সিম না খুলেই জিপি মডেমে টাকার ব্যালেন্স দেখুন!!!!!!!!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

 

কেমন আছেন সবাই>>>>আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোষ্ট করতে যাচ্ছি। পোষ্টটি গ্রামীণফোন মডেম ব্যবহারকারীদের জন্য।

 

গ্রামীণফোন মডেমে আপনার অবশিষ্ট ডাটার পরিমাণ আপনি ৫০০০ তে মেসেজ করেই জানতে পারবেন। But টাকার (*৫৬৬#) ব্যালেন্স জানতে হলে আপনাকে মডেম থেকে সিম টি খুলতেই হত! সিমটি খুলে মোবাইলে ভরে তারপর এতদিন ব্যালেন্স চেক করতেন। বারবার মডেম থেকে সিম খুলার কারণে বহু মডেম নষ্ট হয়ে গেছে। আসলে আমার মা’র অফিসের মডেমটি কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল বার বার সিম খুলার কারণে। এরপর মাথায় বুদ্ধি এল যে গুগলে সার্চ দিয়ে এর কোন সমাধান বের করতে পারি কিনা। অবশেষে সমাধান পেয়ে গেলাম। এখন সমাধানটি আমি আপনাদের সাথে শেয়ার করবো।

আর কোন মডেম নষ্ট হবে না>>>>>>সিম খোলার ঝামেলা অবশেষে শেষ>>>>>>>আমি আজ এমন একটি টিপস নিয়ে এলাম যার সাহায্যে সিম না খুলেই মডেমেই টাকার ব্যালেন্স সহ যেকোন ব্যালেন্স দেখতে পারবেন!!!!!!!!

 

এজন্য আপনাকে যা যা করতে হবেঃ

 

প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে USSD Activator Plugin নামক একটি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

 

http://www.mediafire.com/?26q071b0qqf9ltg

 

 

 

 (বিঃদ্রঃ আপনার মডেম এর মডেল জানতে মডেম এর পিছনের দিকে লক্ষ্য করুন। সেখানে মডেল নম্বরটি জানতে পারবেন।)

 

ডাউনলোড এর শেষে সফটওয়্যারটি আনজিপ করে আপনার পিসিতে Install করুন।

 

এবার আপনার মডেম টি রির্ষ্টাট দিন। (জিপি ইন্টারনেট সফটওয়্যার বন্ধ করে মডেম টি আপনার পিসি থেকে খুলুন এবং তারপর আবার লাগান)

 

 

পুনরায় জিপি ইন্টারনেট সফটওয়্যারটি চালু করুন। এবার উপরের দিকে টুলবারের শেষে নতুন একটি টুল USSD  যুক্ত হয়েছে। এখন ওই টুলে ক্লিক করেই আপনি *৫৬৬# ডায়াল করে ব্যালেন্স জেনে নিতে পারেন। এছাড়াও মোবাইলের মাধ্যমে যে সমস- কাজ করা যায় সেগুলোও আপনি এই টুলের সাহায্যে করতে পারবেন।

 

 

 

 

 

 

আশা করি এই পোষ্টটি আপনাদের উপকারে আসবে।

 

 

ধন্যবাদ।।।।।।।।।।।।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও গ্রামীন সিম ইউজ করি না , তার পরও বলছি দারুন একটি টিক্স নিয়ে টিউন করছেন ।

অনেক ভালো হয়ছে ! ধন্যবাদ আপনাকে।।

আমার টেকনো মডেল। বাংলালিংক চালাই।আমার জন্য কি উপদেশ? ধন্যবাদ।

ধুর, এক বিষয় নিয়ে আরও কত টিউন করবেন?
টিউন করার পূর্বে যে সার্চ করে দেখা উচিত কেউ এ বিষয়ে টিউন করেছে কিনা তা কি আপনাদের মাথায় কখনোই আসে না?
আমি জিপির নতুন মোডেম অর্থাৎ ZTE MF-100 ইউজ করি। সমাধান কি?
খালি আজাইরা!!!

vai ami GP MF100 modem use kori ami ki parbo???

এইসব হাবি-যাবি ইনষ্টল করে পিসি স্লো না করে গ্রামীনের ই-কেয়ার ব্যবহার করলেই তো হয়। এখান থেকে দেখে নিন: https://webserv.grameenphone.com/ecare/faces/Index.jsp

Level 0

ধন্যবাদ পোস্টের জন্য।
ভাই, আমি grammeen phone -এর HUWEI E1550 modem টি ব্যবহার করি ।
সমস্যা হল গ্রামীণ ফোনের ইন্টারনেট connected হওয়ার কিছু সময়ের মধ্যে disconnected বা মডেমটি হ্যাঙ হয়ে যায় বা grameen phone internet (not responding )লেখা আসে ফলে কিছু সময় পর পর মডেমটি খুলে আবার লাগাতে হয়।
(এখন windows7 ব্যবহার করছি , windows xp এবং windows 8 -এর মধ্যেও একই সমস্যা,আমাদের এলাকায় gp-র network ভাল(banglalion ,qubee নাই ) ।

ভাই, বারবার ইন্টারনেট disconnected হওয়ার সমাধান যদি অনুগ্রহ জানান তবে আমার খুবই উপকার হয়

    @mana:
    আমার মনে হয়, আপনি মোডেমটি ফ্রন্ট প্যানেল এর ইউএসবি পোর্টে লাগিয়ে নেট ইউজ করেন।
    যদি তাই হয়, তাহলে মোডেমটি সিপিইউ এর পেছনের ইউএসবি পোর্টগুলোতে লাগিয়ে দেখতে পারেন সমস্যা সমাধান হয় কিনা।
    সমাধান পেলে দয়া করে জানাতে ভুলবেন না।
    ধন্যবাদ।

উপকৃত হলেম…ধন্যবাদ টিউনার ভাইকে

Level 0

ভাই
GP 3g মডেম ZTE mf190 তে কিভাবে কল করা, Balance Check করার অপশন কিভাবে enable korbo??
জানালে উপকার হত।

Level 2

জিপি মডেম ছাড়া অন্য মডেমের জন্য কি ব্যবস্থা ? ডেমন “টেকনো মডেম”

ZTE MZ31 ইউজ করি। সমাধান কি?