উইন্ডোজ ভিস্তা এবং ৭ এর সিস্টেম প্রোপার্টিযে ওইএম লোগো এবং অন্যান্য তথ্য যোগ বা পরিবর্তন করুন কোন সফটওয়্যার ছাড়াই

আসসালামুয়ালাইকুম। আজকে আবারও উইন্ডোজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো। কিভাবে উইন্ডোজ ভিস্তা এবং ৭ এর সিস্টেম প্রোপার্টিযে ওইএম লোগো এবং অন্যান্য তথ্য যোগ করা যায় তা দেখাবো কোন সফটওয়্যার ছাড়াই। অনেক সফটওয়্যার আছে যেমন Winguggle.... । কিন্তু উইন্ডোজ যেহেতু এই সুবিধা ভিতরেই  দিয়ে দিয়েছে তাহলে সফটওয়্যার কেন কষ্ট করে আর এম্বি নষ্ট করে নামাবেন। অনেকে মনে করতে পারেন অনেক প্রক্রিয়ার কাজ কিন্তু আমার মতে জেনে রাখা ভালো। কি বিষয়ে আলোচনা করছি বোঝার সুবিধার জন্য নিচের স্ক্রীনশটটি দেখুনঃ

এখন আসল বিষয়ে আলোচনা করা যাক।

১) প্রথমে আপনার পছন্দ মতো একটা লোগো বা ইমেজ  নির্বাচন করুন।

২) লোগো বা ইমেজটির ডাইমেনশন ১২০*১২০ করুন এবং bmp ফরম্যাটে সেভ করুন।

৩) এখন লোগো বা ইমেজটি copy বা cut করে  C:\Windows\System32\OEM\Logo ফোল্ডার এ paste করে ইমেজটির নাম your-logo বা OEM_OOBE বা OEM_System বা OEM_Welcome বা OEM_WinEMI করে দিন।

বি দ্রঃ এক্ষেত্রে অনেকের  C:\Windows\System32 এর পরে OEM ফোল্ডার নাও  থাকতে পারে। কোন অসুবিধা নেই। আপনার লোগো বা ইমেজটি যেকোনো কোন জায়গায় নাম দিয়ে সেভ করে রাখলেই চলবে।

৪) এখন  Run খুলে regedit লিখে এন্টার চাপুন।

৫) Registry Editor থেকে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\OEMInformation এ যান।

বি.দ্রঃ এক্ষেত্রে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion এর পর  OEMInformation  নাও থাকতো পারে। এজন্য  CurrentVersion এর উপর রাইট ক্লিক করে New তে ক্লিক করে Key সিলেক্ট করে OEMInformation নামে ফোল্ডার তৈরি করুন।

৬) এখন  OEMInformation  সিলেক্ট  করে ডানদিকের প্যানেলে রাইট ক্লিক করে New তে ক্লিক করে নিচের দেয়া নাম অনুযায়ী এক একটি String Value তৈরি করুনঃ

  • Logo
  • Manufacturer
  • Model
  • SupportURL
  • SupportHours
  • SupportPhone

৭) এখন  তৈরি করা এক একটি নামের String Value তে ক্লিক করে আনুষঙ্গিক তথ্য যোগ করুন। যেমনঃ

নোট ঃ যখন  Logo তে value data এ আপনার লোগো বা ইমেজটির  পথ দেখিয়ে দিবেন তখন  অবশ্যই সব শেষে ইমেজটির নাম  আপনি যে নামে সেভ করে রেখেছেন  তা এবং তার সাথে .bmp লিখবেন। যেমনঃ OEM_System.bmp ।

ব্যাস, হয়ে গেলো। আপনার সিস্টেম প্রোপার্টিয খুলে দেখুন। এইভাবে আপনি ওইএম লোগো এবং তথ্য যোগ  বা পরিবর্তন করতে পারবেন।

ধন্যবাদ। আল্লাহ হাফেয।

Level 0

আমি নেহাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ! দারুন তো !! প্রিয়তে নিলাম, পরে ট্রাই করে দেখতে হবে। ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।