান। এখন আপনার Computer এ Day Light Saving Time Option active হয়ে গেসে।আর আপনাকে Time change করতে হবে না।এটা Microsoft এর তৈরী করা।

Level 0

টিনটিন ভাই আপনার mobile No টা দিবেন please…. ( [email protected] ) এই Address-এ। I need to speak with you.

নতুন টাইমের সাথে যারা মানাইয়া নিতে পারছে তাদের কথা আলাদা। কিন্তু নতুম টাইমটা আমাদের ০০০০০০০০০০০০০০০০০ বিশাল কতগুলো শূন্য ছাড়া আর কিছু দিতে পারে নাই। আমার তো life hell কের দিছে। আমি যতদুর জানি পৃথিবীর যেসব দেশ টাইম বদলায় ওদের একটা কারন যে ওদের ভৌগলিক অবস্থান। যেমন নরওয়ে, সুইডেস। আমাদের সরকার বল্লো কি বিদ্যুৎ বাচাতে টাই্ম বদলাও। আচ্ছা ১ ঘন্টা আগালে যদি বিদ্যুৎ সাশ্রয় হয় তো আরও বেশি মান ৬ ঘন্টা বা ১ দিন আগাইলে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা।

আসলে একটা গান আছে না [[ তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিন চাই ]] আমাদের সরকার গুলো বলে [[ মানুষ মোদের ভোট দিসেরে ভাই , মানুষের ১২টা বাজাবো তাই ]] আমরা কেন যে এই সব নালায়েকদের ভোটা দেই।

    আচ্ছা ১ ঘন্টা আগালে যদি বিদ্যুৎ সাশ্রয় হয় তো আরও বেশি মান ৬ ঘন্টা বা ১ দিন আগাইলে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা!!!!

    আসলেই তো!!

(GMT+06:00) Astana, Dhaka থাকুক না; সমস্যা কোথায়? Date and Time Properties এ গিয়ে Internet Time সিলেক্ট করে Automatically synchronize with an Internet time server এর টিক্ চিহ্ন তুলে দিয়ে Apply + Ok দিয়ে বের হয়ে আসুন। সমস্যা সমাধান।
আশা করি আপনাদের কাজে আসবে।

ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশে বছরে ২ বার সময় বদল হয়।জনগন তা মাথা পেতে নিয়ে সে অনুযায়ী চলে।আমাদের দেশে এক শ্রেণীর মানুষ এটা মানতে চাইছে না।আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের মন মানষীকতার পরিবর্তন আনতে হবে।এক সময় ডাক যোগে চিঠি দেয়া হতো।আজ এসেছে ইণ্টারনেটের ই মেইলের যূগ।যুগে যুগে পরিবর্তন এসেছে,আসবে এটাই বাস্তব।পুরাতনকে সরিয়ে নতুন কিছু আসবে আর নতুনত্ব আমাদের দেবে নতুন চলার পথ।প্রয়োজন শুধুই একতার।সবাইকে শুভেচ্ছা।

@প্রবাসী.
এটা যুগের সাথে তাল মেলানোর কিছু নয়।আর সব কিছু যুগের সাথে তাল মিলিয়ে চলাটাও স্মার্টনেস নয়।অন্যরা যেটা করে তাদের ভৌগোলিক অবস্থানের কারনে।আমরা সেটা করি তাল মেলানোর জন্য।হাহ!

ভৌগলিক বা আর্থ সামাজিক কোন দিক দিয়েই বাংলাদেশ আর এর পাশ্ববর্তী দেশগুলোর মধ্যে তেমন কোন পার্থক্য নেই। যদি তাই হয় তবে ভারত, শ্রীলংকা, মায়ানমার এরা কি সব মাথামোটার দল নাকি আমাদের মাথাটাই বেশী মোটা। যতোসব আহাম্মকগুলো নাকি জনগণের প্রতিনিধি। ধিক তোদের………. ব্যাটা নিজে এই পদ্ধতি বাতলে দিয়ে নিজেই বলতে পারছিসনা যে কতটা বিদ্যুত সাশ্রয় হয়েছে। উজবুক কাহিকা।

    কারেক্ট …….. এইটা নাকি এক্সপারিমেন্টালি স্টার্ট করা হয়েছিল …. এক্সপারিমেন্ট শুরু করার আগে তাদের সেই সেট আপ থাকা উচিৎ ছিল যাতে করে আমরা ট্র্যাক করতে পারি যে আসলে দৈনিক কতটা বিদ্যুত শাশ্রয় করতে পারছে …….

