
ফেসবুক এখন কতটা জনপ্রিয় তা নতুন করে বলার কিছু নেই। কিছুদিন আগে আমাদের দেশে সরকার ফেসবুক নিষিদ্ধ করে দিয়েছিল। তখন ফেসবুক ব্যবহার না করতে পেরে অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল।
(যদিও আমি তখনও ব্যবহার করেছি)
তো এই জনপ্রিয়তাকে পুজি করে জন্ম হয়েছে ফেক প্রোফাইল। এক সমিক্ষায় দেখা গেছে নতুন প্রোফাইলের ৪০% ফেক!
তাহলে বুঝেন কত ভয়াবহ অবস্থা!

এছাড়া কিছু মানসিক অসুস্থ মানুষ আছে যারা ফেক আইডি কেন বানায় তা নিজেরাও জানে না!
(আমাকে একবার নায়িকা পপি করেছিল)
এছাড়া আপনার অভিজ্ঞতার অন্তর্দৃষ্টি দিয়ে সনাক্ত করেন ফেক প্রোফাইল। (আমার তিন বছরের অভিজ্ঞতা) 

আপনারাও আইডিয়া শেয়ার করতে পারেন। এড করে দিব। 


/




শুধু মাত্র মজার জন্য এই টিউন!
অনেক দিন আগে সামুতে এই পোস্ট দিয়েছিলাম। চিন্তা করলাম টেকটিউনসেও শেয়ার করে দেই। 😀
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4938 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 170 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
very nice Thanks vai http://www.ansarbd.co.cc