ক্যালকুলেটরের ভিতরে লুকিয়ে রাখুন আপনার পিসির প্রয়োজনীয় ফাইল

এবার ক্যালকুলেটরে লুকিয়ে রাখা যাবে আপনার প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার। কি কথাটা বিশ্বাস হচ্ছে না। আমারও প্রথমে বিশ্বাস হয়নি। ক্যালকুলেটরে হল হিসাব নিকাশের যন্ত্র। এতে আবার কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার কিভাবে স্টোর করে রাখা যাবে। হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই সেফ ক্যালকুলেটরে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার খুব সহজেই লুকিয়ে রাখতে পারেন। আপনি যখন Safe Calculator স্টাট করবেন তখন তা নিচের ছবির মত দেখাবে।

Download

এই Safe Calculator এর ডিফল্ট পিন কোড হচ্ছে ১২৩। তাই ক্যালকুলেটরটি আনলক করতে ১২৩ টাইপ করুন এবং MS এ ক্লীক করুন। তাহলে ক্যালকুলেটরটি সেফ মুড এ প্রবেশ করবে। আপনি যদি পিন কোডটি পরিবতন করতে New pin এ ক্লীক করুন।

এখন আপনি + এই চিহ্নে ক্লিক করে = এই চিহ্নে ক্লীক করুন। এবার আপনি যে ফাইলটি স্টোর করতে চান তাতে ক্লীক করে Store বাটনে ক্লীক করুন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল তো!

valo jinish

একি দেখলাম!!

ক্যালকুলেটরের এত কেরামতি !!!

হুম্মম !!!!!!!!! ভাল

Level 2

সেইফ ক্যালকুলাটারে সংরক্ষিত ফাইল আমি আবার কিভাবে খুলব ? দয়া করে বলবেন কি ?

আজব তো !!! :O

আজব দুনিয়ার আজব কাহিনী । ধন্যবাদ।

হ্যাঁ ! সেভ তো করতে পারলাম। কিন্তু এই ফাইল আমি পরবর্তীতে পাব কোথায় আর খুলব কিভাবে?

Level 0

bhi safe calculator option to paina

Level 0

চমতকার একটা টিউন ! অসংখ্য ধন্যবাদ I

ফাইল পুনরুদ্ধার করতে Safe Mod এ যান এবং – ও = চাপুন। এবার যেখান থেকে আপনি সফট টি Run করেছেন, সেখানে লক্ষ্য করুন। ফাইল গুলি দেখা যায় কিনা????
Tuner ভাই তো বলবেন না, তাই নিজেই খুজে বের করে নিলাম। তবে ‍সফটি চমৎকার, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Safe Calc খুঁজিয়া পাইলাম না। এজন্যই তো বলে সস্তার তিন অবস্থা।