আপনার ইয়াহু ম্যাসেজ্ঞারকে করুন আরো গতিময়

আমরা প্রায়ই দেখি যে ইয়াহুর নতুন কোন ভাসন তার পুরানো ভাসন থেকে অনেক বেশী মেমরী দখল করে। নিচের ট্রিকসটির মাধ্যমে আপনি আপনার রেম স্টোরেজ কমাতে পারবেন আর আপনার ইয়াহু ম্যাসেজ্ঞারকে করতে পারবেন আরো গতিময়।

প্লাগইন আনইনস্টল: আপনাকে আপনার ম্যাসেজ্ঞারের অপ্রয়োজনীয় প্লাগইন গুলো আনইনস্টল করতে হবে। এই কাজটা করা জন্য আপনাকে প্রথমে ইয়াহু ম্যাসেজ্ঞারে লগইন করে Action বাটনে ক্লীক করতে হবে। তারপর Choose a plugin এ ক্লীক করতে হবে। তারপর My plug-ins ট্যাব এ ক্লীক করতে হবে। তারপর stop বাটনে ক্লীক করে পাশের uninstall বাটন (ড্রামের মত দেখতে) ক্লীক করতে হবে।

ক্লাসিক স্কিন: ক্লাসিক স্কিন আনতে প্রথমে ইয়াহু ম্যাসেজ্ঞারে লগইন অবস্থায় Messenger এ ক্লীক করে Change skin এ ক্লীক করতে হবে। এবার skin থেকে Classic skin সিলেক্ট করে ok চাপুন।

**আর উপরের এই দুটি কাজ সম্পাদন করার পর দেখুন আপনার ইয়াহু ম্যাসেজ্ঞার হয়েছে আগের চেয়ে গতিময়**

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

ভাই , আমিতো yahoomail দিয়ে চ্যাট করি
আমি কি করে একে গতিময় করতে পারি ?

ভাই,
yahoo auto response সার্ভিসটি কিভাবে এ্যাকটিভ করা যায় ?

অপেক্ষা করুন। yahoo auto response সার্ভিসের টিউন আসিতেছে। সম্ভব হলে আজ রাতে পেতে পারেন।

অপেক্ষায় থাকলাম

—- ধন্যবাদ—