শুভেচ্ছা সবাইকে। ইদানিং উইন্ডোস ৭ এর চরম এক ফিচার “registry editor” এর তুমূল প্রেমে পড়ে গেছি। আর স্বভাবসুলভ ঘাটাঘাটি আর গুগল মামার আশীর্বাদে এবার আপনাদের সামনে হাজির হলাম আমার দ্বিতীয় টিউন নিয়ে। এবারের বিষয়বস্তু কিভাবে যে কোন ড্রাইভের ডিফ্রাগ্মেন্টেশন অপশন আপনি রাইট ক্লিক অপশনে যোগ করতে পারবেন।
কাজটি মুলত আপনি নিম্নোক্ত দুই পদ্ধতির যে কোন একভাবেই করতে পারেন
এখন এখন আপনি আসবেন HKEY_CLASSES_ROOT/Drive/Shell এ (***একেবারে বামদিকের উপরের অংশে দেখুন HKEY_CLASSES_ROOT এখন এর বামের extension arrow টিতে ক্লিকান। এখান থেকে খুজে বার করুন “Drive” এর পর একেও আবার এক্সটেন্ড করুন। দেখবেন Shell নামে একটি কী আছে।***)
Shell key তে রাইট ক্লিক করে নীচের মত নতুন key file যুক্ত করুন এবং নাম দিন
runas এ ক্লিক করুন এবং পাশের বক্সে দেখবেন লিখা আছে (Default)
এবার আবার runas এ রাইট ক্লিক করে নতুন কী যোগ করুন “ Command ” (ইনভারটেড কমা ছাড়া)
আর আগের মত Command এ right click করে এর value সেট করুন “ defrag %1 –v ” (ইনভারটেড কমা ছাড়া)
এবার OK দিয়ে বেরিয়ে আসুন। registry editor এক্সিট করে দিন। ব্যাস খেল খতম। এবার নিচের ছবির মত যখন খুশি defragment করুন যে কোন drive রাইট ক্লিক করেই............।
পদ্ধতি ২:
প্রথমেই ডাউনলোড করুন “Add Defrag to Drive Menu”
http://www.mediafire.com/?oddpqdquex5p35e
Zip file টি ওপেন করুন।
এখান থেকে “AddDefragToDriveMenu.reg” file টি ওপেন করুন এবং কনফারমেশন চাইলে yes দিন
ব্যাস......। খেল খতম......। এবার ইচ্ছামত ড্রাইভ ডিফ্রাগমেন্ট করুন রাইট ক্লিক করে।
(দ্রষ্টব্যঃ এখানে ২ ধরনের পদ্ধতি আলোচনা করা হয়েছে কারন সবার পক্ষে প্রথম ধাপ অনুসরন করা সম্ভব না আর ২ ধাপ অনুসরন করাটা আসলে আমার ব্যাক্তিগত ভাবে পছন্দ না। তারপরও আপনার রুচিশীল মন্তব্য একজন ব্লগারের অনুপ্রেরণা । ধন্যবাদ...।। )
আমি সশরীরে অশরীরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি হোক মানুষের কল্যানে......... জীবন ধ্বংসে নয়.........।
keo amake bolte parben tectunes e suru theke aj porjonto jato kichu post hoyeche ta sob kothay pete pari?