Screen Shot নেওয়ার সহজতম উপায়ঃ MS OneNote

বিভিন্ন সময়ে টেকটিউন্সে আমি Screen Shot বিষয়ে পড়েছি। সেখানে অনেক উপায় বলা আছে। আজ আমি যে উপায়টি বলব সেটা সম্ভবত Screen Shot নেওয়ার সহজতম পন্থা।

Microsoft Office OneNote ব্যবহার করে খুব সহজেই পুরো স্ক্রীন বা স্ক্রীনের যেকোন অংশের Screen Shot নেওয়া যায়। Microsoft Office OneNote 2007 হ্ল Microsoft Office 2007 প্যাকেজের একটা অংশ। এটি ইন্সটল করা থাকলে রান করান। এরপর টুলবার থেকে Clip এ ক্লিক করুন (চিত্রে লাল বাক্সের ভেতর)।
untitled2.JPG
তাহলে OneNote minimized হয়ে পুরো স্ক্রীন সামান্য blur হয়ে যাবে এবং কার্সর এর বদলে একটি cross-hair আসবে। সেই cross-hair দিয়ে ড্র্যাগ করার মাধ্যমে আপনি স্ক্রীনের যেকোন অংশ সিলেক্ট করতে পারবেন (উল্লেখ্যঃ অন্য কোন উইন্ডো যদি minimize না করা থাকে তাহলে blur হওয়া স্ক্রীনে সেই উইন্ডোটিও থাকবে)। সিলেক্ট করা হয়ে গেলে স্বয়ংক্রীয়ভাবে সেই সিলেক্টেড অংশটুকু OneNote এ ছবি আকারে open হবে এবং cross-hair টি পুনরায় কার্সর হয়ে যাবে। আপনি সেই ছবি দিয়ে যদি OneNote এ কাজ করতে না চান তাহলে ছবিটি যেকোন picture editor এ কপি-পেস্ট করে সেভ করে রাখতে পারবেন।

একবার চেষ্টা করে দেখুন, ভাল লাগবে।

Level 0

আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউন্স জিন্দাবাদ !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি অবশ্য প্রিন্ট স্ক্রিন নিয়ে অন্য গ্রাফিক্স এডিটর দিয়ে কাজটা করি। তবে ওয়ান নোট দিয়ে সহজে করা যায় জানতাম না।

ধন্যবাদ। উপকারে আসবে।

ধন্যবাদ।কাজে লাগবে।