ভাই সবার কথাই শুনলাম, বুজলাম, মানলাম । কিন্তু ভাই ঘড়ির কাটার মধ্যে কি আর বিদ্যুৎ থাকে। দেশে গ্যাস নাই, কয়লা নাই, তেল নাই এভাবে আর কতদিন। সরকার যদি ডিজিটাল বাংলাদেশ চায় তাহলে তার জন্য অন্য কোন উপায় (যেমন:পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বা অন্য কোন প্রযুক্তি) এখনি শুরু করার দরকার। আর একটা কথা সময়ে সাথে সাথে অন্য দেশ গুলো কিন্তু সময় বাড়ায় এবং কমায়। কিন্তু আমাদের সরকার সবকিছু শুধুয় বাড়ায়, কমায় না !!!!!!!!!

আমার মনে হয় বর্তমান সময়ই ঠিক আছে কারন শুধু নিজেদের কথা ভাবলে ত আর হবে না একবার বাচ্চাদের কথা ভেবে দেখুন তারা খুব সকালে ঘুম থেকে উঠে স্কুল-এ যাচ্ছে ঠিকই কিন্তু স্কুল থেকে আবার তারাতারি বাসায়ও আসছে এতে তারা খেলার সময় পাচ্ছে আনেকখন।

    বাচ্চাগুলারে গোয়ালের গরুর মত সূর্য উঠার আগে আগে হাল চাষের জন্যে রেডী করার মানে হয়না। খেলার সময় চিন্তা করছেন …… কিন্তু স্কুল থেকে ফিরে কয়টা বাচ্চা যে ঘুমিয়ে পড়ে, তার কথা কি ভেবে দেখেছেন …….. লেখাপড়া এই দেশের মানুষ আরো আগেও করেছে ……. তবে তাদের মনে হয় সূর্য্যি মামা উঠার আগে উঠে রেডী হতে হত না।

    ধন্যবাদ

    ভাই আপনি অনেক জানেন তারপরেও বলছি সূর্য উঠার আগে ঘুম থেকে উঠা স্বাস্থের জন্য ভাল আর ৩য় শ্রেণীর উপরেড় ছাত্রছত্রীরা এত ঘুমায় না। সকালে শুয়ে থাকার চেয়ে দুপুরের পরে ঘুমানো অনেক ভাল আর আগের অনেক কথাই এখন চলে না। সকালে ঘুম থেকে উঠলে ফজরের নামাজও পড়া হবে।

Level New

http://support.microsoft.com/kb/972423
মাইক্রোসফটের অফিশিয়াল ফিক্সার,পিসিতে বাংলাদেশের জন্য ডেলাইট সেভিং টাইমজোন দেখার জন্য।GMT+6.00 ই থাকবে।

রুবেল ভাই আপনার নম্বরটা আবার হারিয়ে ফেলেছি ……….. কাইন্ডলি আরেকবার দিয়েন …….. [email protected]

    01193215164 তবে কখনো কল করলে একটু কষ্ট করে একটা এসএমএস দিয়ে তারপর দিন। প্লিজ অন্য কিছু মনে করবেন না।

Level 0

((কিন্তু আমাদের সরকার সবকিছু শুধুয় বাড়ায়, কমায় না !!!!!!!!! ))

এই দেশের নিয়ম এতো এটা শুধু বাড়ায় , যেমন: সময়, গরিবি, জনসংখ্যা, কর, বাজেট, চাল, ডাল, লবন, পিয়াজ, মরিচ……………………………………………… !!!!!!!