আসুন হার্ড় ডিস্ক এর পারফরমেন্স বাড়িয়ে নিই

এখন প্রায় সবারই পিসির কনফিগারেশন অনেক হাই। কিন্তু আপনি কি জানেন কিছু মাদার বোর্ড এবং অপারেটিং সিষ্টেম নির্মাতাদের ডিফল্ট কনফিগারেশন এর জন্য আপনার হার্ড় ডিস্ক  সেকেলে  আমলের গতি পাচ্ছে? ব্যপারটা ক্লিয়ার করে বলি। হার্ড ডিস্ক মূলত দুই প্রকার-

ক) পাটা এবং খ) সাটা

পাটার পারফরমেন্স সাটা অপেক্ষা অনেক কম। অর্থাৎ সাটার রিড, রাইট, স্পিন ইত্যাদি পাটার তুলনায় অনেক বেশি। আমরা সাটা হার্ড ডিস্ক ব্যবহার করার পরেও পাটার মত পারফরমেন্স পাচ্ছি। আসুন আমরা কিছু সিষ্টেম সেটিং পরিবর্তন করে পারফরমেন্স বাড়াই। এর জন্য AHCI বা এডভান্সড হোস্ট কন্ট্রোলার ইন্টারফেস কে সক্রিয় করতে হবে।

ক) সক্রিয় করতে স্টার্ট মেনুতে  regedit লিখে রেজিস্ট্রি এডিটর অপেন করুন। রান থেকেও এই কাজটি করা যায়। এখন HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Services\Msahci এ যান।

খ) ডনপাশের বক্স থেকে Start এন্ট্রিটির ভ্যালু 3 থেকে 0 করে দিন।

গ) এবার কম্পিউটার রিষ্টার্ট করুন। বায়োসে গিয়ে আপনার হার্ড ডিস্ক এর সাটা কনফিগারেশন খুজে বের করে তা AHCI করে সেভ করে বের হয়ে আসুন।

ঘ) এবারে কমপিউটার চালু করলে উইনডোজ আপনার হার্ড ডিস্ক কে নতুন করে ডিটেক্ট করবে। এর পর আপনার পিসি নিজে থেকেই রিষ্টার্ট চাইবে। রিস্টার্ট করে সাটার সার্ভিস উপভোগ করুন।

 

বিঃ দ্রঃ আমি উইনডোজ ৭ ব্যবহার করে উক্ত সেটিং গুলো পরীক্ষা করেছি। আপনাদের গঠন মূলক মন্তব্য আমার লিখনিকে উৎসাহিত করবে।

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chemistry (M.Sc)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বুজলাম। কিন্তু জিনিসটা কী করলেন সেইটাতো বুজলাম না। সব BIOS এ এই অপশন থাকে না। (আমার টায় নাই)

    Level 0

    @Anwar: আপনার বায়োস কোন কম্পানির। আমার তো ডেস্কটপ এবং ল্যাপটপ এর বায়োস হচ্ছে যথাক্রমে এওয়ার্ড এবং ফনিক্স, দুটোতেই উক্ত সেটিং দেয়া যায়। কিছু কিছু কম্পানির বায়োসে কাষ্টমাইজ করার অপসন কম থাকে।

Level 0

vai ami amr HD ar partisan ar size change korbo..easy and risk free kono way takle aktu janaben..( ami HD ar data delet korte cai na)
thanks

ok

ধন্যবাদ ভাই , তবে কোনো সম্যসা হবে না তো ?

amar hp te to age thekei value 0 ase?

    Level 0

    @পলাশ দেব: নতুন ল্যাপটপ গুলোতে ডিফন্ট ভাবে সাটা সিলেক্ট করা থাকে। যার জন্য উইন এক্সপি সাধারন ভাবে সেটাপ দেয়া যায়না।

Ami to Msahci entry-ta painai.

Level 0

যদি কাজ করে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ!

উইন৭ এ হার্ড ডিস্ক এর সাটা কনফিগারেশন খুজে বের kori kivabe?

@ joy

Level 0

বায়োস এ প্রবেশ করুন, সেখানে ATA/AHCI অপসন আছে। সেখান থেকে AHCI এনাবল করুন

আপনার টিউন এর জন্য অনেক ধন্যবাদ , আমি এক্সপি ৩ ব্যাবহার করি তাই HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Services\ পর্যন্ত পেলাম কিন্তু এটা > Msahci নেই আমার সিস্টেম এ , ভুল বললাম ? না ভুল বলিনি আবারো দেখে বললাম , এখন আমাকে হেল্প করুন প্লীজ ।

হেল্প মি প্লীজ

অপেক্ষায় আছি এবং কষ্টে আছি !!!

    Level 0

    @ইশতিয়াক: ভাই, কমেন্টস করার জন্য ধন্যবাদ। ভাই এক্সপি তে সাধারনতো ডিফল্ড ভাবে পাটা সিলেক্ট করা থাকে। সাটা এনাবল করতে চাইলে আপনার মাদারবোর্ড/হার্ডডিস্ক এর মডেল অনুযায়ী সাটা ড্রাইভার লাগে। AHCI মোডে উইন এক্সপি সাধারনতো সেটাপ নেইনা। আমি দিতে পারিনি। এক্সপিতে প্রচুর ভাইরাস প্রবলেম।উইন ৭ এক্সপির তুলনায় অনেক গুন ভাল করেছে। ভাই উইন ৭ ব্যবহার করে চেষ্টা করে দেখতে পারেন।

      @Joy: অনেক ধন্যবাদ ভাই আপনার উত্তর এর জন্য , কিন্তু আমি যে এক্সপি ছাড়তে পারছিনা , এটা আমার নেশা হয়ে গেছে , অনেক নির্ভরতা তৈরি হয়ে গেছে মনের ভিতর , তাই বলুন ড্রাইভার কিভাবে পাব ? এবং পেলে তারপর কি করব ? বলবেন ভাই একটু ? আর ভাইরাস এর সাথে সাটা র কি সম্পর্ক ? ঠিক বুঝলাম না ভাইয়া ।

Level 0

ভাই করলাম কতটুকু কাজে লাগবে তা কে জানে???? তবে Msahci খুজে পেতে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে। আপনার দেয়া লোকেশনে পাইনি।

পিসি কিছু হবে না তো?…….:0